ETV Bharat / state

কোরোনা : হাসপাতাল থেকে বাড়ি ফেরায় গ্রামে ঢুকতে বাধা যুবকদের

author img

By

Published : Apr 13, 2020, 9:46 AM IST

কোরোনা সংক্রমণের আতঙ্কে হাসপাতালে কর্মরত যুবকদের গ্রামে ঢুকতে বাধা । ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের ।

AUSHGRAM
গ্রামে ফিরছেন যুবকরা

বর্ধমান, 13 এপ্রিল : দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন আগে এক রোগীর মৃত্যু হয় । ওই হাসপাতালে কাজ করা পাঁচ যুবককে তাই গ্রামে ঢুকতে বাধা দিলেন গ্রামবাসী । ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের । গ্রামবাসীদের দাবি, ওই হাসপাতালে যে রোগীর মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কোরোনায় আক্রান্ত ছিলেন । তাই যুবকদের হোম কোয়ারানটাইনে না পাঠিয়ে কোয়ারানটাইন সেন্টারে থাকতে হবে । না হলে গ্রামে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । অনেক তর্কবিতর্কের পর শেষে প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা বাড়ি পৌঁছান ।

দুর্গাপুরের ওই হাসপাতালে আউশগ্রামের কয়েকজন যুবক কাজ করেন । গতকাল তাঁদের মধ্যে পাঁচজনকে ছুটিতে বাড়ি ফেরার অনুমতি দেন হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয় । গতকাল তাঁরা গ্রামে ঢুকতে গেলে বাধা দেন গ্রামবাসী । কারণ, দুর্গাপুরের ওই হাসপাতালে সম্প্রতি এক ব্যক্তির মৃত্যু হয়েছে । গ্রামবাসীদের দাবি, তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন । ফলে এই যুবকদের শরীরেও কোরোনা থাকতে পারে । তাই গ্রামে ঢুকলে গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই হোম কোয়ারানটাইন নয়, তাঁদের এলাকার কোনও কোয়ারানটাইন সেন্টারে পাঠানো হোক ।

পাঁচ যুবকের দাবি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতাল থেকে হোম কোয়ারানটাইনেই থাকতে বলেছে । যদিও এমন কোনও দাবিই শুনতে নারাজ ছিলেন গ্রামবাসী । পরে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের তরফে সকলকে বোঝানো হলে গ্রামে ঢুকতে পারেন তাঁরা ।

আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি এবিষয়ে বলেন, "আউশগ্রামের ওই পাঁচ যুবক গ্রামে ঢুকলে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করেন গ্রামবাসীরা । তাঁদের বোঝানো হয়েছে এবং ওই পাঁচ যুবকের বাড়ির সামনে কোয়ারানটাইনের নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে । "

বর্ধমান, 13 এপ্রিল : দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন আগে এক রোগীর মৃত্যু হয় । ওই হাসপাতালে কাজ করা পাঁচ যুবককে তাই গ্রামে ঢুকতে বাধা দিলেন গ্রামবাসী । ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের । গ্রামবাসীদের দাবি, ওই হাসপাতালে যে রোগীর মৃত্যু হয়েছে সেই ব্যক্তি কোরোনায় আক্রান্ত ছিলেন । তাই যুবকদের হোম কোয়ারানটাইনে না পাঠিয়ে কোয়ারানটাইন সেন্টারে থাকতে হবে । না হলে গ্রামে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । অনেক তর্কবিতর্কের পর শেষে প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা বাড়ি পৌঁছান ।

দুর্গাপুরের ওই হাসপাতালে আউশগ্রামের কয়েকজন যুবক কাজ করেন । গতকাল তাঁদের মধ্যে পাঁচজনকে ছুটিতে বাড়ি ফেরার অনুমতি দেন হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেওয়া হয় । গতকাল তাঁরা গ্রামে ঢুকতে গেলে বাধা দেন গ্রামবাসী । কারণ, দুর্গাপুরের ওই হাসপাতালে সম্প্রতি এক ব্যক্তির মৃত্যু হয়েছে । গ্রামবাসীদের দাবি, তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন । ফলে এই যুবকদের শরীরেও কোরোনা থাকতে পারে । তাই গ্রামে ঢুকলে গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই হোম কোয়ারানটাইন নয়, তাঁদের এলাকার কোনও কোয়ারানটাইন সেন্টারে পাঠানো হোক ।

পাঁচ যুবকের দাবি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ । হাসপাতাল থেকে হোম কোয়ারানটাইনেই থাকতে বলেছে । যদিও এমন কোনও দাবিই শুনতে নারাজ ছিলেন গ্রামবাসী । পরে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের তরফে সকলকে বোঝানো হলে গ্রামে ঢুকতে পারেন তাঁরা ।

আউশগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি এবিষয়ে বলেন, "আউশগ্রামের ওই পাঁচ যুবক গ্রামে ঢুকলে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করেন গ্রামবাসীরা । তাঁদের বোঝানো হয়েছে এবং ওই পাঁচ যুবকের বাড়ির সামনে কোয়ারানটাইনের নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.