ETV Bharat / state

বর্ধমানের উড়ালপুলে পিচ উঠে গর্ত, ভয় নেই বললেন জেলাশাসক - ফ্লাইওভার

উদ্বোধন নিয়ে চলেছিল দড়ি টানাটানি ৷ রেলের তরফে উদ্বোধনের আগেই বর্ধমান স্টেশনের উপর তৈরি ঝুলন্ত উড়ালপুলের উদ্বোধন করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ এরপরই রেলের তরফে উদ্বোধনের পরিকল্পনা বাতিল করা হয় ৷ এই ঘটনার তিন সপ্তাহ কেটে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এই উড়ালপুলের ৷ কয়েকটি জায়গায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে ৷ যদিও ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক ৷

বর্ধমানের উড়ালপুলে পিচ উঠে গর্ত, ভয় নেই বললেন জেলাশাসক
author img

By

Published : Oct 14, 2019, 6:29 PM IST

Updated : Oct 14, 2019, 6:37 PM IST

বর্ধমান, 14 অক্টোবর : উদ্বোধনের পর তিন সপ্তাহ কাটেনি ৷ এরই মধ্যে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের পিচ উঠে রাস্তার অবস্থা বেহাল হয়েছে । কয়েকটি জায়গায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে । ফলে সেতু নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও পূর্ব বর্ধমানের জেলাশাসক বলেন, ''উড়ালপুল সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ম্যাসটিক গাড়ি দাঁড়িয়ে থাকায় তা থেকে তেল পড়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । ভয়ের কিছু নেই ৷'

গত 23 সেপ্টেম্বর একরাতের নোটিশে বর্ধমান স্টেশনের উপর তৈরি ঝুলন্ত উড়ালপুলের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । রেলের তরফ থেকে তিনদিন পর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয় । এই দড়ি টানাটানির মধ্যে উদ্বোধন বাতিল করে দেয় রেল । যদিও উদ্বোধনের সময় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছিল উড়ালপুলের কাজ তখনও সম্পূর্ণ হয়নি ৷ নির্মাণ সংস্থার শংসাপত্র পাওয়ার আগেই 23 সেপ্টেম্বর রাজ্যের তরফে উড়ালপুল উদ্বোধন করা হয় ৷ 27 তারিখ থেকে সেখানে ভারী যানবাহন চলাচল শুরু হয় ৷ কিন্তু বাইক, তিন চাকার গাড়ি ও হাঁটাচলা নিষিদ্ধ রয়েছে সেটিতে ৷

উদ্বোধনের পর তিন সপ্তাহ কাটতে না কাটতেই উড়ালপুলের মেহেদি বাগানগামী রোড ও পৌরসভাগামী রোডের কয়েকটি জায়গায় পিচ উঠে গর্ত হয়ে গেছে ৷ পূর্ত দপ্তর সূত্রে খবর, বিষয়টি RVNL-কে জানানো হয়েছে ।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "উড়ালপুল সংলগ্ন রোড তৈরির সময় ম্যাসটিক গাড়ি কিছুদিন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল । সেখান থেকে তেল নিঃসৃত হয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । দ্রুত গর্তগুলি মেরামত করে দেওয়া হবে । এর জন্য উড়ালপুলের কোনও ক্ষতি হবে না । ভয়ের কোনও কারণ নেই ।"

বর্ধমান, 14 অক্টোবর : উদ্বোধনের পর তিন সপ্তাহ কাটেনি ৷ এরই মধ্যে বর্ধমান স্টেশন সংলগ্ন উড়ালপুলের পিচ উঠে রাস্তার অবস্থা বেহাল হয়েছে । কয়েকটি জায়গায় পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে । ফলে সেতু নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও পূর্ব বর্ধমানের জেলাশাসক বলেন, ''উড়ালপুল সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ম্যাসটিক গাড়ি দাঁড়িয়ে থাকায় তা থেকে তেল পড়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । ভয়ের কিছু নেই ৷'

গত 23 সেপ্টেম্বর একরাতের নোটিশে বর্ধমান স্টেশনের উপর তৈরি ঝুলন্ত উড়ালপুলের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । রেলের তরফ থেকে তিনদিন পর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয় । এই দড়ি টানাটানির মধ্যে উদ্বোধন বাতিল করে দেয় রেল । যদিও উদ্বোধনের সময় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছিল উড়ালপুলের কাজ তখনও সম্পূর্ণ হয়নি ৷ নির্মাণ সংস্থার শংসাপত্র পাওয়ার আগেই 23 সেপ্টেম্বর রাজ্যের তরফে উড়ালপুল উদ্বোধন করা হয় ৷ 27 তারিখ থেকে সেখানে ভারী যানবাহন চলাচল শুরু হয় ৷ কিন্তু বাইক, তিন চাকার গাড়ি ও হাঁটাচলা নিষিদ্ধ রয়েছে সেটিতে ৷

উদ্বোধনের পর তিন সপ্তাহ কাটতে না কাটতেই উড়ালপুলের মেহেদি বাগানগামী রোড ও পৌরসভাগামী রোডের কয়েকটি জায়গায় পিচ উঠে গর্ত হয়ে গেছে ৷ পূর্ত দপ্তর সূত্রে খবর, বিষয়টি RVNL-কে জানানো হয়েছে ।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "উড়ালপুল সংলগ্ন রোড তৈরির সময় ম্যাসটিক গাড়ি কিছুদিন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল । সেখান থেকে তেল নিঃসৃত হয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে । দ্রুত গর্তগুলি মেরামত করে দেওয়া হবে । এর জন্য উড়ালপুলের কোনও ক্ষতি হবে না । ভয়ের কোনও কারণ নেই ।"

Intro:নতুন উড়ালপুলে পিচ উঠে গর্ত, ভয় নেই বললেন জেলাশাসক

পুলক যশ, বর্ধমান

উদ্বোধনের পর তিন সপ্তাহ কাটেনি এরই মধ্যে বর্তমানে স্টেশন সংলগ্ন উড়ালপুলের পিচ উঠে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। বেশ কিছু জায়গায় পিচ উঠে যাওয়ার ফলে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ব্রিজ নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ম গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক জানান সেতু সংলগ্ন অ্যাপ্রোচ রাস্তায় ম্যাসটিক দীর্ঘদিন সেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গায় তেল পড়ে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। ব্রিজ নিয়ে ভয়ের কিছু নেই। দ্রুত মেরামত করে দেওয়া হবে।

গত 23 সেপ্টেম্বর একরাতের নোটিশে বর্ধমান স্টেশন এর উপর দিয়ে ঝুলন্ত উড়ালপুলের তড়িঘড়ি উদ্বোধন করতে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এরপরে রেলের তরফ থেকে তার তিন দিন পর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু রেল এবং রাজ্যের দড়ি টানাটানিতে রেল উদ্বোধন বাতিল করে দেয়। যদিও যেদিন রাজ্যের মন্ত্রী উড়ালপুল উদ্বোধন করতে এসেছিলেন তার আগে ব্রিজ নির্মাণ সংস্থা এদের রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল ব্রিজের কাজ তখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু নির্মাণ সংস্থা সার্টিফিকেট দেওয়ার পর আগেই রাজ্যের তরফে উড়ালপুল উদ্বোধন করা হয়। 27 সেপ্টেম্বর থেকে ব্রিজের মধ্যে ভারী যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু ব্রিজের মধ্যে বাইক তিন চাকা কিংবা হাঁটাচলা নিষিদ্ধ করা হয়।

পুজোর পরে হঠাৎ করেই দেখা যায় ব্রিজ থেকে মেহেদী বাগানের দিকে এ্যাপ্রোচ রোড এবং পুরসভার দিকের অ্যাপ্রোচ রোডের বেশ কিছু জায়গায় পিচ উঠে গর্ত দেখা দিয়েছে। পূর্ত দপ্তরের তরফে জানানো হয়েছে বিষয়টি আরভিএনএলকে জানানো হয়েছে।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন ব্রিজ সংলগ্ন অ্যাপ্রচ রোড তৈরির সময় ম্যাসটিক কিছুদিন ধরে দাঁড়িয়ে ছিল। তার ফলে সেখান থেকে তেল নিঃসৃত হয় রাস্তার উপর পড়ার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে দুই জায়গায়। দ্রুত সেগুলি মেরামত করে দেওয়া হবে। এর জন্য ব্রিজের কোনো ক্ষতি হবে না।ভয়ের কোন কারণ নেই।Body:নতুন উড়ালপুলে Conclusion:পিচ উঠে গর্ত
Last Updated : Oct 14, 2019, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.