ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বার্তাই সার ! নদীর বুকে রমরমিয়ে চলছে মাটি পাচার, কাঠগড়ায় তৃণমূলের একাংশ - SOIL SMUGGLING

অভিযোগ, তৃণমূলের মদতে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে সন্দেশখালিতে ৷ ঘটনায় নীরব প্রশাসন । ক্ষোভ তৃণমূলেরই একাংশের ।

Soil smuggling
বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 5:29 PM IST

সন্দেশখালি, 6 জানুয়ারি: সরকারি নির্দেশকে অমান্য করে নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ । লুকিয়ে চুরিয়ে নয় ! প্রকাশ্যে নদীর পাড়ে রীতিমতো জেসিবি নামিয়ে চলছে মাটি পাচার । সেই মাটি দিয়েই জলাভূমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ । উত্তর 24 পরগনার সন্দেশখালির এই ঘটনায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে এলাকায় ।

তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, প্রশাসন কী করছে ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর নির্দেশ থাকার পরেও কীভাবে বেআইনিভাবে এই মাটি পাচার চলছে ? এরইসঙ্গে মাটি পাচার-কাণ্ডে নাম জড়িয়েছে সন্দেশখালি ব্লক তৃণমূল নেতৃত্বের একাংশের ।

তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে মাটি পাচারের অভিযোগ (ইটিভি ভারত)

অভিযোগ, স্থানীয় প্রভাবশালী এক নেতার ইন্ধনে তাঁর অনুগামীরা বেআইনিভাবে এই মাটি পাচার করে চলেছেন দিনের পর দিন । ফলে, এর সঙ্গে শাসকদলের নেতাদের যোগ থাকায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে । যদিও, বিষয়টি জানতে পেরে সরব হয়েছে তৃণমূলেরই অপর গোষ্ঠী । তাঁরা এই ঘটনায় ব্লক নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছে । জেলা প্রশাসন অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বারবার বার্তা দিয়ে বলেছেন, নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কাটা অথবা বালি তোলা যাবে না । সেই বেআইনি কাজ রুখতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন তিনি । কিন্তু এর ঠিক উলটো ছবি সন্দেশখালি 2 নম্বর ব্লকের মিলন বাজার এলাকায় । কার্যত এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

Soil smuggling
সন্দেশখালির ঘটনা (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের জেকে মিলন বাজারের পাশ দিয়ে বয়ে গিয়েছে বালি নদী । সেই নদীর বুকে বেশ কিছুদিন ধরে চলছে বেআইনিভাবে মাটি কাটা । দিনের আলোয় নদীর পাড়ে জেসিবি মেশিন নামিয়ে মাটি কেটে তা পাচার করে দেওয়া হচ্ছে পাশের একটি জলাভূমি ভরাট করতে । অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের উদ্যোগেই চলছে বেআইনি এই কাজ ।

যার ফলে, সব জেনেও চোখ বুজে বসে রয়েছে স্থানীয় প্রশাসন ৷ এমনটাই অভিযোগ শাসকদলের অপর গোষ্ঠীর নেতাদের । তাঁদের কথায়, "মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এসেও জলাভূমি ভরাট এবং বেআইনি মাটি পাচার রুখতে কড়া দাওয়াই দিয়ে গিয়েছেন । তারপরও ব্লক সভাপতি দিলীপ মল্লিক, কোড়াকাটি অঞ্চল তৃণমূলের সভাপতি নিখিলেশ গায়েন ও তাঁর এক অনুগামী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করে দিচ্ছেন । এটা খুবই নিন্দনীয় । এতে নদীর স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে ।"

এই বিষয়ে মণিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি রবীন দাস বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি পাচার ও জলাভূমি ভরাট রুখতে কড়া বার্তা দিয়েছেন ঠিকই । কিন্তু, তারপরও আমরা দেখতে পাচ্ছি, নদীর চর থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দিচ্ছে দলেরই একাংশ । সন্দেশখালি 2 নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, তাঁর দুই পেটোয়া নেতা নিখিলেশ গায়েন, প্রভাস দাস মিলে এই বেআইনি কাজের সঙ্গে জড়িত । অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ হোক, সেটাই চাই আমরা । এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রয়োজন ।"

Soil smuggling
বেআইনিভাবে মাটি কেটে জলাভূমি ভরাট (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে স্থানীয় ব্লক তৃণমূল নেতা সিদাম হাওলির কথাতেও । তাঁর কথায়, "শুধু কোড়াকাটি নয় । মণিপুর এবং দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও নদীর চর থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা । কোড়াকাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিষয়টি জানিয়েছেন ডিএম ও বিডিও-কে । তারপরও যে কে সেই !"

Soil smuggling
নদীর বুকে জেসিবি নামিয়ে রমরমিয়ে চলছে মাটি পাচার (নিজস্ব ছবি)

এদিকে, যাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, সেই কোড়াকাটি অঞ্চল তৃণমূল সভাপতি নিখিলেশ গায়েন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন । এই বিষয়ে ফোনে তিনি বলেন, "সরকারি নির্দেশ আমরা যথাযথভাবে পালন করি । নির্দেশ অমান্য করার প্রশ্নই আসে না । নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার দায় তৃণমূলের নয় । ওই কাজ স্থানীয় হরিসভা সমিতি এবং বাজার কমিটি, দু'জনে মিলে করছিল । দলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বিষয়টি জানার পর বেআইনি এই কাজ বন্ধ করতে আমাদের নির্দেশ দেন । সেই মতো আমরা বেআইনি মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছি । তার প্রমাণও রয়েছে আমাদের কাছে ।"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে । নদীর বুকে বেআইনিভাবে মাটি কাটার কাজ বরদাস্ত করা হবে না । যথাযথ পদক্ষেপ করা হবে ।"

সন্দেশখালি, 6 জানুয়ারি: সরকারি নির্দেশকে অমান্য করে নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ । লুকিয়ে চুরিয়ে নয় ! প্রকাশ্যে নদীর পাড়ে রীতিমতো জেসিবি নামিয়ে চলছে মাটি পাচার । সেই মাটি দিয়েই জলাভূমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ । উত্তর 24 পরগনার সন্দেশখালির এই ঘটনায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে এলাকায় ।

তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, প্রশাসন কী করছে ! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর নির্দেশ থাকার পরেও কীভাবে বেআইনিভাবে এই মাটি পাচার চলছে ? এরইসঙ্গে মাটি পাচার-কাণ্ডে নাম জড়িয়েছে সন্দেশখালি ব্লক তৃণমূল নেতৃত্বের একাংশের ।

তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে মাটি পাচারের অভিযোগ (ইটিভি ভারত)

অভিযোগ, স্থানীয় প্রভাবশালী এক নেতার ইন্ধনে তাঁর অনুগামীরা বেআইনিভাবে এই মাটি পাচার করে চলেছেন দিনের পর দিন । ফলে, এর সঙ্গে শাসকদলের নেতাদের যোগ থাকায় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে । যদিও, বিষয়টি জানতে পেরে সরব হয়েছে তৃণমূলেরই অপর গোষ্ঠী । তাঁরা এই ঘটনায় ব্লক নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছে । জেলা প্রশাসন অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বারবার বার্তা দিয়ে বলেছেন, নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কাটা অথবা বালি তোলা যাবে না । সেই বেআইনি কাজ রুখতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন তিনি । কিন্তু এর ঠিক উলটো ছবি সন্দেশখালি 2 নম্বর ব্লকের মিলন বাজার এলাকায় । কার্যত এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর বুক থেকে বেআইনিভাবে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

Soil smuggling
সন্দেশখালির ঘটনা (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের জেকে মিলন বাজারের পাশ দিয়ে বয়ে গিয়েছে বালি নদী । সেই নদীর বুকে বেশ কিছুদিন ধরে চলছে বেআইনিভাবে মাটি কাটা । দিনের আলোয় নদীর পাড়ে জেসিবি মেশিন নামিয়ে মাটি কেটে তা পাচার করে দেওয়া হচ্ছে পাশের একটি জলাভূমি ভরাট করতে । অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের উদ্যোগেই চলছে বেআইনি এই কাজ ।

যার ফলে, সব জেনেও চোখ বুজে বসে রয়েছে স্থানীয় প্রশাসন ৷ এমনটাই অভিযোগ শাসকদলের অপর গোষ্ঠীর নেতাদের । তাঁদের কথায়, "মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এসেও জলাভূমি ভরাট এবং বেআইনি মাটি পাচার রুখতে কড়া দাওয়াই দিয়ে গিয়েছেন । তারপরও ব্লক সভাপতি দিলীপ মল্লিক, কোড়াকাটি অঞ্চল তৃণমূলের সভাপতি নিখিলেশ গায়েন ও তাঁর এক অনুগামী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করে দিচ্ছেন । এটা খুবই নিন্দনীয় । এতে নদীর স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে ।"

এই বিষয়ে মণিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি রবীন দাস বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি পাচার ও জলাভূমি ভরাট রুখতে কড়া বার্তা দিয়েছেন ঠিকই । কিন্তু, তারপরও আমরা দেখতে পাচ্ছি, নদীর চর থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দিচ্ছে দলেরই একাংশ । সন্দেশখালি 2 নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক, তাঁর দুই পেটোয়া নেতা নিখিলেশ গায়েন, প্রভাস দাস মিলে এই বেআইনি কাজের সঙ্গে জড়িত । অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ হোক, সেটাই চাই আমরা । এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রয়োজন ।"

Soil smuggling
বেআইনিভাবে মাটি কেটে জলাভূমি ভরাট (নিজস্ব ছবি)

একই সুর শোনা গিয়েছে স্থানীয় ব্লক তৃণমূল নেতা সিদাম হাওলির কথাতেও । তাঁর কথায়, "শুধু কোড়াকাটি নয় । মণিপুর এবং দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও নদীর চর থেকে মাটি কেটে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা । কোড়াকাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিষয়টি জানিয়েছেন ডিএম ও বিডিও-কে । তারপরও যে কে সেই !"

Soil smuggling
নদীর বুকে জেসিবি নামিয়ে রমরমিয়ে চলছে মাটি পাচার (নিজস্ব ছবি)

এদিকে, যাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে, সেই কোড়াকাটি অঞ্চল তৃণমূল সভাপতি নিখিলেশ গায়েন অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন । এই বিষয়ে ফোনে তিনি বলেন, "সরকারি নির্দেশ আমরা যথাযথভাবে পালন করি । নির্দেশ অমান্য করার প্রশ্নই আসে না । নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার দায় তৃণমূলের নয় । ওই কাজ স্থানীয় হরিসভা সমিতি এবং বাজার কমিটি, দু'জনে মিলে করছিল । দলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বিষয়টি জানার পর বেআইনি এই কাজ বন্ধ করতে আমাদের নির্দেশ দেন । সেই মতো আমরা বেআইনি মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছি । তার প্রমাণও রয়েছে আমাদের কাছে ।"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে । নদীর বুকে বেআইনিভাবে মাটি কাটার কাজ বরদাস্ত করা হবে না । যথাযথ পদক্ষেপ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.