বর্ধমান, 25 জুলাই : " পিছন দরজা দিয়ে উনি ঢুকেছিলেন ৷ হারার পরও মুখ্যমন্ত্রী হয়েছেন পিছন দরজা দিয়ে ৷ এখন দেখছেন সেই পিছন দরজা দিয়েই ওনাকে বিদায় নিতে হবে ৷ তাই উপনির্বাচন নিয়ে তিনি ছটফট করছেন ৷" শনিবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷
এদিন তিনি আরও বলেন, "হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী । উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন ৷ এখন দেখছেন মুখ্যমন্ত্রীর গদিই থাকবে না ।"
16 অগস্ট খেলা হবে দিবস নিয়েও মুখ্যমন্ত্রীকে এদিন কটাক্ষ করেন রাহুল সিনহা ৷ তাঁর কথায়, "ভাগ্যিস তিনি 14 অগস্ট দিনটাকে বেছে নেননি । তাহলে পাকিস্তান দিবস পালন করা হয়ে যেত ।"
আরও পড়ুন : Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত
এরপর তিনি 16 অগস্ট খেলা হবে দিবসের ব্যাখ্যা করে বলেন, "যেহেতু 1946 সালের 16 অগস্ট মুসলিম লিগ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল । সেই গ্রেট অনার কিলিংয়ের জেরে কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল । সেই মুসলিম লিগ আজ নেই । পরিবর্তে আছে তৃণমূল লিগ । তাই মুসলিম লিগের পরিবর্তে এখন তৃণমূল লিগ দিনটা পালনের চেষ্টা করছে । সেই অপস্মৃতিকে সামনে আনার চেষ্টা করছে । যার ফলে আমরা চিন্তিত ।"
জেলা অফিসে এসে এভাবেই একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷