ETV Bharat / state

"ভগবানে"র নাম ডাঃ নিতাই প্রামাণিক

পদে পদে রোগীর স্বার্থ দেখছেন একজন চিকিৎসক ৷ বার বার না, ডাক্তারের কাছে একবার আসলেই যাতে রোগ সারে, তেমন চিকিৎসা ৷ বিনা পয়সায় ৷ দুস্থদের ওষুধও দেন বিনামূল্যে ৷ "ভগবানে"র কাছে পৌঁছাতে প্রতিদিন লম্বা লাইন পড়ে বর্ধমানে ৷

Dr. Netai Pramanik
ডাঃ নিতাই প্রামাণিক
author img

By

Published : Jul 1, 2020, 6:46 PM IST

Updated : Jul 1, 2020, 10:26 PM IST

বর্ধমান, 1 জুলাই : "ভগবানে"র দিকে এগোচ্ছে লাইন ৷ রোগীদের কথায়, এমন "ভগবান" প্রতি পাড়ায় একটা করে থাকলে দুনিয়ার অসুখ সেরে যাবে ৷

লাইন লম্বা ৷ যেন কোনও মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের উপচে পড়া ভিড় ৷ তবু, সেই লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য্য ধরে দাঁড়িয়ে মানুষ ৷ শিশু কোলে মা, যুবক থেকে বৃদ্ধ ৷ লাইন ফুরোলেই দেখা মিলবে "ভগবানে"র। অর্থাৎ ডাঃ নিতাই প্রামাণিকের। নিজের বাড়ির গাছতলায় ছোটো চেয়ারে বসে রোগী দেখেন । প্রশ্ন উঠবে, এই বাজারে, যখন ডাক্তারদের বিরুদ্ধে হাজারো অভিযোগ, ডাক্তারের উপর হামলা চেনা ঘটনা, তখন পূর্ব বর্ধমান জেলার এক ডাক্তার কীভাবে ভগবান হয়ে উঠলেন?

ফি দিয়ে যায় চেনা ! যে ডাক্তারের ফি বেশি, সে বড় ডাক্তার ! কিন্তু, এই ফি-এর বাজারেও বিনা পয়সায় রোগী দেখেন ডাঃ নিতাই প্রামাণিক । আজকের ঘটনা না, বহু বছরের প্র্যাক্টিস ৷ শুধু ফি না নেওয়াই নয়, অনেক ক্ষেত্রে দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধও দেন ডাক্তারবাবু ।

ডাঃ নিতাই প্রামাণিক, বর্ধমানে তিনি গরিবের ভগবান নামে পরিচিত...

বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়। সেখান থেকে মোটামুটি 200 মিটার পশ্চিমে গেলে ডাঃ প্রামাণিকের বাড়ি । নেমপ্লেটের বালাই নেই ৷ সুস্থ হয়ে ওঠা রোগীরাই ডাক্তারের নেমপ্লেট ! কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর । নিত্যদিন হাসপাতালের উদ্দেশে সকাল সাড়ে 8 টার ট্রেন ধরেন ৷ বেরোনোর আগে একপ্রস্থ রোগী দেখেন । সন্ধেয় ফিরে সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাত পর্যন্ত ফের রোগী দেখা । এছাড়া যে কোনও ছুটির দিনে ওই বাড়ির সামনে গেলেই দেখা মিলবে লম্বা লাইনের । লাইনে দাঁড়ানো রোগীদের কথায়, খুঁটিনাটি জেনে তবেই ওষুধ দেন ডাক্তারবাবু ৷

সুবর্ণকোমল রায় চৌধুরি নামে এক রোগী বলেন, "উনি যে কত মানুষের উপকার করছেন ৷ উপরওলাকে দেখিনি ৷ নিচে যাঁরা কাজ করছেন তাঁরাই ভগবান !"

বয়স হয়েছে ৷ তবু, ঠায় লাইনে দাঁড়িয়ে জীবনানন্দ ঘোষ ৷ বলেন, "ট্রিটমেন্ট অত্যন্ত ভালো ৷ প্রথমে শিশুদের দেখেন, তারপর বৃদ্ধদের ৷ এরপর অন্য রোগীদের ৷ এমন ওষুধ দেন যে বারবার আসতে হয় না ৷"

Dr. Netai Pramanik
ডাক্তারবাবুর বাড়ির সামনে রোগীদের লম্বা লাইন ৷

কড়া রোদ্দুরে ছাতা হাতে মধ্য বয়সি চুমকি বন্দ্যোপাধ্যায় বলেন, "ডাক্তারবাবুর মানবিকতার সঙ্গে কারো তুলনা হয় না ৷ শুধু বিনা পয়সায় দেখা না, রাত বারোটা-একটাতে এলেও দেখে দিয়েছেন ৷"

যাকে নিয়ে এত কথা, অসংখ্য রোগীর কাছে জলজ্যান্ত সেই ভগবান, বরাবরের মতো প্রচারের আলো থেকে আজও সরে থাকলেন । ডাক্তারবাবুর অনুরোধে, সম্মানে তাঁর ছবি দিতে পারল না ETV ভারত ৷ এমন মানুষই তো বলতে পারেন, "আমার কাজ মানুষকে একটু দেখা ৷ সেটাই করছি ৷"

শত প্রশংসাতেও প্রতিক্রিয়াহীন ডা: নিতাই প্রামাণিক ৷ ক্লান্তিহীন প্রেসক্রিপশন লিখে চলেছেন ৷ ছোটো চেয়ারে বড় গাছ বসে আছে ! যে গাছের ছায়াতলায় রোগীদের লম্বা লাইন ৷

বর্ধমান, 1 জুলাই : "ভগবানে"র দিকে এগোচ্ছে লাইন ৷ রোগীদের কথায়, এমন "ভগবান" প্রতি পাড়ায় একটা করে থাকলে দুনিয়ার অসুখ সেরে যাবে ৷

লাইন লম্বা ৷ যেন কোনও মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরের উপচে পড়া ভিড় ৷ তবু, সেই লাইনে ঘণ্টার পর ঘণ্টা ধৈর্য্য ধরে দাঁড়িয়ে মানুষ ৷ শিশু কোলে মা, যুবক থেকে বৃদ্ধ ৷ লাইন ফুরোলেই দেখা মিলবে "ভগবানে"র। অর্থাৎ ডাঃ নিতাই প্রামাণিকের। নিজের বাড়ির গাছতলায় ছোটো চেয়ারে বসে রোগী দেখেন । প্রশ্ন উঠবে, এই বাজারে, যখন ডাক্তারদের বিরুদ্ধে হাজারো অভিযোগ, ডাক্তারের উপর হামলা চেনা ঘটনা, তখন পূর্ব বর্ধমান জেলার এক ডাক্তার কীভাবে ভগবান হয়ে উঠলেন?

ফি দিয়ে যায় চেনা ! যে ডাক্তারের ফি বেশি, সে বড় ডাক্তার ! কিন্তু, এই ফি-এর বাজারেও বিনা পয়সায় রোগী দেখেন ডাঃ নিতাই প্রামাণিক । আজকের ঘটনা না, বহু বছরের প্র্যাক্টিস ৷ শুধু ফি না নেওয়াই নয়, অনেক ক্ষেত্রে দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধও দেন ডাক্তারবাবু ।

ডাঃ নিতাই প্রামাণিক, বর্ধমানে তিনি গরিবের ভগবান নামে পরিচিত...

বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়। সেখান থেকে মোটামুটি 200 মিটার পশ্চিমে গেলে ডাঃ প্রামাণিকের বাড়ি । নেমপ্লেটের বালাই নেই ৷ সুস্থ হয়ে ওঠা রোগীরাই ডাক্তারের নেমপ্লেট ! কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর । নিত্যদিন হাসপাতালের উদ্দেশে সকাল সাড়ে 8 টার ট্রেন ধরেন ৷ বেরোনোর আগে একপ্রস্থ রোগী দেখেন । সন্ধেয় ফিরে সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাত পর্যন্ত ফের রোগী দেখা । এছাড়া যে কোনও ছুটির দিনে ওই বাড়ির সামনে গেলেই দেখা মিলবে লম্বা লাইনের । লাইনে দাঁড়ানো রোগীদের কথায়, খুঁটিনাটি জেনে তবেই ওষুধ দেন ডাক্তারবাবু ৷

সুবর্ণকোমল রায় চৌধুরি নামে এক রোগী বলেন, "উনি যে কত মানুষের উপকার করছেন ৷ উপরওলাকে দেখিনি ৷ নিচে যাঁরা কাজ করছেন তাঁরাই ভগবান !"

বয়স হয়েছে ৷ তবু, ঠায় লাইনে দাঁড়িয়ে জীবনানন্দ ঘোষ ৷ বলেন, "ট্রিটমেন্ট অত্যন্ত ভালো ৷ প্রথমে শিশুদের দেখেন, তারপর বৃদ্ধদের ৷ এরপর অন্য রোগীদের ৷ এমন ওষুধ দেন যে বারবার আসতে হয় না ৷"

Dr. Netai Pramanik
ডাক্তারবাবুর বাড়ির সামনে রোগীদের লম্বা লাইন ৷

কড়া রোদ্দুরে ছাতা হাতে মধ্য বয়সি চুমকি বন্দ্যোপাধ্যায় বলেন, "ডাক্তারবাবুর মানবিকতার সঙ্গে কারো তুলনা হয় না ৷ শুধু বিনা পয়সায় দেখা না, রাত বারোটা-একটাতে এলেও দেখে দিয়েছেন ৷"

যাকে নিয়ে এত কথা, অসংখ্য রোগীর কাছে জলজ্যান্ত সেই ভগবান, বরাবরের মতো প্রচারের আলো থেকে আজও সরে থাকলেন । ডাক্তারবাবুর অনুরোধে, সম্মানে তাঁর ছবি দিতে পারল না ETV ভারত ৷ এমন মানুষই তো বলতে পারেন, "আমার কাজ মানুষকে একটু দেখা ৷ সেটাই করছি ৷"

শত প্রশংসাতেও প্রতিক্রিয়াহীন ডা: নিতাই প্রামাণিক ৷ ক্লান্তিহীন প্রেসক্রিপশন লিখে চলেছেন ৷ ছোটো চেয়ারে বড় গাছ বসে আছে ! যে গাছের ছায়াতলায় রোগীদের লম্বা লাইন ৷

Last Updated : Jul 1, 2020, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.