ETV Bharat / state

Murder at Ketugram: গুলি করে ইটভাটার মালিককে খুন কেতুগ্রামে - ইট ভাটার মালিক খুন

রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে কেতুগ্রামে প্রাণ হারালেন এক ব্যবসায়ী ৷ মৃতের নাম বটুক মির্জা ৷ তাঁর ইটভাটার ব্যবসা ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 13, 2023, 10:38 PM IST

কেতুগ্রাম, 13 অগস্ট: গুলি করে ইটভাটার মালিককে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম বটুক মির্জা (55) । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে । গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের রাজুর গ্রামের বাসিন্দা বটুক মির্জা । কেতুগ্রামের বাদশাহী রোডে রাইখাঁ গ্রামের কাছে তাঁর একটি ইটভাটা আছে । রবিবার সন্ধ্যা নাগাদ বটুক মির্জা সেই ইটভাটাতেই ছিলেন । সেই সময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে । তিনি ছুটে পালানোর চেষ্টা করেন, কিন্তু দুষ্কৃতীরা বটুককে ধরে নিয়ে এসে ফের তাঁকে গুলি করে ৷ তাঁর বুকে গুলি লাগে । অন্যদিকে, গুলি করার পরই এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হয় । সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর শরীরে একাধিক গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

আরও পড়ুন: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

তবে কে বা কারা তাঁকে এভাবে গুলি করে খুন করল তা নিয়ে ধন্দে পুলিশ । কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ব্যবসায়িক কারণে বটুক মির্জার সঙ্গে কারও কোনও গন্ডগোল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । ওই ব্যক্তির খুনের পিছনে আর কী কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে । দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল, তারা কোন দিকে পালিয়ে যায় এবং কীভাবে তারা এসেছিল সব দিকই খতিয়ে দেখছে পুলিশ ।

কেতুগ্রাম, 13 অগস্ট: গুলি করে ইটভাটার মালিককে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম বটুক মির্জা (55) । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে । গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের রাজুর গ্রামের বাসিন্দা বটুক মির্জা । কেতুগ্রামের বাদশাহী রোডে রাইখাঁ গ্রামের কাছে তাঁর একটি ইটভাটা আছে । রবিবার সন্ধ্যা নাগাদ বটুক মির্জা সেই ইটভাটাতেই ছিলেন । সেই সময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে । তিনি ছুটে পালানোর চেষ্টা করেন, কিন্তু দুষ্কৃতীরা বটুককে ধরে নিয়ে এসে ফের তাঁকে গুলি করে ৷ তাঁর বুকে গুলি লাগে । অন্যদিকে, গুলি করার পরই এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা ৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে বীরভূমের সিয়ান হাসপাতালে ভরতি করা হয় । সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর শরীরে একাধিক গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

আরও পড়ুন: সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

তবে কে বা কারা তাঁকে এভাবে গুলি করে খুন করল তা নিয়ে ধন্দে পুলিশ । কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ব্যবসায়িক কারণে বটুক মির্জার সঙ্গে কারও কোনও গন্ডগোল ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । ওই ব্যক্তির খুনের পিছনে আর কী কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে । দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছিল, তারা কোন দিকে পালিয়ে যায় এবং কীভাবে তারা এসেছিল সব দিকই খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.