ETV Bharat / state

পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত আরও 5 - Corona Outbreak

পূর্ব বর্ধমান জেলায় 170 জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছে 147 জন ৷ 23 জনের চিকিৎসা চলছে ।

Purba Bardhaman
পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত
author img

By

Published : Jul 2, 2020, 1:54 AM IST

বর্ধমান, 2 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও পাঁচজন । তাদের মধ্যে একজন মেমারি 1 ব্লকের, একজন মেমারি 2 ব্লকের, একজন বর্ধমান পৌরসভা এলাকার, একজন মেমারি পৌরসভা এলাকার ও একজন বর্ধমান 1 ব্লকের বাসিন্দা ।

আক্রান্ত পাঁচজনকেই কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 170 জন।

170 জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছে 147 জন ৷ 23 জনের চিকিৎসা চলছে । 2 হাজার 703 জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে আছে 3 হাজার 843 জন । এদিকে ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে 1 হাজার 89 জন জেলায় ফিরেছে ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 24 হাজার 983 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 24 হাজার 397 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । জেলার এখনও পর্যন্ত 18টি জায়গাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । 116টি জায়গা থেকে কন্টেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে ।

বর্ধমান, 2 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও পাঁচজন । তাদের মধ্যে একজন মেমারি 1 ব্লকের, একজন মেমারি 2 ব্লকের, একজন বর্ধমান পৌরসভা এলাকার, একজন মেমারি পৌরসভা এলাকার ও একজন বর্ধমান 1 ব্লকের বাসিন্দা ।

আক্রান্ত পাঁচজনকেই কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 170 জন।

170 জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছে 147 জন ৷ 23 জনের চিকিৎসা চলছে । 2 হাজার 703 জনকে কোয়ারানটিনে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে আছে 3 হাজার 843 জন । এদিকে ইতিমধ্যেই মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে 1 হাজার 89 জন জেলায় ফিরেছে ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 24 হাজার 983 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে 24 হাজার 397 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । জেলার এখনও পর্যন্ত 18টি জায়গাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । 116টি জায়গা থেকে কন্টেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.