ETV Bharat / state

Husband cuts Wife's Wrist : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, হীনমন্যতায় স্ত্রীর হাত কেটে দিল স্বামী

সরকারি চাকরি পেয়ে স্ত্রী চলে যাবেন দূরে ৷ আর এই কারণে হীনমন্যতায় স্ত্রীর হাতের কব্জি কেটে নিল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলসা গ্রামে (Husband cuts wrist of his wife in Ketugram) । হাসপাতালে ভর্তি স্ত্রী ৷ অভিযুক্ত স্বামী ও তার বাড়ির লোকজন পলাতক ৷

Ketugram Cut Right Wrist news
স্ত্রীর কব্জি থেকে হাত কেটে দিল স্বামী
author img

By

Published : Jun 6, 2022, 2:35 PM IST

Updated : Jun 6, 2022, 2:59 PM IST

কেতুগ্রাম, 6 জুন : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, কিন্তু বেকার স্বামী কিছুতেই স্ত্রী'কে কাজ করতে দেবে না ৷ কারণ তিনি মনে করেন, স্ত্রী স্বাবলম্বী হলে তাকে ছেড়ে চলে যাবে (husband cuts wrist of his wife for getting government job in Ketugram) ৷ আর এই কারণেই স্ত্রী'কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দিল 'গুণধর' স্বামী । নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলসা গ্রামে । গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত রেণু খাতুন । অভিযুক্ত স্বামী শের মহম্মদ ও তার বাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেণু নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত । তিনি দুর্গাপুরের একটা বেসরকারি নার্সিংহোমে চাকরি করেন । সম্প্রতি তিনি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছেন । সেই কারণে সরকারি হাসপাতালে নার্স পদে যোগ দেওয়ার কথা । যেটা তাঁর স্বামী শের মহম্মদ শেখ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ।

আরও পড়ুন : স্ত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় হাত খোয়াল স্বামী

শের মহম্মদ যেহেতু বেকার তাই তার ধারণা হয়েছিল তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যাবে । যা নিয়ে দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় । ঘটনার দিন অশান্তি চরমে উঠলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাতে কোপ মারে শের মহম্মদ । সঙ্গে সঙ্গে হাত থেকে কব্জির অংশ ঝুলে পড়ে ৷ এরপর রক্তাক্ত অবস্থায় রেণুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে চিকিৎসকরা রেণুর ডানহাতের কব্জির নিচে থেকে হাত বাদ দেন ৷

রেণুর দাদা রিপন শেখ বলেন, "পড়াশোনা করার সময় রেণুর সঙ্গে শের মহম্মদের পরিচয় হয় । পরে দুই পরিবারের কথাবর্তা বলে দু'জনের বিয়ে হয় । যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা, আট ভরি সোনার গয়না-সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিস দেওয়া হয় । কিন্তু রেণু সরকারি চাকরি করুক সেটা চায়নি শের মহম্মদ । তাই নিয়ে নিত্য অশান্তি চলত। এদিন অশান্তির সময় রেণুর হাত কেটে দেয় শেখ ।"

কেতুগ্রাম, 6 জুন : স্ত্রী পেয়েছেন সরকারি চাকরি, কিন্তু বেকার স্বামী কিছুতেই স্ত্রী'কে কাজ করতে দেবে না ৷ কারণ তিনি মনে করেন, স্ত্রী স্বাবলম্বী হলে তাকে ছেড়ে চলে যাবে (husband cuts wrist of his wife for getting government job in Ketugram) ৷ আর এই কারণেই স্ত্রী'কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দিল 'গুণধর' স্বামী । নৃশংস এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলসা গ্রামে । গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আহত রেণু খাতুন । অভিযুক্ত স্বামী শের মহম্মদ ও তার বাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেণু নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত । তিনি দুর্গাপুরের একটা বেসরকারি নার্সিংহোমে চাকরি করেন । সম্প্রতি তিনি সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেছেন । সেই কারণে সরকারি হাসপাতালে নার্স পদে যোগ দেওয়ার কথা । যেটা তাঁর স্বামী শের মহম্মদ শেখ কিছুতেই মেনে নিতে পারছিলেন না ।

আরও পড়ুন : স্ত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় হাত খোয়াল স্বামী

শের মহম্মদ যেহেতু বেকার তাই তার ধারণা হয়েছিল তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যাবে । যা নিয়ে দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় । ঘটনার দিন অশান্তি চরমে উঠলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর হাতে কোপ মারে শের মহম্মদ । সঙ্গে সঙ্গে হাত থেকে কব্জির অংশ ঝুলে পড়ে ৷ এরপর রক্তাক্ত অবস্থায় রেণুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে চিকিৎসকরা রেণুর ডানহাতের কব্জির নিচে থেকে হাত বাদ দেন ৷

রেণুর দাদা রিপন শেখ বলেন, "পড়াশোনা করার সময় রেণুর সঙ্গে শের মহম্মদের পরিচয় হয় । পরে দুই পরিবারের কথাবর্তা বলে দু'জনের বিয়ে হয় । যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা, আট ভরি সোনার গয়না-সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিস দেওয়া হয় । কিন্তু রেণু সরকারি চাকরি করুক সেটা চায়নি শের মহম্মদ । তাই নিয়ে নিত্য অশান্তি চলত। এদিন অশান্তির সময় রেণুর হাত কেটে দেয় শেখ ।"

Last Updated : Jun 6, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.