ETV Bharat / state

ভাতারে জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে হাতাহাতি, জখম 6 - bhatar

লকডাউনের জেরেই দুই পরিবারের মধ্যে হাতাহাতিতে জখম ছয় । পূর্ব বর্ধমানের মাহাতা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ।

bhatar
লকডাউন
author img

By

Published : Apr 29, 2020, 8:07 PM IST

ভাতার, 29 এপ্রিল: পূর্ব বর্ধমান জেলার মাহাতা গ্রাম পঞ্চায়েতের ঝারুল গ্রামে একটি রাস্তা নিয়ে বচসা বাধে দুই পরিবারের মধ্যে । ধীরে ধীরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ এর জেরে জখম হন ছ'জন । তাঁদের মধ্যে তিনজনকে ভাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঝারুল গ্রামের 2042 দাগ নম্বরে রয়েছে একটি রাস্তা । সেই রাস্তা নিয়ে বিল্লাল মল্লিক ও শেখ সুকুরের মধ্যে 10 বছর ধরে ঝামেলা চলছিল ৷ চলছে মামলাও ৷ আজ তা চরমে ওঠে ।

বিষয়টি নিয়ে শেখ সুকুর বলেন, "আমি আদালতে জিতে যাই । আদালত জানিয়ে দেয় ওই রাস্তা আমার । এরপর হঠাৎ লকডাউন শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আজ সকালে বিল্লাল শেখ ওই রাস্তায় মাটি ফেলতে থাকে। আমার ছেলে শেখ উজ্জ্বল বাধা দিতে গেলে কয়েকজন মিলে তাকে ব্যাপক মারধর করে । আমরা ভাতার থানায় ওদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিল্লাল শেখ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভাতার থানার পুলিশ।

ভাতার, 29 এপ্রিল: পূর্ব বর্ধমান জেলার মাহাতা গ্রাম পঞ্চায়েতের ঝারুল গ্রামে একটি রাস্তা নিয়ে বচসা বাধে দুই পরিবারের মধ্যে । ধীরে ধীরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ এর জেরে জখম হন ছ'জন । তাঁদের মধ্যে তিনজনকে ভাতার হাসপাতলে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঝারুল গ্রামের 2042 দাগ নম্বরে রয়েছে একটি রাস্তা । সেই রাস্তা নিয়ে বিল্লাল মল্লিক ও শেখ সুকুরের মধ্যে 10 বছর ধরে ঝামেলা চলছিল ৷ চলছে মামলাও ৷ আজ তা চরমে ওঠে ।

বিষয়টি নিয়ে শেখ সুকুর বলেন, "আমি আদালতে জিতে যাই । আদালত জানিয়ে দেয় ওই রাস্তা আমার । এরপর হঠাৎ লকডাউন শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আজ সকালে বিল্লাল শেখ ওই রাস্তায় মাটি ফেলতে থাকে। আমার ছেলে শেখ উজ্জ্বল বাধা দিতে গেলে কয়েকজন মিলে তাকে ব্যাপক মারধর করে । আমরা ভাতার থানায় ওদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছে বিল্লাল শেখ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভাতার থানার পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.