বর্ধমান, 22 এপ্রিল : প্যাথোলজিক্যাল টেস্টের জন্য রোগীর বাড়ি থেকে মলমূত্র, কফ সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বর্ধমান থানার পুলিশ । শুধু তাই নয়, প্রয়োজনীয় ওষুধ-পত্রও পুলিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ।
লকডাউনে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে বাড়ি থেকে বের না হয় সেজন্য বিভিন্নভাবে প্রচার শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ । এদিকে বর্ধমান থানার উদ্যোগে মানুষের অসুবিধার কথা ভেবে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি মল-মূত্রের নমুনা সংগ্রহ করে প্যাথোলজি সেন্টারে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে । বর্ধমান থানার পক্ষ থেকে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর (9832432474/8918440664) দেওয়া হয়ছে । প্রয়োজনে ওই নম্বর দুটিতে ওষুধের নাম, কোন দোকান থেকে রোগী ওষুধ কিনতে চান এবং প্রেসক্রিপশন পাঠাতে বলা হয়েছে । পুলিশ রোগীর পছন্দ অনুযায়ী নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনে ক্যাশমেমো সহ পৌঁছে দেবে তাঁর বাড়িতে ।
বর্ধমান থানা সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে । এমনকী কারোর যদি প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হয় সেই নমুনা পুলিশকর্মীরা সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবেন ।
প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করে সেন্টারে পৌঁছে দেবে বর্ধমান থানার পুলিশ
লকডাউনের সময় যাতে মানুষ বাইরে না বের হয় সেই কারণে অভিনব উদ্যোগ নিল বর্ধমান পুলিশ । প্যাথোলজিক্যাল টেস্টের জন্য বাড়ি থেকে মলমূত্র সংগ্রহ করে সেন্টারে পৌঁছে দেবে বর্ধমান থানা ।
বর্ধমান, 22 এপ্রিল : প্যাথোলজিক্যাল টেস্টের জন্য রোগীর বাড়ি থেকে মলমূত্র, কফ সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বর্ধমান থানার পুলিশ । শুধু তাই নয়, প্রয়োজনীয় ওষুধ-পত্রও পুলিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ।
লকডাউনে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে বাড়ি থেকে বের না হয় সেজন্য বিভিন্নভাবে প্রচার শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ । এদিকে বর্ধমান থানার উদ্যোগে মানুষের অসুবিধার কথা ভেবে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি মল-মূত্রের নমুনা সংগ্রহ করে প্যাথোলজি সেন্টারে পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে । বর্ধমান থানার পক্ষ থেকে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর (9832432474/8918440664) দেওয়া হয়ছে । প্রয়োজনে ওই নম্বর দুটিতে ওষুধের নাম, কোন দোকান থেকে রোগী ওষুধ কিনতে চান এবং প্রেসক্রিপশন পাঠাতে বলা হয়েছে । পুলিশ রোগীর পছন্দ অনুযায়ী নির্দিষ্ট দোকান থেকে ওষুধ কিনে ক্যাশমেমো সহ পৌঁছে দেবে তাঁর বাড়িতে ।
বর্ধমান থানা সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হয়েছে । এমনকী কারোর যদি প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হয় সেই নমুনা পুলিশকর্মীরা সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবেন ।