ETV Bharat / state

গলসিতে দলছুট হাতির হানা, নষ্ট প্রায় 60 বিঘা জমির ফসল - গলসি

হাতিটি দলছুট হয়ে গ্রামে ঢুকে পড়ে । বনর্মীরা পৌঁছান । হুলা পার্টিও আসে ।

elephant
হাতির হানা
author img

By

Published : Apr 18, 2020, 10:28 AM IST

Updated : Apr 18, 2020, 12:07 PM IST

গলসি, 18 এপ্রিল: লকডাউনে অন্য বিপত্তি । গলসিতে দলছুট হাতির হানায় নষ্ট হল প্রায় 60 বিঘা জমির ফসল । মাথায় হাত পড়েছে চাষিদের ।

বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতি দামোদর নদ পেরিয়ে গলসি এক নম্বর ব্লকের পত্না গ্রামের ধান জমিতে ঢুকে পড়ে । ধান খেয়ে নেয় । দাপিয়ে বেড়ায় জমিতে । এর জেরে আনুমানিক প্রায় 60 বিঘা জমির ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের । এছাড়াও আরও কয়েকটি জমির ফসল নষ্ট করেছে হাতিটি ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বনকর্মীরা ও হুলা পার্টি । হাতিটিকে তাড়িয়ে মল্লাসারুল রামনগর গ্রামের পশ্চিম দিকে দামোদর বাঁধের কাছে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে নদ পেরিয়ে হাতিটিকে ফেরানো হয় বাঁকুড়ার জঙ্গলে ।

গলসি, 18 এপ্রিল: লকডাউনে অন্য বিপত্তি । গলসিতে দলছুট হাতির হানায় নষ্ট হল প্রায় 60 বিঘা জমির ফসল । মাথায় হাত পড়েছে চাষিদের ।

বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতি দামোদর নদ পেরিয়ে গলসি এক নম্বর ব্লকের পত্না গ্রামের ধান জমিতে ঢুকে পড়ে । ধান খেয়ে নেয় । দাপিয়ে বেড়ায় জমিতে । এর জেরে আনুমানিক প্রায় 60 বিঘা জমির ধান নষ্ট হয়েছে বলে দাবি কৃষকদের । এছাড়াও আরও কয়েকটি জমির ফসল নষ্ট করেছে হাতিটি ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে বনকর্মীরা ও হুলা পার্টি । হাতিটিকে তাড়িয়ে মল্লাসারুল রামনগর গ্রামের পশ্চিম দিকে দামোদর বাঁধের কাছে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে নদ পেরিয়ে হাতিটিকে ফেরানো হয় বাঁকুড়ার জঙ্গলে ।

Last Updated : Apr 18, 2020, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.