ETV Bharat / state

ঘরে ফিরল কফিনবন্দী জওয়ানের মৃতদেহ

মঙ্গলবার কফিনবন্দী হয়ে BSF জওয়ানের মৃতদেহ ফিরে এল মন্তেশ্বর গ্রামে ৷ মৃত ওই জওয়ানকে শেষ দেখা দেখতে উপচে পড়ে ভিড় ।

কফিনবন্দী জওয়ান
author img

By

Published : Nov 19, 2019, 11:31 PM IST

মন্তেশ্বর, 19 নভেম্বর : বাবা চেয়েছিলেন ছেলে ঘরে ফিরে আসুক ৷ ছেলে ফিরল, তবে কফিনবন্দী হয়ে ৷ মঙ্গলবার কফিনবন্দী হয়ে BSF জওয়ানের মৃতদেহ ফিরে এল মন্তেশ্বর গ্রামে ৷ মৃত ওই জওয়ানকে শেষ দেখা দেখতে উপচে পড়ে ভিড় । ছেলে ছিল BSF-র হেড কনস্টেবল ৷ নাম উত্তম গড়াই (43) ৷

গত 16 নভেম্বর সকালে BSF-র ট্রাকে করে কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় রাজস্থানে যোধপুরের কাছে 68 নম্বর জাতীয় সড়কে একটি ভলভো বাসের সঙ্গে BSF- র ওই ট্রাকটির ধাক্কা লাগে ৷ ওই পথ দুর্ঘটনায় 9 জন BSF জওয়ান আহত হন ৷ তারই মধ্যে ছিলেন উত্তম গড়াই, তাঁকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই উত্তমবাবুর মৃত্যু হয় ৷

তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর আসে তাঁর মন্তেশ্বরের সাঁকোপাড়ার বাড়িতে ৷ বাবা ভরতচন্দ্র গড়াই বলেন, "এই মৃত্যুর খবর আমরা কিছুতেই মেনে নিতে পারছি না ।"

তিনি আরও বলেন, "ছেলের চাকরির বন্ডের মেয়াদ ছিল কুড়ি বছর চার মাস । তা শেষ হয়ে গেলেও ওর দপ্তর ওকে ছাড়েনি । আগামী বছর মার্চের মধ্যেই ওর চলে আসার কথা ছিল । বাড়ি ফিরল, কিন্তু জীবিত অবস্থায় আর ফিরতে পারল না ।" কাজের মেয়াদ শেষ হলেও সীমান্ত রক্ষী দপ্তর উত্তমবাবুকে ছাড়েনি ৷ মঙ্গলবার BSF-র পক্ষ থেকে উত্তমবাবুকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় ৷

মন্তেশ্বর, 19 নভেম্বর : বাবা চেয়েছিলেন ছেলে ঘরে ফিরে আসুক ৷ ছেলে ফিরল, তবে কফিনবন্দী হয়ে ৷ মঙ্গলবার কফিনবন্দী হয়ে BSF জওয়ানের মৃতদেহ ফিরে এল মন্তেশ্বর গ্রামে ৷ মৃত ওই জওয়ানকে শেষ দেখা দেখতে উপচে পড়ে ভিড় । ছেলে ছিল BSF-র হেড কনস্টেবল ৷ নাম উত্তম গড়াই (43) ৷

গত 16 নভেম্বর সকালে BSF-র ট্রাকে করে কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় রাজস্থানে যোধপুরের কাছে 68 নম্বর জাতীয় সড়কে একটি ভলভো বাসের সঙ্গে BSF- র ওই ট্রাকটির ধাক্কা লাগে ৷ ওই পথ দুর্ঘটনায় 9 জন BSF জওয়ান আহত হন ৷ তারই মধ্যে ছিলেন উত্তম গড়াই, তাঁকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই উত্তমবাবুর মৃত্যু হয় ৷

তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর আসে তাঁর মন্তেশ্বরের সাঁকোপাড়ার বাড়িতে ৷ বাবা ভরতচন্দ্র গড়াই বলেন, "এই মৃত্যুর খবর আমরা কিছুতেই মেনে নিতে পারছি না ।"

তিনি আরও বলেন, "ছেলের চাকরির বন্ডের মেয়াদ ছিল কুড়ি বছর চার মাস । তা শেষ হয়ে গেলেও ওর দপ্তর ওকে ছাড়েনি । আগামী বছর মার্চের মধ্যেই ওর চলে আসার কথা ছিল । বাড়ি ফিরল, কিন্তু জীবিত অবস্থায় আর ফিরতে পারল না ।" কাজের মেয়াদ শেষ হলেও সীমান্ত রক্ষী দপ্তর উত্তমবাবুকে ছাড়েনি ৷ মঙ্গলবার BSF-র পক্ষ থেকে উত্তমবাবুকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয় ৷

Intro:জওয়ানের দেহ ফিরতেই ভেঙে পড়ল গ্রামবাসীরা


সন্তোষ দাস, মন্তেশ্বর

ভিনরাজ্যে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের দেহ ফিরলো নিজের বাড়িতে।মঙ্গলবার মন্তেশ্বর গ্রামে কফিনবন্দি মৃতদেহ আসতেই শোকের ছায়া নামে ওই এলাকায়।কান্নায় ভেঙ্গে পড়েন মৃতের পরিবার পরিজন।মৃত ওই বিএসএফ জওয়ানের নাম উত্তম গড়াই(৪৩)।তার বাড়ি মন্তেশ্বরের সাঁকোসাপাড়া এলাকায়। বর্তমানে তিনি হেড কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।মর্মান্তিকভাবে দুর্ঘটনায় মৃত ওই জওয়ানকে শেষ দেখা দেখতে উপচে পড়ে ভিড়।
মৃত বিএসএফ জওয়ান উত্তম গড়াইয়ের পরিবারসূত্রে জানা যায় যে,তিনি রাজস্থানের বর্ডার এলাকায় বিএসএফের হেড কনষ্টেবলের দায়িত্বে ছিলেন।১৬ই নভেম্বর সকালে তিনি বিএসএফের ট্রাকে করে যাচ্ছিলেন।সেইসময় ৬৮ নং জাতীয় সড়কে রাজস্থানের যোধপুরের কাছে একটি ভলভো বাসের সঙ্গে ধাক্কা লাগে।দুর্ঘটনায় বিএসএফের নয় জওয়ান আহত হয়।এরপরেই গুরুতর জখম অবস্থায় তাদের আর্মি হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালেই মৃত্যু হয় উত্তম গড়াইয়ের।এরপরে বাড়িতে খবর আসতেই কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের স্ত্রী কেয়ামণি গড়াই,দুই মেয়ে সহ মা ও বাবা।বাবা ভরতচন্দ্র গড়াই বলেন,‘বড়ো ছেলের আকস্মিক এই মৃত্যুর খবর আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।ছোট-ছোট দুই মেয়ে ও তার স্ত্রী রয়েছে।আমার স্ত্রীও মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।ছেলের চাকরির বন্ডের মেয়াদ ছিলো কুড়ি বছর চারমাস।তা শেষ হয়ে গেলেও ওর দপ্তর ওকে ছাড়েনি।আগামী মার্চের মধ্যেই ওর চলে আসার কথা ছিলো।আমিও চেয়েছিলাম ছেলে বাড়ি চলে আসুক।বাড়ি এলেও সে আর জীবিত অবস্থায় ফিরতে পারলো না।’মৃতের শ্যালক অরুণ শেঠ ও বরুণ শেঠরা বলেন,‘দেশের কাজে এই চাকরীতে জামাইবাবুই আমাদের ও অনেক যুবককে অনুপ্রেরণা দেয়।আমাদের মতোই অনেকেই আজ সেনাবাহিনীতে কর্মরত।এইদিন বিএসএফের পক্ষ থেকে কফিন বাক্সের উপর দেশের তেরঙা জাতীয় পতাকা ও গান স্যলুট দিয়ে সম্মান জানানো হয়।’Body:জওয়ানের দেহ ফিরতেই Conclusion:ভেঙে পড়ল গ্রামবাসীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.