ETV Bharat / state

প্রথমে পজ়িটিভ, পরে নেগেটিভ, হোম কোয়ারানটিনে পূর্বস্থলীর পরিযায়ী শ্রমিক - area sealed due to one migrant worker detected corona at purbasthali , burdwan

গত কয়েকদিন আগেই 1 পরিযায়ী শ্রমিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপর তাকে দুর্গাপুরে সনকা হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর আবার সোয়াবের পরীক্ষা করা হয় ৷ সেখানে রিপোর্টে নেগেটিভ আসে ৷

area sealed due to one migrant worker detected corona at purbasthali , burdwan
পূর্বস্থলীতে পরিযায়ী শ্রমিকের কোরোনা নেগেটিভ, এলাকা সিল করা হয়েছে
author img

By

Published : May 30, 2020, 7:01 PM IST

পূর্বস্থলী, 30 মে : প্রথমে রিপোর্ট আসে পজ়িটিভ ৷ আবার পরীক্ষা করে দেখা হয় ৷ তাঁর রিপোর্ট আসে নেগেটিভ ৷ এরপরেই তাঁকে তড়িঘড়ি হোম কোয়ারানটিনে পাঠানো হয় ৷ পূর্বস্থলীর জাহান্নগর পঞ্চায়েতের ঘটনা ৷

জানা যায়, গত কয়েকদিন আগেই 1 পরিযায়ী শ্রমিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপর তাঁকে দুর্গাপুরে সনকা হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর সোয়াবের পরীক্ষা করা হয় ফের ৷ সেখানে তাঁর রিপোর্টে নেগেটিভ আসে ৷ এরপর তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা ৷

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও নীতিশ বালা বলেন, ওই শ্রমিকের রিপোর্ট প্রথমে পজ়িটিভ আসে ৷ পরে তাঁকে দুর্গাপুরে হাসপাতালে নিয়ে গিয়ে ফের পরীক্ষা করানো হয় । সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । ওই শ্রমিককে বর্তমানে হোম কোয়ারানটিন করা হয়েছে । আপাতত 21 দিন ওই এলাকা সিল করা থাকবে ৷ তারপর খুলে দেওয়া হবে ওই এলাকা ৷

পূর্বস্থলী, 30 মে : প্রথমে রিপোর্ট আসে পজ়িটিভ ৷ আবার পরীক্ষা করে দেখা হয় ৷ তাঁর রিপোর্ট আসে নেগেটিভ ৷ এরপরেই তাঁকে তড়িঘড়ি হোম কোয়ারানটিনে পাঠানো হয় ৷ পূর্বস্থলীর জাহান্নগর পঞ্চায়েতের ঘটনা ৷

জানা যায়, গত কয়েকদিন আগেই 1 পরিযায়ী শ্রমিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপর তাঁকে দুর্গাপুরে সনকা হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর সোয়াবের পরীক্ষা করা হয় ফের ৷ সেখানে তাঁর রিপোর্টে নেগেটিভ আসে ৷ এরপর তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা ৷

পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও নীতিশ বালা বলেন, ওই শ্রমিকের রিপোর্ট প্রথমে পজ়িটিভ আসে ৷ পরে তাঁকে দুর্গাপুরে হাসপাতালে নিয়ে গিয়ে ফের পরীক্ষা করানো হয় । সেখানে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । ওই শ্রমিককে বর্তমানে হোম কোয়ারানটিন করা হয়েছে । আপাতত 21 দিন ওই এলাকা সিল করা থাকবে ৷ তারপর খুলে দেওয়া হবে ওই এলাকা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.