ETV Bharat / state

খড়ি নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - খড়ি নদী

পুলিশ জানিয়েছে নিহত ব্য়ক্তির নাম উত্তম কোড়া ৷ তাঁর বয়স 48 বছর ৷ ওই ব্য়ক্তির পরিবার পুলিশের কাছে জানিয়েছে শুক্রবার সকালেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ তারপর থেকেই তাঁর ফোন সুইচ অফ ছিল ৷ বারবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ রাতেও উত্তমবাবু বাড়ি ফেরেননি ৷ তারপর আজ সকালে তাঁর জেহ নদীর ধার থেকে উদ্ধার হয়েছে ৷

one dead body recover from khari river in bardhaman
খড়ি নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
author img

By

Published : Jan 23, 2021, 9:06 PM IST

বর্ধমান, 23 জানুয়ারি : বর্ধমানের ভাতারে খড়ি নদীর পাড় থেকে এক ব্য়ক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ৷ শনিবার সকালে খড়ি নদীর পাড়ে ওই ব্য়ক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ এরপরেই স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

আরও পড়ুন : বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে মৃত 1

পুলিশ জানিয়েছে নিহত ব্য়ক্তির নাম উত্তম কোড়া ৷ তাঁর বয়স 48 বছর ৷ ওই ব্য়ক্তির পরিবার পুলিশের কাছে জানিয়েছে শুক্রবার সকালেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ তারপর থেকেই তাঁর ফোন সুইচ অফ ছিল ৷ বারবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ রাতেও উত্তমবাবু বাড়ি ফেরেননি ৷ তারপর আজ সকালে তাঁর জেহ নদীর ধার থেকে উদ্ধার হয়েছে ৷ উত্তম কোড়ার দেহ ময়নাতদন্তের জন্য় বর্ধমান মেডিক্য়াল কলেজে পাঠানো হয়েছে ৷ কী কারণে মৃত্য়ু তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে, প্রাথমিক তদন্ত শুরু করেছে ৷

বর্ধমান, 23 জানুয়ারি : বর্ধমানের ভাতারে খড়ি নদীর পাড় থেকে এক ব্য়ক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ৷ শনিবার সকালে খড়ি নদীর পাড়ে ওই ব্য়ক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ এরপরেই স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

আরও পড়ুন : বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে মৃত 1

পুলিশ জানিয়েছে নিহত ব্য়ক্তির নাম উত্তম কোড়া ৷ তাঁর বয়স 48 বছর ৷ ওই ব্য়ক্তির পরিবার পুলিশের কাছে জানিয়েছে শুক্রবার সকালেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ তারপর থেকেই তাঁর ফোন সুইচ অফ ছিল ৷ বারবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ রাতেও উত্তমবাবু বাড়ি ফেরেননি ৷ তারপর আজ সকালে তাঁর জেহ নদীর ধার থেকে উদ্ধার হয়েছে ৷ উত্তম কোড়ার দেহ ময়নাতদন্তের জন্য় বর্ধমান মেডিক্য়াল কলেজে পাঠানো হয়েছে ৷ কী কারণে মৃত্য়ু তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে, প্রাথমিক তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.