ETV Bharat / state

রুষ্ট হাতির তাণ্ডব, আতঙ্কিত আউশগ্রামবাসী

আউশগ্রামের পাশেই দামোদর নদ ৷ আর সেই নদ পেরিয়ে ভোররাতে আউশগ্রামের জামতাড়া গ্রামে ঢুকে পড়ে একটি হাতি ৷ তারপর থেকে চলল গণপতির তাণ্ডব ৷

রুষ্ট গণপতি, আতঙ্কিত আউশগ্রামবাসী
রুষ্ট গণপতি, আতঙ্কিত আউশগ্রামবাসী
author img

By

Published : Apr 2, 2021, 9:24 AM IST

আউশগ্রাম, 2 এপ্রিল : ভোররাত থেকে চলল হাতির তাণ্ডব ৷ ধানের গোলা তছনছ, ধান নষ্ট, হাসপাতাল চত্বরে হামলা চালায় হাতিটি ৷ বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে আউশগ্রামের জামতাড়া গ্রামে ৷ আতঙ্কিত গ্রামবাসী ৷

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শেষরাতে দামোদর নদ পেরিয়ে আউশগ্রাম এলাকার জামতাড়া গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি হাতি ঢুকে পড়ে ৷ এলাকার এক কৃষকের ধানের গোলা তছনছ করে ৷ তারপর হামলা চালায় আউশগ্রামের 2 নম্বর ব্লক হাসপাতাল চত্বরে ৷

আরও পড়ুন : নকশালবাড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত 4টি বাড়ি

খবর দেওয়া হয় বনকর্মীদের ৷ হাতিটি ততক্ষণে আউশগ্রামের হরগরিয়াডাঙা এলাকার জঙ্গলে ঢুকে পড়ে ৷ গতকাল দুপুর নাগাদ দুর্গাপুর থেকে আনা হয় হাতি তাড়ানোর ঐরাবত গাড়ি, হাতির পায়ের ছাপ লক্ষ্য করে তার অবস্থান জানার চেষ্টা চালান বনকর্মীরা ৷

চন্দ্রশেখর ঘোষ নামে জামতাড়া গ্রামের এক বাসিন্দার কথায়, "বাড়ির পাশে খামারবাড়িতে ধানের মড়াই বাঁধা ছিল ৷ ভোররাতে একটা হাতি সেই মড়াই ভেঙে দেয় ৷ কিছুটা ধান খেয়ে নষ্ট করে দেয় বাকিটা ৷" অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত বনআধিকারিক সারদা সাহা জানান, হাতিটিকে বাঁকুড়ার সোনামুখী জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷

আউশগ্রাম, 2 এপ্রিল : ভোররাত থেকে চলল হাতির তাণ্ডব ৷ ধানের গোলা তছনছ, ধান নষ্ট, হাসপাতাল চত্বরে হামলা চালায় হাতিটি ৷ বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে আউশগ্রামের জামতাড়া গ্রামে ৷ আতঙ্কিত গ্রামবাসী ৷

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শেষরাতে দামোদর নদ পেরিয়ে আউশগ্রাম এলাকার জামতাড়া গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি হাতি ঢুকে পড়ে ৷ এলাকার এক কৃষকের ধানের গোলা তছনছ করে ৷ তারপর হামলা চালায় আউশগ্রামের 2 নম্বর ব্লক হাসপাতাল চত্বরে ৷

আরও পড়ুন : নকশালবাড়িতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত 4টি বাড়ি

খবর দেওয়া হয় বনকর্মীদের ৷ হাতিটি ততক্ষণে আউশগ্রামের হরগরিয়াডাঙা এলাকার জঙ্গলে ঢুকে পড়ে ৷ গতকাল দুপুর নাগাদ দুর্গাপুর থেকে আনা হয় হাতি তাড়ানোর ঐরাবত গাড়ি, হাতির পায়ের ছাপ লক্ষ্য করে তার অবস্থান জানার চেষ্টা চালান বনকর্মীরা ৷

চন্দ্রশেখর ঘোষ নামে জামতাড়া গ্রামের এক বাসিন্দার কথায়, "বাড়ির পাশে খামারবাড়িতে ধানের মড়াই বাঁধা ছিল ৷ ভোররাতে একটা হাতি সেই মড়াই ভেঙে দেয় ৷ কিছুটা ধান খেয়ে নষ্ট করে দেয় বাকিটা ৷" অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত বনআধিকারিক সারদা সাহা জানান, হাতিটিকে বাঁকুড়ার সোনামুখী জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.