কলকাতা, 6 জানুয়ারি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময় মানিক ভট্টাচার্যকে কড়া ধমক দিলেন কলকাতার বিচার ভবনের বিচারক ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে বিচারক বলেন, "চুপ করে বসুন । নাহলে আদালত থেকে বের করে দেব আপনাকে ৷"
সোমবার বিচার ভবনে হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন ৷ আদালতে মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু-সহ ছ'জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয় । আর এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতেই আদালতে বিচারক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ইডির তরফে দেওয়া চার্জশিট পড়ে শোনাতে থাকেন ৷ সেই সময় মানিক ভট্টাচার্য আচমকাই বলতে শুরু করেন, তাঁর বিরুদ্ধে কোনও রকমের তথ্য প্রমাণ ছাড়াই অভিযোগ আনা হয়েছে । তাঁর ওই কথা শুনেই বিচারক ধমক দিয়ে মানিক ভট্টাচার্যকে বলেন, তিনি চুপ করে না বসলে, তাঁকে আদালত থেকে বের করে দেওয়া হবে ।
আগের দিন সুজয়কৃষ্ণ ভদ্র আদালতে হাজির না হওয়ায় চার্জ গঠন হয়নি ৷ এদিন তাই ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় কালীঘাটের কাকুকে ৷ এরপরেই কলকাতার বিচার ভবনে শুরু হয় চার্জ গঠনের প্রক্রিয়া । ভার্চুয়ালি হাজিরার সময় কালীঘাটের কাকুর থেকে তাঁর শরীরের খবরাখবর জানতে চাওয়া হয় আদালতের তরফে । তিনি উত্তরে বলেন, "ভালো আছি ।" এরপরেই বিচারক জানান, যা তথ্য রয়েছে তাতে প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন সম্ভব ।
তারপরেই সুজয়কৃষ্ণ ভদ্রকে বিচারক জানান, তাঁর বিরুদ্ধে কোন ধারায় চার্জ গঠন হচ্ছে । বিচারক বলেন, "প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তেমন আপনিও । বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় আপনি কুন্তল ঘোষদের সঙ্গেই অভিযুক্ত । আপনি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মকর্তা ছিলেন । টাকা তছরুপ প্রতিরোধী আইন (পিএমএলএ)-এর চার নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠন হচ্ছে ।"
আদালতের তরফে জানা গিয়েছে, কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে এ দিন আদালতে হাজির করানো হয় কালীঘাটের কাকুকে । প্রাথমিক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত তিনি । তাঁকে দিয়ে এই মামলায় এবার ইডির চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল বিচার ভবনে । গত বৃহস্পতিবার হাসপাতালের থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার রিপোর্ট চেয়েছিল আদালত । সোমবার সেই রিপোর্ট জমা দিয়েছে ইডি ।