কাটোয়া, 8 জানুয়ারি: নতুন বছরের দ্বিতীয় রবিবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া (Katwa) ৷ গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে উলটে গেল চলন্ত বাস ৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর (One Killed in Bus Accident) খবর পাওয়া গিয়েছে ৷ আহত হয়েছেন আরও অন্তত 40 জন ৷ এদিন বিকেলে কাটোয়ার ন'নগর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ৷
দুর্ঘটনার ঘটতে দেখেই ছুটে আসেন আশপাশের বাসিন্দারা ৷ মুহূর্তে ঘটনাস্থলে ভিড় জমে যায় ৷ দীর্ঘক্ষণ রাস্তায় উপরেই বাসটি একপাশে উলটে পড়ে থাকে ৷ সেই অবস্থাতেই বাস থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও ৷ আহতদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত দেখে তা গুরুতর বলেই মনে হয়েছে ৷ সেক্ষেত্রে মৃতের সংখ্য়া আরও বাড়ার আশঙ্কা করছেন অনেকে ৷ তবে, এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি ৷
আরও পড়ুন: বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত 1, আহত কমপক্ষে 40
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটে ৷ কারণ, যাত্রীবোঝাই বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ আহত বাসযাত্রীদের মুখেও একই অভিযোগ শোনা গিয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি দধিয়া থেকে কাটোয়া হয়ে পাঁচুন্দি যাচ্ছিল ৷ ন'নগর মোড়ের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারান চালক ৷ ফলে বাসটি বিকট শব্দ করে একদিকে পালটি খেয়ে পড়ে যায় ৷ দুর্ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যান বাসের চালক ও খালাসি ৷ অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা হাত লাগান উদ্ধারকাজে ৷ আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত চালক ও বাসের মালিকের খোঁজ শুরু করে দিয়েছে ৷ চালক কোথায় গা-ঢাকা দিতে পারেন, তা জানার চেষ্টা করছে তারা ৷ শুধুই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলছে তারা ৷ এদিকে, এই দুর্ঘটনার জেরে ওই রুটে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৷ ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ ৷