ETV Bharat / state

ফের ভাতার, এবার ব্যাগ ভরতি বোমা উদ্ধার - bjp

ভাতারে উদ্ধার বোমা । পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

ব্যাগ ভরতি বোমা উদ্ধার
author img

By

Published : Jul 7, 2019, 11:54 PM IST

ভাতার (পূর্ব বর্ধমান), 7 জুলাই : পুকুরের ধারে ঝোপ থেকে উদ্ধার হল 11টি বোমা । পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত রামপুর গ্রামের ঘটনা । উল্লেখ্য, দু'দিন আগেই BJP-তৃণমূল সংঘর্ষ হয় রামপুরের কাছে এরুয়ার গ্রামে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

স্থানীয় তৃণমূলকর্মী কাশীনাথ বাগদির অভিযোগ, "এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য গতকাল রাতে কয়েকজন BJP কর্মী বোমা ভরতি একটি ব্যাগ নিয়ে এসেছিল । এলাকার কয়েকজন পুকুরে মাছ ধরতে গিয়ে বিষয়টি দেখতে পায় । তখন BJP কর্মীরা পুকুর পাড়েই ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। আজ পুলিশকে খবর দেওয়া হয় । ভাতার থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

স্থানীয়দের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় বাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা আগে ঘটেনি । বর্তমানে শাসকদল ও BJP কর্মীদের মধ্যে গন্ডগোলের জেরে গ্রামে অশান্তি ছড়াচ্ছে । তাঁদের দাবি, প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নিয়ে গ্রামে শান্তি ফেরানোর ব্যবস্থা করে ।

অন্যদিকে BJP-র দাবি গ্রামে অশান্তি ছড়াচ্ছে তৃণমূলের কর্মীরা । শাসকদলের ভয়ে BJP কর্মীরা গ্রামছাড়া । পুলিশ প্রশাসন তাদের গ্রামে ফেরানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না । গ্রামে আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূলকর্মীরা বোমাবাজি শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ভাতার (পূর্ব বর্ধমান), 7 জুলাই : পুকুরের ধারে ঝোপ থেকে উদ্ধার হল 11টি বোমা । পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত রামপুর গ্রামের ঘটনা । উল্লেখ্য, দু'দিন আগেই BJP-তৃণমূল সংঘর্ষ হয় রামপুরের কাছে এরুয়ার গ্রামে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

স্থানীয় তৃণমূলকর্মী কাশীনাথ বাগদির অভিযোগ, "এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য গতকাল রাতে কয়েকজন BJP কর্মী বোমা ভরতি একটি ব্যাগ নিয়ে এসেছিল । এলাকার কয়েকজন পুকুরে মাছ ধরতে গিয়ে বিষয়টি দেখতে পায় । তখন BJP কর্মীরা পুকুর পাড়েই ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। আজ পুলিশকে খবর দেওয়া হয় । ভাতার থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।

স্থানীয়দের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় বাস করছেন কিন্তু এই ধরনের ঘটনা আগে ঘটেনি । বর্তমানে শাসকদল ও BJP কর্মীদের মধ্যে গন্ডগোলের জেরে গ্রামে অশান্তি ছড়াচ্ছে । তাঁদের দাবি, প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নিয়ে গ্রামে শান্তি ফেরানোর ব্যবস্থা করে ।

অন্যদিকে BJP-র দাবি গ্রামে অশান্তি ছড়াচ্ছে তৃণমূলের কর্মীরা । শাসকদলের ভয়ে BJP কর্মীরা গ্রামছাড়া । পুলিশ প্রশাসন তাদের গ্রামে ফেরানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না । গ্রামে আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূলকর্মীরা বোমাবাজি শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Intro:এবার ভাতারে ব্যাগ ভরতি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সন্তোষ দাস, ভাতার


দিন দুয়েক আগে বিজেপি কর্মীরা গ্রামে ফিরতেই ব্যাপক বোমাবাজি ঘটনা ঘটেছিল ভাতারের এরুয়ার গ্রামে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভাতের গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাগভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ভাতার থানা পুলিশ বোমের ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ,রামপুর গ্রামে
ধজিপারার শ্মশান পুকুরের ধারে ঝোপের মধ্যে একটি ব্যাগ থেকে ১১ টির বোমা পাওয়া গেছে। ঘটনার জেরে উত্তেজনা রয়েছে রামপুর গ্রামে।

স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে তারা ভাতার থানার এরুয়ার গ্রামে বসবাস করছেন। কিন্তু এই ধরনের বোমাবাজির ঘটনা কোন আমলে সেখানে ঘটেনি। বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির দলীয় কর্মীদের মধ্যে গণ্ডগোলের জেরে ওই গ্রামে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। যার ফলে সাধারণ মানুষ আজ আশঙ্কায় ভুগছে। তারা দাবি করেছেন প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নিয়ে গ্রামে শান্তি ফেরানোর ব্যবস্থা করে।


তৃণমূল কংগ্রেসের কর্মী কাশীনাথ বাগদী জানান ওই গ্রামে বিজেপির দলীয় কর্মীরাই বোমাবাজি করে গ্রামে অশান্তির পরিবেশ তৈরি করেছে। এ দিনও তারা গ্রামে নতুন করে অশান্তি তৈরি করার জন্য ব্যাগভর্তি বোম গ্রামে রেখে দেয়। পুলিশকে খবর দিলে পুলিশ বোমা ভর্তি ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে বিজেপির দাবি গ্রামে মূলত অশান্তি তৈরি করছে তৃণমূলের দলীয় কর্মীরা। শাসকদলের ভয়ে বিজেপির কর্মীরা গ্রাম ছাড়া হয়ে আছে। দীর্ঘদিন পুলিশ প্রশাসন তাদের গ্রামে ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরপরে গ্রামে আতঙ্ক ছড়ানোর জন্য তৃণমূল কর্মীরা গ্রামে বোমাবাজি শুরু করেছে।Body:ভাতারে Conclusion:ব্যাগ ভরতি বোমা উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.