ETV Bharat / state

ভিনধর্মে বিয়ে মানবে না পরিবার, আত্মঘাতী কিশোর-কিশোরী

পরিবার ভিনধর্মে বিয়ে মেনে নেবে না। তাই রেললাইনে আত্মহত্যা করল কিশোর-কিশোরী।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 24, 2019, 11:41 PM IST

আউশগ্রাম, ২৪ ফেব্রুয়ারি : পরিবার ভিনধর্মে বিয়ে মেনে নেবে না। তাই রেললাইনে আত্মহত্যা করল কিশোর-কিশোরী। নাম সোমনাথ বাগদি ও রেশমা খাতুন। তারা আউশগ্রামের বিষ্ণুপুরের বাসিন্দা।

সোমনাথ চেন্নাইতে শ্রমিকের কাজ করত। রেশমা মাধ্যমিক পরীক্ষার্থী। গত বুধবার সোমনাথ বাড়ি ফেরে। এরপর শুক্রবার বিকেল থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে যায় সোমনাথ। এদিকে সেদিন থেকে নিখোঁজ হয়ে যায় রেশমাও। তার পরিবারের অবস্থা ভালো নয়। তার বাবা বোরজাহান শেখ শারীরিকভাবে প্রতিবন্ধী। রেশমা নিখোঁজ হয়ে যাওয়ায় তারা জানতে পারে সোমনাথকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রেশমার পরিবার আউশগ্রাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান এবাদত শেখ বলেন, "বিষয়টি নিয়ে গতকাল স্থানীয় প্রধান সহ অন্যদের সঙ্গে বৈঠক করা হয়। দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্হিত ছিল। তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে এই খবর পেলাম।"

রেল পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আউশগ্রাম, ২৪ ফেব্রুয়ারি : পরিবার ভিনধর্মে বিয়ে মেনে নেবে না। তাই রেললাইনে আত্মহত্যা করল কিশোর-কিশোরী। নাম সোমনাথ বাগদি ও রেশমা খাতুন। তারা আউশগ্রামের বিষ্ণুপুরের বাসিন্দা।

সোমনাথ চেন্নাইতে শ্রমিকের কাজ করত। রেশমা মাধ্যমিক পরীক্ষার্থী। গত বুধবার সোমনাথ বাড়ি ফেরে। এরপর শুক্রবার বিকেল থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে যায় সোমনাথ। এদিকে সেদিন থেকে নিখোঁজ হয়ে যায় রেশমাও। তার পরিবারের অবস্থা ভালো নয়। তার বাবা বোরজাহান শেখ শারীরিকভাবে প্রতিবন্ধী। রেশমা নিখোঁজ হয়ে যাওয়ায় তারা জানতে পারে সোমনাথকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রেশমার পরিবার আউশগ্রাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান এবাদত শেখ বলেন, "বিষয়টি নিয়ে গতকাল স্থানীয় প্রধান সহ অন্যদের সঙ্গে বৈঠক করা হয়। দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্হিত ছিল। তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে এই খবর পেলাম।"

রেল পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Intro:পূর্ব বর্ধমানের রাধাকান্তপুরে ধান বোঝাই লরি পালটি খেয়ে চাপা পড়ল ৫ জন ছাত্রছাত্রী। অভিযোগ ; পুলিশের তাড়া খেয়েই এ ঘটনা। প্রতিবাদে পথ-অবরোধ স্থানীয় বাসিন্দাদের ও পুলিশের দুটি ভ্যানে আগুন। বর্ধমান সাতগেছিয়া রোডে রাধাকান্তপুর স্কুলে প্রতিদিনের মত পড়ুয়ারা যাচ্ছিল। আচমকা সাতগেছিয়ার দিক থেকে ধান বোঝাই লরি পালটি খায়। অভিযোগ পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারায়। লরিটিতে থাকা ধান চাপা পড়ে যায় ৫ জন ছাত্রছাত্রী। স্থানীয়ারা তাদের উদ্ধার করেন। এরপর সাতগেছিয়া রোড অবরোধ করেন স্থানীয় মানুষেরা।Body:পুলিশের Conclusion:আগুন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.