বর্ধমান, 8 জানুয়ারি : শনিবার বর্ধমানে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওইদিন বিকেলে বর্ধমান শহরে তিনি রোড শো করবেন। বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত তাঁর এই রোড শো হবে। সেইজন্য শহরজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। শহরের বিভিন্ন এলাকায় টাঙানো হচ্ছে ফেস্টুন-ব্যানার। বর্ধমান শহরের টাউন হল সংলগ্ন জি টি রোডের উপর জেপি নাড্ডার বিশাল ফেস্টুন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন: পুরুলিয়ার সদর হাসপাতালে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে টাউন হল সংলগ্ন একটি ব্যাঙ্কের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারের পাশে ফেস্টুন লাগানোর সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর সঙ্গে থাকা এক কর্মীর জামা কাপড়ে আগুন ধরে যায়। বিদ্যুৎ দপ্তর ও দমকলে খবর দেওয়া হলে তারা এসে ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যায়।
আহত ব্যক্তির নাম শেখ রাজু। তাঁর বাড়ি বর্ধমান এক ব্লকের ভোতার পাড় এলাকায়।