ETV Bharat / state

30 লাখের লোভে স্ত্রীকে পুড়িয়ে খুন ? - jeevan bima

জীবন বিমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী । কালনার ঘটনা ।

মৃতা
author img

By

Published : Jun 15, 2019, 11:32 PM IST

কালনা, 15 জুন : জীবন বিমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । মৃতের নাম সৌমালি চন্দ্র (35) । গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রিন্টু চন্দ্রকে । লক্ষ্মণপাড়ার ফটকদ্বার এলাকার ঘটনা ।

ছ'বছর আগে কালনার ফটকদ্বারের বাসিন্দা রিন্টু চন্দ্রের সঙ্গে উত্তরগোয়াড়ার তালবোনা এলাকার বাসিন্দা সৌমালি দেবনাথের বিয়ে হয় । বিয়েতে সৌমালির বাবারবাড়ির তরফে নগদ ও দানসামগ্রী দেওয়া হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই রিন্টু ওষুধের ব্যবসার জন্য সৌমালিকে বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিত । সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে পারেননি তাঁরা । এর মধ্যে কয়েক বছরের ব্যবধানে দুটি কন্যাসন্তানের জন্ম দেন সৌমালি । অভিযোগ, এরপর তাঁর উপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে । পাশাপাশি টাকার দাবিও করতে থাকে সৌমালির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

9 জুন বিকেলে সৌমালির অগ্নিদগ্ধ হওয়ার খবর পায় পরিবারের লোকজন । ভরতি করা হয় কালনা হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন পর চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । 13 জুন মৃত্যু হয় সৌমালির । আজ কালনা থানায় অভিযোগ দায়ের করা হয় ।

সৌমালির দাদা সুমিত দেবনাথ জানান, সৌমালির নামে 30 লাখ টাকার জীবন বিমা করা আছে । সেই টাকা পেতেই খুন করা হয়েছে বোনকে ।

অভিযোগ পেয়েই মৃতের স্বামী রিন্টু চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ ।

কালনা, 15 জুন : জীবন বিমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । মৃতের নাম সৌমালি চন্দ্র (35) । গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রিন্টু চন্দ্রকে । লক্ষ্মণপাড়ার ফটকদ্বার এলাকার ঘটনা ।

ছ'বছর আগে কালনার ফটকদ্বারের বাসিন্দা রিন্টু চন্দ্রের সঙ্গে উত্তরগোয়াড়ার তালবোনা এলাকার বাসিন্দা সৌমালি দেবনাথের বিয়ে হয় । বিয়েতে সৌমালির বাবারবাড়ির তরফে নগদ ও দানসামগ্রী দেওয়া হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই রিন্টু ওষুধের ব্যবসার জন্য সৌমালিকে বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দিত । সামর্থ্য না থাকায় ওই টাকা দিতে পারেননি তাঁরা । এর মধ্যে কয়েক বছরের ব্যবধানে দুটি কন্যাসন্তানের জন্ম দেন সৌমালি । অভিযোগ, এরপর তাঁর উপর অত্যাচারের মাত্রা আরও বাড়ে । পাশাপাশি টাকার দাবিও করতে থাকে সৌমালির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

9 জুন বিকেলে সৌমালির অগ্নিদগ্ধ হওয়ার খবর পায় পরিবারের লোকজন । ভরতি করা হয় কালনা হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন পর চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । 13 জুন মৃত্যু হয় সৌমালির । আজ কালনা থানায় অভিযোগ দায়ের করা হয় ।

সৌমালির দাদা সুমিত দেবনাথ জানান, সৌমালির নামে 30 লাখ টাকার জীবন বিমা করা আছে । সেই টাকা পেতেই খুন করা হয়েছে বোনকে ।

অভিযোগ পেয়েই মৃতের স্বামী রিন্টু চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:জীবন বীমার টাকা পাওয়ার লোভে স্ত্রীকে খুনের অভিযোগ

সন্তোষ দাস, কালনা


স্ত্রীর নামে রয়েছে লক্ষ-লক্ষ টাকার জীবনবীমা।সেই টাকা পাওয়ার লোভেই গায়ে আগুন লাগিয়ে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ তুলে গৃহবধূর শ্বশুরবাড়িতে মৃতদেহ রেখে বিক্ষোভ সহ ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে।গৃহবধূর পরিবারের এমনিই এক অভিযোগ ও ঘটনায় ব্যাপক চান্চল্য ছড়ালো কালনায়।মৃত গৃহবধূর নাম সৌমালি চন্দ্র(৩৫)।বাড়ি কালনা শহরের লক্ষণপাড়া ফটকদ্বার এলাকায়।গৃহবধূর মৃত্যুর পর শুক্রবার রাতে তার মৃতদেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে ব্যাপক ক্ষোভ দেখান বাপের বাড়ির লোকজন।এরপরেই ওই বাড়িতে ভাঙচুর ও অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে যান কালনা পুলিশ।ঘটনাস্থল থেকে স্বামীকে থানায় নিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কালনার উত্তরগোয়াড়ার তালবোনা এলাকার বাসিন্দা মৃত গৃহবধূর দাদা সুমিত দেবনাথ বলেন,‘ছয় বছর আগে কালনার ফটকদ্বারের বাসিন্দা রিন্টু চন্দ্রের সঙ্গে আমার বোন সৌমালির বিয়ে দেওয়া হয় নগদ অর্থ ও দানসামগ্রী দিয়ে।এরপরেই তার স্বামী তার ওষুধের ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা আনার জন্য চাপ দেয়।আমাদের সামর্থ্য না থাকায় দিতে পারিনি।এরপর পরপর কয়েক বছরের ব্যবধানে দুটি কণ্যাসন্তানের জন্ম দেয় বোন।তার ফলে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।টাকার দাবীও বাড়তে থাকে।রক্তাক্ত অবস্থায় বোন কয়েকবার বাড়িও চলে আসে।এরপর ৯ই এপ্রিল বিকালে বোনের অগ্নিদগ্ধ হওয়ার খবর পাই।অগ্নিদগ্ধ বোনকে এরপর কালনা হাসপাতালে ভর্তি করি।শারীরিক অবস্থার অবনতি হলে তিনদিন পর চুঁচুড়া হাসপাতাল ও শেষপর্যন্ত বাঙ্গুরে নিয়ে যাই।এরপর ১৩ই জুন বোনের মৃত্যু হয়।বোনকে কেরোসিন তেল ঢেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গায়ে আগুন ধরিয়ে মেরে দিয়েছে।আমরা অভিযুক্তদের শাস্তির দাবিতে কালনা থানায় শণিবার অভিযোগ দায়ের করেছি।’যদিও এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুমিতবাবু বোনের মৃত্যুতে আরো মারাত্মক অভিযোগ করে বলেন,‘বোনের নামে প্রায় ত্রিশ লক্ষ টাকার জীবনবীমা রয়েছে।সেই টাকা পেতেই বোনকে মেরে ফেলা হয়েছে বলে আমাদের মনে হয়।বোনের সঙ্গে তার স্বামীর একবছর কোনো সম্পর্ক ছিলোনা।স্বামীই তাকে ভালো রাখবে বলে ফোন করে নিয়ে যায়।আর তারপরেই এই ঘটনা ঘটায়।’যদিও এই অভিযোগ সত্য নয় বলেই দাবি শ্বশুরবাড়ির লোকজনের।কালনার এক পুলিশ আধিকারিক জানান গৃহবধূকে মেরে ফেলার অভিযোগে স্বামী রিন্টু চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।Body:জীবন বীমার টাকা Conclusion:লোভে স্ত্রীকে খুন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.