ETV Bharat / state

কাল থেকে রেশনে বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়া হবে : খাদ্যমন্ত্রী - Ration service

রেশন দূর্নীতি নিয়ে বারবার অভিযোগ উঠেছে । ডিলাররা পর্যাপ্ত পরিমাণে চাল দেন না বলেও অভিযোগ জানিয়েছেন অনেকে । তবে, কোনও ডিলার আর কালোবাজারি করতে পারবে না বলে আশ্বস্ত করলেন খাদ্যমন্ত্রী ।

রেশন
রেশন
author img

By

Published : Apr 30, 2020, 8:42 PM IST

বর্ধমান, 30 এপ্রিল : আগামীকাল থেকে রাজ্যজুড়ে রেশন দোকানগুলিতে পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে । আজ এমনই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ দুপুরে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন খাদ্যমন্ত্রী । জেলার রাইস মিলগুলি থেকে লেভির চাল বকেয়া আছে 1 লাখ 36 হাজার মেট্রিক টন । সেই বকেয়া চাল রাইস মিলগুলি দ্রুত দিয়ে দেবে বলে জানান তিনি । পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ ছয় জেলায় চাল সরবরাহ করা হবে বলেও জানানো হয় ।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে 15 মে থেকে বোরো ধানের পাশাপাশি মজুত থাকা খরিফ মরশুমের ধানও সরকার সহায়ক মূল্যে কিনে নেবে । খাদ্য দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরাও বিষয়টি দেখভাল করবেন ।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে রাজ্যে কোনও মানুষ অভুক্ত থাকবে না । এই রাজ্যের মতো পাঁচ লাখ মেট্রিক টন চাল দেওয়ার ক্ষমতা আর কোনও রাজ্যের নেই । এই রাজ্যের মতো 10 কোটি লোককে খাওয়ানো মতো ক্ষমতা কেউ দেখতে পারেনি ।"

রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ উঠেছে । রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে সামগ্রী দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে একাধিক জায়গায় । এই বিষয়ে তিনি বলেন, "রাজ্যে 283 জন ডিলারকে ধরা হয়েছে । তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । কোনও রেশন দোকান আর কারচুপি করতে পারবে না ।" আজ এই বৈঠকে খাদ্যমন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যরা ।

বর্ধমান, 30 এপ্রিল : আগামীকাল থেকে রাজ্যজুড়ে রেশন দোকানগুলিতে পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে । আজ এমনই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ দুপুরে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন খাদ্যমন্ত্রী । জেলার রাইস মিলগুলি থেকে লেভির চাল বকেয়া আছে 1 লাখ 36 হাজার মেট্রিক টন । সেই বকেয়া চাল রাইস মিলগুলি দ্রুত দিয়ে দেবে বলে জানান তিনি । পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ ছয় জেলায় চাল সরবরাহ করা হবে বলেও জানানো হয় ।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে 15 মে থেকে বোরো ধানের পাশাপাশি মজুত থাকা খরিফ মরশুমের ধানও সরকার সহায়ক মূল্যে কিনে নেবে । খাদ্য দপ্তরের পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকরাও বিষয়টি দেখভাল করবেন ।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে রাজ্যে কোনও মানুষ অভুক্ত থাকবে না । এই রাজ্যের মতো পাঁচ লাখ মেট্রিক টন চাল দেওয়ার ক্ষমতা আর কোনও রাজ্যের নেই । এই রাজ্যের মতো 10 কোটি লোককে খাওয়ানো মতো ক্ষমতা কেউ দেখতে পারেনি ।"

রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ উঠেছে । রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে সামগ্রী দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে একাধিক জায়গায় । এই বিষয়ে তিনি বলেন, "রাজ্যে 283 জন ডিলারকে ধরা হয়েছে । তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । কোনও রেশন দোকান আর কারচুপি করতে পারবে না ।" আজ এই বৈঠকে খাদ্যমন্ত্রী ছাড়াও ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.