নয়াদিল্লি, 20 নভেম্বর: স্কুলে অনলাইন ক্লাসের পর সরকারি দফতরে অর্ধেক কর্মী দিয়ে কাজের সিদ্ধান্ত নিল দিল্লি সরকার ৷ বাকি 50 শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন ৷ দূষণ রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই ৷ এর আগে দূষণের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল আপ সরকার ৷
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বুধবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান পরিবেশমন্ত্রী ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷ পরিবেশমন্ত্রী লেখেন, "এবার 50 শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন ৷ দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে ৷"
प्रदुषण कम करने के लिए दिल्ली सरकार ने सरकारी दफ़्तरो में वर्क फ्रॉम होम का लिया निर्णय
— Gopal Rai (@AapKaGopalRai) November 20, 2024
50% कर्मचारी करेंगे घर से काम
इसके इम्पलिमेंटेशन के लिए सचिवालय में आज दोपहर 1 बजे अधिकारियों के साथ होगी बैठक
প্রতিবছর শীতের মরশুম শুরুর আগে রাজধানীর বায়ুর গুনগত মান ক্রমশ কমতে থাকে ৷ এই বছরও তার অন্যথা হয়নি ৷ তবে এবার পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে 'সিভিয়ার' থেকে 'সিভিয়ার প্লাস' পর্যায়ে পৌঁছে যায় দূষণের মাত্রা ৷ সরকারের তরফে একাধিক শতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হলেও, নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি ৷
মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণগত মান (AQI) ছিল 500 ৷ বুধবার দুপুর 12টায় AQI-এর মাত্রা 428 ৷ এই আবহে দূষণ নিয়ন্ত্রণে GRAP-IV-এর বিধিনিষেধ লাগু করা হয় রাজধানীতে ৷ এদিকে, দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ৷ ফলে চিন্তা বেড়েছে প্রশাসনের ৷
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চা তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস ৷ বুধবার সকালেও মাত্রাতিরিক্ত দূষণ ও শীতের কারণে রাজধানীতে দৃশ্যমানতা একেবারই কম ৷