বর্ধমান, 17 জুন : তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি বৈকন্ঠপুর গ্রামের । বর্ধমান থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
পূর্ব বর্ধমান বৈকন্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি । অভিযোগ, রবিবার রাতে কয়েকজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে চড়াও হয় । বাড়ির জানালা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে । ছোড়া হয় মদের বোতল । উপপ্রধানের অভিযোগ, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । জয়দেবের দাবি, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে ।
উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, "আমার অপরাধ আমি তৃণমূল কংগ্রেস করি । আমি ওই জল্লাদদের বলতে চাই, আমার উপর যত অত্যাচারই করুক, আমি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবই । CPI(M)-এর হার্মাদ বাহিনী ছিল । আর BJP-র জল্লাদ বাহিনী আছে ।"