ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত দেবু টুডু, প্রার্থনা আদিবাসীদের

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডুর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । এরপরই তাঁর জন্য প্রার্থনার আয়োজন করলেন আদিবাসীরা ।

Debu tudu tested covid positive tribals pray for him east Burdawn
Debu tudu tested covid positive tribals pray for him east Burdawn
author img

By

Published : Jul 28, 2020, 3:14 AM IST

বর্ধমান, 27 জুলাই : কোরোনায় আক্রান্ত দেবু টুডু । তিনি আপাতত তাঁর বাংলোয় আলাদা ঘরে রয়েছেন । শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁর সুস্থতা কামনায় জাহের থানে প্রার্থনা করলেন আদিবাসীরা ।

গত শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডুর কোরোনা পরীক্ষা হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে । কোনও উপসর্গ না থাকায় স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেন । শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন দেবু টুডু । এরপরই পূর্ব বর্ধমানের জেলা পরিষদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে ।

দেবু টুডুর স্বাস্থ্যের উন্নতির জন্য আদিবাসীরা প্রার্থনা সভার আয়োজন করেছে জাহের থানে । আয়োজক লসো হেমব্রম বলেন, "উনি আমাদের সাথে সাঁওতালি ভাষাতে কথা বলেন । নানা অনুষ্ঠানে ধামসা মাদল বাজিয়ে নৃত্যে অংশগ্রহণ করেন । ওনার আরোগ্য কামনায় আমরা একত্রিত হয়েছি । সারা বিশ্বের মানুষের আরোগ্যের জন্য প্রার্থনা করেছি ।"

বর্ধমান, 27 জুলাই : কোরোনায় আক্রান্ত দেবু টুডু । তিনি আপাতত তাঁর বাংলোয় আলাদা ঘরে রয়েছেন । শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁর সুস্থতা কামনায় জাহের থানে প্রার্থনা করলেন আদিবাসীরা ।

গত শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডুর কোরোনা পরীক্ষা হয় । গতকাল রিপোর্ট পজ়িটিভ আসে । কোনও উপসর্গ না থাকায় স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেন । শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন দেবু টুডু । এরপরই পূর্ব বর্ধমানের জেলা পরিষদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে ।

দেবু টুডুর স্বাস্থ্যের উন্নতির জন্য আদিবাসীরা প্রার্থনা সভার আয়োজন করেছে জাহের থানে । আয়োজক লসো হেমব্রম বলেন, "উনি আমাদের সাথে সাঁওতালি ভাষাতে কথা বলেন । নানা অনুষ্ঠানে ধামসা মাদল বাজিয়ে নৃত্যে অংশগ্রহণ করেন । ওনার আরোগ্য কামনায় আমরা একত্রিত হয়েছি । সারা বিশ্বের মানুষের আরোগ্যের জন্য প্রার্থনা করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.