ETV Bharat / state

পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ! মুচলেকা দিলেন ছাত্রী - EXAMINATION

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ! এবার কালনা কলেজে ঘটল এই ঘটনা। পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ করে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল এক ছাত্রীর বিরুদ্ধে।

কালনা কলেজে বিক্ষোভ
author img

By

Published : Mar 3, 2019, 7:39 AM IST

কালনা, ৩ মার্চ : পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উঠল কালনা কলেজের এক ছাত্রীর বিরুদ্ধে। ওই ছাত্রীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ওই ছাত্রী BJP সমর্থক হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এটা করেছে। যদিও অভিযুক্ত ছাত্রীর দাবি, বন্ধুদের সঙ্গে মজা করতেই এরকম করেছেন তিনি।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল কালনা কলেজে BA থার্ড ইয়ারের টেস্ট পরীক্ষা ছিল। এডুকেশনের পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই পরীক্ষার প্রশ্নপত্র সহ ওই ছাত্রীকে ফেসবুক লাইভে দেখতে পান অনেকেই। বিষয়টি নজরে এলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে জানান। পরীক্ষাকেন্দ্রের সাত নম্বর ঘরে গিয়ে ওই ছাত্রীকে তাঁরা শনাক্ত এবং পরে আটক করেন।

ওই ছাত্রী ঘটনার কথা স্বীকার করেছেন। পাশাপাশি অধ্যক্ষর কাছে মুচলেকা দেন। এদিকে ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান। ওই ছাত্রী কীভাবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। কালনা কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত বলেন, "ছাত্রীটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

undefined

কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা তথা কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজিৎ বিশ্বাস বলেন, "ওই ছাত্রী BJP সমর্থক। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।"

যদিও এবিষয়ে পূর্ব বর্ধমান জেলা BJP সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, "নিজেদের দোষ ঢাকতেই এধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই ছাত্রীর সঙ্গে BJP-র সম্পর্ক নেই।"

কালনা, ৩ মার্চ : পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উঠল কালনা কলেজের এক ছাত্রীর বিরুদ্ধে। ওই ছাত্রীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ওই ছাত্রী BJP সমর্থক হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এটা করেছে। যদিও অভিযুক্ত ছাত্রীর দাবি, বন্ধুদের সঙ্গে মজা করতেই এরকম করেছেন তিনি।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, গতকাল কালনা কলেজে BA থার্ড ইয়ারের টেস্ট পরীক্ষা ছিল। এডুকেশনের পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই পরীক্ষার প্রশ্নপত্র সহ ওই ছাত্রীকে ফেসবুক লাইভে দেখতে পান অনেকেই। বিষয়টি নজরে এলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে জানান। পরীক্ষাকেন্দ্রের সাত নম্বর ঘরে গিয়ে ওই ছাত্রীকে তাঁরা শনাক্ত এবং পরে আটক করেন।

ওই ছাত্রী ঘটনার কথা স্বীকার করেছেন। পাশাপাশি অধ্যক্ষর কাছে মুচলেকা দেন। এদিকে ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান। ওই ছাত্রী কীভাবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকলেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। কালনা কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত বলেন, "ছাত্রীটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

undefined

কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা তথা কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজিৎ বিশ্বাস বলেন, "ওই ছাত্রী BJP সমর্থক। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।"

যদিও এবিষয়ে পূর্ব বর্ধমান জেলা BJP সহ সভাপতি ধনঞ্জয় হালদার বলেন, "নিজেদের দোষ ঢাকতেই এধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই ছাত্রীর সঙ্গে BJP-র সম্পর্ক নেই।"

AP Video Delivery Log - 2100 GMT News
Saturday, 2 March, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2035: Israel PM Protests AP Clients Only 4198911
Supporters and opponents of PM Netanyahu rally
AP-APTN-2022: Italy Protest AP Clients Only 4198908
Tens of thousands in anti-racism protest in Milan
AP-APTN-2022: US Sanders AP Clients Only 4198910
Sanders predicts White House win in 2020
AP-APTN-1959: Brazil Lula Funeral AP Clients Only 4198905
Lula returns to prison after grandson's funeral
AP-APTN-1920: Iraq Yazidi Reunion AP Clients Only 4198906
Former Yazidi captives of IS reunite with families
AP-APTN-1905: US Trump CPAC AP Clients Only 4198904
Trump rouses right with prediction of big 2020 win
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.