ETV Bharat / state

ব্যাঙ্কের লকার থেকে উধাও 68 ভরি সোনার গয়না

বর্ধমান শহরের বনমসজিদ পাড়ার বাসিন্দা পবিত্র সামন্ত নামে এক ব্যক্তি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন , প্রায় 40 বছর ধরে ব্যাঙ্কের লকারে পারিবারিক সোনার গয়না রেখে আসছেন । বছর দু’য়েক আগে শেষ বারের জন্য লকার খোলা হয়েছিল । গত শনিবার , দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের কর্মচারী পরিচয় দিয়ে তাঁর পুত্রবধূকে দিয়ে একটা চিঠি প্রাপ্তির কথা লিখিয়ে নেয় । এরপর তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন লকার খোলা হয়েছে ।

Gold jwelleries missing in Bardhaman
Gold jwelleries missing in Bardhaman
author img

By

Published : Oct 18, 2020, 1:36 PM IST

বর্ধমান, 18 অক্টোবর : বর্ধমান শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে উধাও প্রায় 68 ভরি সোনার গয়না ৷ বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।

বর্ধমান শহরের বনমসজিদ পাড়ার বাসিন্দা পবিত্র সামন্ত ৷ তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন , প্রায় 40 বছর ধরে ব্যাঙ্কের লকারে পারিবারিক সোনার গয়না রেখে আসছেন । বছর দু’য়েক আগে শেষ বারের জন্য লকার খোলা হয়েছিল । গত শনিবার , দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের কর্মচারী পরিচয় দিয়ে তাঁর পুত্রবধূকে দিয়ে একটা চিঠি প্রাপ্তির কথা লিখিয়ে নেয় । তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন লকার খোলা হয়েছে । সেখানে কোনও সোনার গয়না নেই । ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে , এই বিষয়ে ব্যাঙ্ক কিছু জানে না । এরপরেই পবিত্র সামন্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

পবিত্র সামন্তের অভিযোগ , বছর দু’য়েক ধরে লকার খোলা হয়নি । ব্যাঙ্কের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি এই সোনা চুরির ঘটনায় যুক্ত । বর্ধমান থানার পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । ব্যাঙ্কের কাছ থেকে CCTV ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে ।

বর্ধমান, 18 অক্টোবর : বর্ধমান শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে উধাও প্রায় 68 ভরি সোনার গয়না ৷ বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।

বর্ধমান শহরের বনমসজিদ পাড়ার বাসিন্দা পবিত্র সামন্ত ৷ তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন , প্রায় 40 বছর ধরে ব্যাঙ্কের লকারে পারিবারিক সোনার গয়না রেখে আসছেন । বছর দু’য়েক আগে শেষ বারের জন্য লকার খোলা হয়েছিল । গত শনিবার , দুই ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের কর্মচারী পরিচয় দিয়ে তাঁর পুত্রবধূকে দিয়ে একটা চিঠি প্রাপ্তির কথা লিখিয়ে নেয় । তিনি ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন লকার খোলা হয়েছে । সেখানে কোনও সোনার গয়না নেই । ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে , এই বিষয়ে ব্যাঙ্ক কিছু জানে না । এরপরেই পবিত্র সামন্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

পবিত্র সামন্তের অভিযোগ , বছর দু’য়েক ধরে লকার খোলা হয়নি । ব্যাঙ্কের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি এই সোনা চুরির ঘটনায় যুক্ত । বর্ধমান থানার পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । ব্যাঙ্কের কাছ থেকে CCTV ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.