মুম্বই, 22 নভেম্বর: সঙ্গীতশিল্পী এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু সম্প্রতি 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাঁদের বিবাহবিচ্ছেদের খবরে চমকে গিয়েছেন অনেকেই ৷ কিন্তু বিনোদন জগতে বিবাহবিচ্ছেদ নতুন কোনও ঘটনা নয় ৷ প্রতিদিনই কোনো না কোনো দম্পতির বিচ্ছেদের খবর সামনে আসছে।
বলিউডে এমন অনেক তারকার বিচ্ছেদ হয়েছে যা দেখে অনুরাগীরা হতবাক হয়েছেন ৷ বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা কেন এত বাড়ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে গভীর আলোকপাত করেছেন এআর রহমানের আইনজীবী বন্দনা শাহ। বলিউডে বেড়ে চলা ডিভোর্সের পেছনের বড় কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
কেন বলিউডে এত ডিভোর্স হচ্ছে?
সাক্ষাৎকারে আইনজীবীকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেড়ে চলা ডিভোর্স নিয়ে প্রশ্ন করা হয়। বন্দনা বলেন, "প্রথমত, এখানে জীবনটা খুব আলাদা, আমি মনে করি না যে বেশিরভাগ ডিভোর্সের পেছনে প্রতারণা একমাত্র কারণ। বেশিরভাগ বিয়ে ভেঙে যাওয়ার প্রথম কারণ হল একঘেয়েমি ৷ একজনকে ছেড়ে অন্যের কাছে যাওয়ার একটা বড় কারণ।
দ্বিতীয়ত, বলিউডের মানুষের যৌন প্রত্যাশা সাধারণ মানুষের চেয়ে বেশি।
তৃতীয়, দম্পতির মধ্যে, তৃতীয় ব্যক্তিকে বেশি অগ্রাধিকার দেওয়া এবং এই তৃতীয় ব্যক্তিটি অনেক সময় পরিবারেরই কোনও সদস্য হন ৷ এই তৃতীয় ব্যক্তি মা, ভাই বা বাবা হতে পারেন। যেমন দক্ষিণ ভারতে একটি ঘটনা আছে, যেখানে ছেলেটির বাবা খুব ধনী, যেখানে ছেলেটি তাঁর স্ত্রীর সামনে সিংহ কিন্তু তাঁর বাবার সামনে অনেক কিছু বলতে পারেন না ৷ সেখানে তিনি বিড়ালের মতো হয়ে যান ৷ ফলে ছেলেটির স্ত্রী সাংসারিক জীবনে খুশি হতে পারেন না ৷ এটাও দাম্পত্য জীবনে অবনতির একটি বড় কারণ।
বলিউডে বিবাহ বিচ্ছেদ নতুন নয়
29 বছর পর অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান ও সায়রা বানু বিচ্ছেদ ঘোষণা করেছেন ৷ তবে এটা প্রথম বার নয় যেখানে কোনও তারকা জুটি দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টেনেছেন ৷ এমন উদাহরণ বলিউডে একাধিক রয়েছে ৷ উল্লেখ্যযোগ্য হিসাবে বলা যায়, ঋত্বিক রোশন ও সুজান খানের কথা ৷ প্রেম করে তাঁদের বিয়ে ৷ 13 বছরের মাথায় দুই তারকা একে অপরের থেকে বিচ্ছেদ ঘোষণা করেন ৷
তালিকায় রয়েছেন আরবাজ খান ও মালাইকা অরোরাও ৷ 2017 সালে তাঁরা 19 বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ৷ এরপর আরবাজ বিয়ে করেন সৌরা খানকে ৷ তালিকায় রয়েছেন সইফ আলি খান-অমৃতা সিং, আমির খান-রীনা দত্ত, করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর, ফারহান আখতার-অধুনা, করণ সিং গ্রোভার- জেনিফার উইঙ্গেট, অনুরাগ কাশ্যপ-কালকি কোচলিন, সোহেল খান- সীমা সচদেব, ইমরান খান-অবন্তিকাদের মতো বলিউড তারকারা ৷ এর মধ্যেই ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়েও জোর গুঞ্জন চলছে বলিউডের অন্দরে ৷ তবে দুই তারকা এই নিয়ে অফিসিয়ালি মুখ খোলেননি ৷