ETV Bharat / state

পূর্ব বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত 694 জন - পূর্ব বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত 694 জন

আক্রান্তদের মধ্যে 27 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 667 জন উপসর্গহীন । এদের মধ্যে দু'জন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । বাকি 592 জনেরই ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 83.77 শতাংশ, মৃত্যুর হার 0.90 শতাংশ ।

last 24 hours 694 people were infected with corona in purba bardhaman
পূর্ব বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত 694 জন
author img

By

Published : May 23, 2021, 10:11 PM IST

বর্ধমান, 23 মে : পূর্ব বর্ধমান জেলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন 694 জন । মৃত্যু হয়েছে আরও ছয়জনের। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা 32 হাজার 205 জন। এদের মধ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 হাজার 932 জন। 26989 জন সুস্থ হয়ে গেছেন। 24 ঘণ্টায় ফের 6 জনের মৃত্যু হওয়ায় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 292 জন ।

আক্রান্ত 694 জনের মধ্যে আউশগ্রাম এক নম্বর ব্লকে 10 জন, আউশগ্রাম দু'নম্বর ব্লকে 13 জন, ভাতার ব্লকে 32 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 130 জন, বর্ধমান এক নম্বর ব্লকে 39 জন, বর্ধমান দু'নম্বর ব্লকে 30 জন, গলসি এক নম্বর ব্লকে 35 জন, গলসি দু'নম্বর ব্লকে 9 জন, জামালপুর ব্লকে 19 জন,কালনা এক নম্বর ব্লকে 50 জন, কালনা দু'নম্বর ব্লকে 28 জন, কাটোয়া এক নম্বর ব্লকে 32 জন, কাটোয়া দু'নম্বর ব্লকে 10 জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে 6 জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে 5 জন, খন্ডঘোষ ব্লকে 6 জন, মন্তেশ্বর ব্লকে 4 জন, মেমারি এক নম্বর ব্লকে 25 জন, মেমারি দু'নম্বর ব্লকে 11 জন, মঙ্গলকোট ব্লকে 17 জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে 18 জন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকে 23 জন, রায়না এক নম্বর ব্লকে 12 জন, রায়না দু'নম্বর ব্লকে 13 জন, দাঁইহাট পৌরসভা এলাকায় 9 জন, গুসকরা পৌরসভা এলাকায় 10 জন, কালনা পৌরসভা এলাকায় 32 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 19 জন, মেমারি পুরসভা এলাকায় 17 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 17 জন আক্রান্ত হয়েছেন ।

আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

আক্রান্তদের মধ্যে 27 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 667 জন উপসর্গহীন । এদের মধ্যে দু'জন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । বাকি 592 জনেরই ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 83.77 শতাংশ, মৃত্যুর হার 0.90 শতাংশ ।

বর্ধমান, 23 মে : পূর্ব বর্ধমান জেলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন 694 জন । মৃত্যু হয়েছে আরও ছয়জনের। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা 32 হাজার 205 জন। এদের মধ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 হাজার 932 জন। 26989 জন সুস্থ হয়ে গেছেন। 24 ঘণ্টায় ফের 6 জনের মৃত্যু হওয়ায় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 292 জন ।

আক্রান্ত 694 জনের মধ্যে আউশগ্রাম এক নম্বর ব্লকে 10 জন, আউশগ্রাম দু'নম্বর ব্লকে 13 জন, ভাতার ব্লকে 32 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 130 জন, বর্ধমান এক নম্বর ব্লকে 39 জন, বর্ধমান দু'নম্বর ব্লকে 30 জন, গলসি এক নম্বর ব্লকে 35 জন, গলসি দু'নম্বর ব্লকে 9 জন, জামালপুর ব্লকে 19 জন,কালনা এক নম্বর ব্লকে 50 জন, কালনা দু'নম্বর ব্লকে 28 জন, কাটোয়া এক নম্বর ব্লকে 32 জন, কাটোয়া দু'নম্বর ব্লকে 10 জন, কেতুগ্রাম এক নম্বর ব্লকে 6 জন, কেতুগ্রাম দু'নম্বর ব্লকে 5 জন, খন্ডঘোষ ব্লকে 6 জন, মন্তেশ্বর ব্লকে 4 জন, মেমারি এক নম্বর ব্লকে 25 জন, মেমারি দু'নম্বর ব্লকে 11 জন, মঙ্গলকোট ব্লকে 17 জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে 18 জন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকে 23 জন, রায়না এক নম্বর ব্লকে 12 জন, রায়না দু'নম্বর ব্লকে 13 জন, দাঁইহাট পৌরসভা এলাকায় 9 জন, গুসকরা পৌরসভা এলাকায় 10 জন, কালনা পৌরসভা এলাকায় 32 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 19 জন, মেমারি পুরসভা এলাকায় 17 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 17 জন আক্রান্ত হয়েছেন ।

আরও পড়ুন : কিছুটা কমল সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

আক্রান্তদের মধ্যে 27 জনের দেহে উপসর্গ মিলেছে বাকি 667 জন উপসর্গহীন । এদের মধ্যে দু'জন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন । বাকি 592 জনেরই ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে জেলায় সুস্থতার হার 83.77 শতাংশ, মৃত্যুর হার 0.90 শতাংশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.