ETV Bharat / state

তৃণমূল উপপ্রধানের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত BJP - tmc vise chairman

তৃণমূল উপপ্রধানের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । লিখিত অভিযোগ দায়ের ।

উপপ্রধানের বাড়ি
author img

By

Published : Jun 17, 2019, 7:09 PM IST

বর্ধমান, 17 জুন : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি বৈকন্ঠপুর গ্রামের । বর্ধমান থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

পূর্ব বর্ধমান বৈকন্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি । অভিযোগ, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে চড়াও হয় । বাড়ির জানালা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে । ছোড়া হয় মদের বোতল । উপপ্রধানের অভিযোগ, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । জয়দেবের দাবি, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ।

উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, "আমার অপরাধ আমি তৃণমূল কংগ্রেস করি । আমি ওই জল্লাদদের বলতে চাই, আমার উপর যত অত্যাচারই করুক, আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবই । CPI(M)-এর হার্মাদ বাহিনী ছিল । আর BJP-র জল্লাদ বাহিনী আছে ।"

বর্ধমান, 17 জুন : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি বৈকন্ঠপুর গ্রামের । বর্ধমান থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

পূর্ব বর্ধমান বৈকন্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি । অভিযোগ, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে চড়াও হয় । বাড়ির জানালা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে । ছোড়া হয় মদের বোতল । উপপ্রধানের অভিযোগ, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । জয়দেবের দাবি, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ।

উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, "আমার অপরাধ আমি তৃণমূল কংগ্রেস করি । আমি ওই জল্লাদদের বলতে চাই, আমার উপর যত অত্যাচারই করুক, আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবই । CPI(M)-এর হার্মাদ বাহিনী ছিল । আর BJP-র জল্লাদ বাহিনী আছে ।"

Intro:তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের বাড়িতে হামলার অভিযোগ, অভিযুক্ত বিজেপি

পুলক যশ, বর্ধমান


তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের উপপ্রধান এর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল পূর্ব বর্ধমান জেলার বৈকন্ঠপুর গ্রামে। বৈকুন্ঠপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জির অভিযোগ লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তারা এলাকায় অসামাজিক কাজকর্ম করে। গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে মদ্যপ অবস্থায় তার বাড়িতে চড়াও হয়। তার বাড়ি কাচের জানালা লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এমনকি তার বাড়ির ভিতরে বেশ কিছু মদের বোতলে থানা ভাঙচুর করে। ঘটনায় আতঙ্কিত বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। জয়দেব ব্যানার্জি আরো বলেন যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।Body:তৃণমূলের উপপ্রধানের বাড়িতে Conclusion:হামলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.