ETV Bharat / state

কালনায় BJP প্রার্থীর উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর - vandalized

কালনায় BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

গাড়ি ভাঙচুর
author img

By

Published : Apr 29, 2019, 1:37 PM IST

Updated : Apr 29, 2019, 2:56 PM IST

কালনা, 29 এপ্রিল : কালনায় BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর হাত ধরে টানাটানি করা হয়। এই ঘটনায় ডান হাতে চোট লাগে পরেশবাবুর। আজ তিনি কালনার যোগী পাড়ার ৯ এবং ১৭ নম্বর বুথ পরিদর্শন করছিলেন। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের ২০-২৫ জন কর্মী তাঁর এবং তাঁর ড্রাইভারের উপর হামলা চালায়। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরেশচন্দ্র দাস বলেন, "আজ ৯ এবং ১৭ নম্বর বুথ পরিদর্শন করতে যাওয়ার সময় পল্টু বাগের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা আমাদের উপর হামলা চালায়। আমার আপ্ত সহায়ককে মারধর করা হয়। গাড়ির ড্রাইভারকে টেনে বের করে এনে মারধর করা হয়। আমার হাত ধরে টানাটানি করেছে। ডান হাতে চোট লেগেছে। ওখানকার পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি।"

কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগের নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ BJP-র। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, "কোনও হামলার ঘটনা ঘটেনি। BJP-র কর্মীরা নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে।"

কালনা, 29 এপ্রিল : কালনায় BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর হাত ধরে টানাটানি করা হয়। এই ঘটনায় ডান হাতে চোট লাগে পরেশবাবুর। আজ তিনি কালনার যোগী পাড়ার ৯ এবং ১৭ নম্বর বুথ পরিদর্শন করছিলেন। অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের ২০-২৫ জন কর্মী তাঁর এবং তাঁর ড্রাইভারের উপর হামলা চালায়। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরেশচন্দ্র দাস বলেন, "আজ ৯ এবং ১৭ নম্বর বুথ পরিদর্শন করতে যাওয়ার সময় পল্টু বাগের নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা আমাদের উপর হামলা চালায়। আমার আপ্ত সহায়ককে মারধর করা হয়। গাড়ির ড্রাইভারকে টেনে বের করে এনে মারধর করা হয়। আমার হাত ধরে টানাটানি করেছে। ডান হাতে চোট লেগেছে। ওখানকার পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি।"

কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগের নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ BJP-র। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দেবপ্রসাদ বাগ। তিনি বলেন, "কোনও হামলার ঘটনা ঘটেনি। BJP-র কর্মীরা নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে।"

Intro:কালনায় বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসের উপর হামলার অভিযোগ। গাড়ি ভাঙচুরBody:KalnaConclusion:Bjp
Last Updated : Apr 29, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.