ETV Bharat / state

সুইমিং পুলে যুবকের রহস্যমৃত্যু, তদন্তে CBI - Murder

সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেননি যুবক। বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্তকে খুন করার অভিযোগ এনেছিল পরিবার ।

অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল
author img

By

Published : Jul 12, 2019, 10:49 PM IST

আলমগঞ্জ, 12 জুলাই : সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেননি যুবক। বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্তকে খুন করার অভিযোগ এনেছিল পরিবার । 2012 সালের পরে 7 বছর কেটে গেলেও দোষীরা কেউ ধরা পড়েনি । CID তদন্ত হলেও এখনও মৃত্যুর কারণ জানা যায়নি । এরপরেই রমেন সামন্তর বাবা CBI তদন্তের আবেদন জানান । সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার দুপুরে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় কল্পতরু মাঠের সুইমিং পুলে খুনের অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল ।

এদিন CBI-র পক্ষ থেকে সুইমিং পুলের কোথায় কত গভীরতা তা খতিয়ে দেখা হয় । এছাড়া যে জায়গায় রমেনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার গভীরতা কত ছিল সেটাও খতিয়ে দেখেন তাঁরা । 51 ফুট লম্বা, 21 ফুট চওড়া এই সুইমিং পুল, মেপেও দেখা হয় ।

অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল

রমেনের মা অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যা 7টা নাগাদ সুইমিং পুলে সাঁতার কাটতে গেছিলেন রমেন । কিন্তু রাত হলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর মা মোবাইল ফোন করেন । কিন্তু কেউ ফোন ধরেনি। রাত 10 টা নাগাদ রমেনের ফোন থেকে তাঁর মাকে ফোন করে জানানো হয় রমেন অসুস্থ । এরপরই পরিবারের লোকজন সুইমিং পুলে গিয়ে রমেনের নিথর দেহ দেখতে পান । রমেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ ।

বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই সুইমিং পুলের পাশে মদের আসর বসত। সুইমিং পুল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও উঠে এসেছিল তদন্তে। এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখেন CBI-র আধিকারিকরা। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তাঁরা। রমেনের বাবা দেবকুমার সামন্ত বলেন, "পুলিশ এবং CID-র উপর ভরসা না থাকায় CBI তদন্তের আবেদন করেছিলাম ।"

আলমগঞ্জ, 12 জুলাই : সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেননি যুবক। বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্তকে খুন করার অভিযোগ এনেছিল পরিবার । 2012 সালের পরে 7 বছর কেটে গেলেও দোষীরা কেউ ধরা পড়েনি । CID তদন্ত হলেও এখনও মৃত্যুর কারণ জানা যায়নি । এরপরেই রমেন সামন্তর বাবা CBI তদন্তের আবেদন জানান । সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার দুপুরে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় কল্পতরু মাঠের সুইমিং পুলে খুনের অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল ।

এদিন CBI-র পক্ষ থেকে সুইমিং পুলের কোথায় কত গভীরতা তা খতিয়ে দেখা হয় । এছাড়া যে জায়গায় রমেনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার গভীরতা কত ছিল সেটাও খতিয়ে দেখেন তাঁরা । 51 ফুট লম্বা, 21 ফুট চওড়া এই সুইমিং পুল, মেপেও দেখা হয় ।

অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল

রমেনের মা অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যা 7টা নাগাদ সুইমিং পুলে সাঁতার কাটতে গেছিলেন রমেন । কিন্তু রাত হলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর মা মোবাইল ফোন করেন । কিন্তু কেউ ফোন ধরেনি। রাত 10 টা নাগাদ রমেনের ফোন থেকে তাঁর মাকে ফোন করে জানানো হয় রমেন অসুস্থ । এরপরই পরিবারের লোকজন সুইমিং পুলে গিয়ে রমেনের নিথর দেহ দেখতে পান । রমেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ ।

বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই সুইমিং পুলের পাশে মদের আসর বসত। সুইমিং পুল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও উঠে এসেছিল তদন্তে। এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখেন CBI-র আধিকারিকরা। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তাঁরা। রমেনের বাবা দেবকুমার সামন্ত বলেন, "পুলিশ এবং CID-র উপর ভরসা না থাকায় CBI তদন্তের আবেদন করেছিলাম ।"

Intro:সুইমিং পুলে ছাত্রের মৃত্যু ঘটনার তদন্ত করতে এল সিবি আই

পুলক যশ,বর্ধমান


সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে খুন হয়েছিলেন বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্ত। ২০১২ সালের পরে সাত বছর কেটে গেলেও দোষীরা কেউ ধরা পড়েনি ঘটনা সিআইডি তদন্ত করে গেলেও এখনো খুনের কারণ জানা যায়নি। এর পরেই রমেন সামন্তর বাবা সিবিআই তদন্তের জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার দুপুরে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় কল্পতরু মাঠের সুইমিং পুলে খুনের ঘটনার তদন্ত করতে আসে সিবিআইয়ের আট সদস্যের একটি দল।

এদিন সিবিআইয়ের পক্ষ থেকে ৫১ ফুট লম্বা, ২১ ফুট চওড়া সুইমিং পুলের কোন জায়গায় গভীরতা কত তারা খতিয়ে দেখেন। এছাড়া যে জায়গায় রমেন সামন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার গভীরতা কত ছিল সেটাও মাপজোক করেন তারা।
ঘটনার পরে রমেন সামন্ত মা অভিযোগ করেছিলেন ঘটনার সন্ধে সাতটা নাগাদ সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিল রমেন। কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার মা তার মোবাইল ফোনে ফোন করেছিল। কিন্তু কেউ ফোন ধরেনি। রাত দশটা নাগাদ রমেনের ফোন থেকে তার মাকে ফোন করে জানানো হয় রমেন অসুস্থ। এর পরেই পরিবারের লোকেরা সুইমিং পুলে গিয়ে দেখতে পায় রমেনের নিথর দেহ।এমনকি দেহ তোলার পরে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ জানতে পারে ওই সুইমিং পুলের পাশে মদের আসর বসতো। এমনকি ওই সুইমিংপুল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি উঠে এসেছিল। এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখেন সিবিআইয়ের আধিকারিকেরা। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তারা। ছাত্রের বাবা দেব কুমার সামন্ত বলেন, পুলিশ এবং সি আইডির উপর ভরসা না থাকায় সিবিআই এর কাছে তদন্তের আবেদন করেছিলেন। সেইমতো এদিন তারা তদন্ত করতে আসেন। তিনি আরো জানান তার ছেলের মৃত্যু রহস্যের সত্য উন্মোচনের জন্য সিবি আই এর কাছে আবেদন করেছিলেন।Body: ছাত্র মৃত্যুর Conclusion:তদন্তে সিবি আই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.