ETV Bharat / state

মানুষের ঢল প্রমাণ করছে বাংলায় পরিবর্তন নিশ্চিত, বললেন নাড্ডা - bengal election 2021

শুক্রবার বিকেলে বর্ধমানের বিজয়রাম থেকে বাজেপ্রতাপপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রোড শোতে অংশ নেন জেপি নাড্ডা ।

nadda
nadda
author img

By

Published : Apr 9, 2021, 10:55 PM IST

বর্ধমান, 9 এপ্রিল : বর্ধমানে মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে বাংলায় পরিবর্তন নিশ্চিত । সাধারণ মানুষের প্রবল হাততালি বার্তা দিচ্ছে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বর্ধমান রোড শোতে অংশ নিয়ে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডা ।

শুক্রবার বিকেলে বর্ধমানের বিজয়রাম থেকে বাজেপ্রতাপপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রোড শোতে অংশ নেন জেপি নাড্ডা । তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ও সন্দীপ নন্দী । নাড্ডা বলেন, "বর্ধমান শহরে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে পরিষ্কার বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে । যেভাবে মানুষজন আজ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই । দিদি ও ভাইপোর সরকারকে বিদায় জানিয়েছে জনগণ । যে বাংলা ধর্ষণে, নারী পাচারে প্রথম সেই বাংলায় পদ্মফুল ফোটাতে হবে ।"

মানুষের ঢল প্রমাণ করছে বাংলায় পরিবর্তন নিশ্চিত, বললেন নাড্ডা

আরও পড়ুন : বিজেপি বাংলায় ক্ষমতায় এলে জমি নীতির পরিবর্তন, ইঙ্গিত শাহর

তিনি আরও বলেন, "200 বেশি আসনে পৌঁছে দিতে জনগণকে দায়িত্ব নিতে হবে ।" বর্ধমানের প্রার্থীদের জেতালে ধন্যবাদ জানাতে ফের বর্ধমানে আসবেন বলে আশ্বাস দেন তিনি ।

বর্ধমান, 9 এপ্রিল : বর্ধমানে মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে বাংলায় পরিবর্তন নিশ্চিত । সাধারণ মানুষের প্রবল হাততালি বার্তা দিচ্ছে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বর্ধমান রোড শোতে অংশ নিয়ে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিন নাড্ডা ।

শুক্রবার বিকেলে বর্ধমানের বিজয়রাম থেকে বাজেপ্রতাপপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রোড শোতে অংশ নেন জেপি নাড্ডা । তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ও সন্দীপ নন্দী । নাড্ডা বলেন, "বর্ধমান শহরে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে পরিষ্কার বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে । বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে । যেভাবে মানুষজন আজ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই । দিদি ও ভাইপোর সরকারকে বিদায় জানিয়েছে জনগণ । যে বাংলা ধর্ষণে, নারী পাচারে প্রথম সেই বাংলায় পদ্মফুল ফোটাতে হবে ।"

মানুষের ঢল প্রমাণ করছে বাংলায় পরিবর্তন নিশ্চিত, বললেন নাড্ডা

আরও পড়ুন : বিজেপি বাংলায় ক্ষমতায় এলে জমি নীতির পরিবর্তন, ইঙ্গিত শাহর

তিনি আরও বলেন, "200 বেশি আসনে পৌঁছে দিতে জনগণকে দায়িত্ব নিতে হবে ।" বর্ধমানের প্রার্থীদের জেতালে ধন্যবাদ জানাতে ফের বর্ধমানে আসবেন বলে আশ্বাস দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.