ETV Bharat / state

ISRO-তে প্রধানমন্ত্রীর পাশে বসে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখবে বর্ধমানের মেয়ে

7 সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রম । বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের সাক্ষী থাকবে বর্ধমানের মেয়ে ইউসরা আলম । বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে খোদ প্রধানমন্ত্রীর পাশে বসে চাঁদের মাটিতে চন্দ্রযানের অবতরণ দেখবে ক্লাস নাইনের এই ছাত্রী ।

author img

By

Published : Sep 4, 2019, 6:03 PM IST

Updated : Sep 4, 2019, 11:16 PM IST

isro

বর্ধমান, 4 সেপ্টেম্বর : 7 সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রম । বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের সাক্ষী থাকবে বর্ধমানের মেয়ে ইউসরা আলম । বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে খোদ প্রধানমন্ত্রীর পাশে বসে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখবে ক্লাস নাইনের এই ছাত্রী । স্বাভাবিকভাবেই খুশি ইউসরার পরিবার, প্রতিবেশী ও তার স্কুল । গোটা দেশ থেকে মোট 74 জন এই সুযোগ পেয়েছে । তার মধ্যে পশ্চিমবঙ্গের 2 জন । সেই দু'জনের মধ্যে একজন হতে পেরে খুশি ইউসরা আলম ।

কীভাবে এল এই সুযোগ ? বর্ধমানের পীরবাহারামের বাসিন্দা ইউসরা আলম জানাচ্ছে, তার স্কুলের তরফে সে জানতে পারে গোটা দেশ থেকে অনলাইনে চন্দ্রযান-2 সংক্রান্ত একটি কুইজ় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । সেই প্রতিযোগিতার নিয়মানুযায়ী 10 মিনিটের মধ্যে 20 টি প্রশ্নের উত্তর দিতে হবে । স্কুল থেকে খবরটি পাওয়ার পরে খানিকটা খেলার ছলেই সেই প্রতিযোগিতায় নাম দেয় ইউসরা । বাড়িতে কাউকে কিছু না জানিয়েই অংশ নেয় প্রতিযোগিতায় ।

দেখুন ভিডিয়ো

এরপর 30 অগাস্ট ISRO-র তরফে একটি মেল আসে ইউসরার কাছে । সেই মেলে জানানো হয়, বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের সাক্ষী থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে । 7 সেপ্টেম্বর চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করবে । সেই ঘটনার সাক্ষী থাকার জন্য ISRO-র সদর দপ্তরে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই অনুষ্ঠানেই ইউসরা আলমকে আমন্ত্রণ জানানো হচ্ছে । মেলে আরও জানানো হয়, বেঙ্গালুরুতে যাওয়া-আসা, থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন করবে ISRO কর্তৃপক্ষ ।

মেয়ে এই সুযোগ পাওয়ায় খুশি ইউসরার আব্বা হাসিব আলম । তিনি বলেন, "গোটা ভারতবাসী চন্দ্রযান-2 এর দিকে তাকিয়ে আছে । আর উৎক্ষেপণ কেন্দ্রে বসে সেই ঘটনার সাক্ষী থাকবে আমার মেয়ে । এটা ভেবেই আনন্দ হচ্ছে ।" তিনি আরও বলেন, "ইউসরা যে কুইজ় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আমরা বাড়ির কেউই জানতাম না । যখন ISRO কর্তৃপক্ষের ফোন আসে, আমরা অবাক হয়ে যাই ।"

বর্ধমান, 4 সেপ্টেম্বর : 7 সেপ্টেম্বর মধ্যরাতে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রম । বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের সাক্ষী থাকবে বর্ধমানের মেয়ে ইউসরা আলম । বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে খোদ প্রধানমন্ত্রীর পাশে বসে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণ দেখবে ক্লাস নাইনের এই ছাত্রী । স্বাভাবিকভাবেই খুশি ইউসরার পরিবার, প্রতিবেশী ও তার স্কুল । গোটা দেশ থেকে মোট 74 জন এই সুযোগ পেয়েছে । তার মধ্যে পশ্চিমবঙ্গের 2 জন । সেই দু'জনের মধ্যে একজন হতে পেরে খুশি ইউসরা আলম ।

কীভাবে এল এই সুযোগ ? বর্ধমানের পীরবাহারামের বাসিন্দা ইউসরা আলম জানাচ্ছে, তার স্কুলের তরফে সে জানতে পারে গোটা দেশ থেকে অনলাইনে চন্দ্রযান-2 সংক্রান্ত একটি কুইজ় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । সেই প্রতিযোগিতার নিয়মানুযায়ী 10 মিনিটের মধ্যে 20 টি প্রশ্নের উত্তর দিতে হবে । স্কুল থেকে খবরটি পাওয়ার পরে খানিকটা খেলার ছলেই সেই প্রতিযোগিতায় নাম দেয় ইউসরা । বাড়িতে কাউকে কিছু না জানিয়েই অংশ নেয় প্রতিযোগিতায় ।

দেখুন ভিডিয়ো

এরপর 30 অগাস্ট ISRO-র তরফে একটি মেল আসে ইউসরার কাছে । সেই মেলে জানানো হয়, বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে চন্দ্রযান-2 এর ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের সাক্ষী থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে । 7 সেপ্টেম্বর চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করবে । সেই ঘটনার সাক্ষী থাকার জন্য ISRO-র সদর দপ্তরে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই অনুষ্ঠানেই ইউসরা আলমকে আমন্ত্রণ জানানো হচ্ছে । মেলে আরও জানানো হয়, বেঙ্গালুরুতে যাওয়া-আসা, থাকা-খাওয়ার সমস্ত খরচ বহন করবে ISRO কর্তৃপক্ষ ।

মেয়ে এই সুযোগ পাওয়ায় খুশি ইউসরার আব্বা হাসিব আলম । তিনি বলেন, "গোটা ভারতবাসী চন্দ্রযান-2 এর দিকে তাকিয়ে আছে । আর উৎক্ষেপণ কেন্দ্রে বসে সেই ঘটনার সাক্ষী থাকবে আমার মেয়ে । এটা ভেবেই আনন্দ হচ্ছে ।" তিনি আরও বলেন, "ইউসরা যে কুইজ় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আমরা বাড়ির কেউই জানতাম না । যখন ISRO কর্তৃপক্ষের ফোন আসে, আমরা অবাক হয়ে যাই ।"

Intro:
ইসরোর দফতরে বসে চন্দ্রযান 2 এর অবতরণ দেখবে বর্ধমানের মেয়ে

পুলক যশ, বর্ধমান

7 সেপ্টেম্বর চন্দ্রযান 2 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে । সেই দিন ইসরোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসে সেই অভিজ্ঞতার ছোঁয়া অর্জন করতে চলেছে বর্ধমানের পীরবাহারাম এর নবম শ্রেণীর ছাত্রী ইউসরা আলম। ইউসরা জানিয়েছে সে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে সেই সেই স্কুল থেকে জানতে পারে চন্দ্রযান সংক্রান্ত গোটা দেশ থেকে অনলাইনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দশ মিনিটের মধ্যে ওই প্রতিযোগিতায় কুড়িটি প্রশ্নের উত্তর দিতে হত ।স্কুল থেকে সে খবর পাওয়ার পরে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই অনলাইনে কুইজ প্রতিযোগিতা অংশ নেয় ইউসরা। সেখানে রেজিস্ট্রেশন করার সময় সে তার মায়ের মোবাইল নাম্বার দিয়েছিল।
গত 30 আগস্ট ওই ছাত্রীকে ইসরোর তরফে মেইল করে জানানো হয় ব্যাঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে প্রধানমন্ত্রী পাশে বসে চন্দ্রযান 2 এর চাঁদ ছোঁয়ার অভিজ্ঞতা সাক্ষী থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। ইসরোর তরফের মেইল করে জানানো হয়েছে 7 সেপ্টেম্বর চন্দ্রযান 2 চাঁদের মাটিতে অবতরণ করবে। সেই ঘটনার সাক্ষী থাকার জন্য ইসরোতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই অনুষ্ঠানে ইউসরাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মেলে আরো জানানো হয়েছে বেঙ্গালুরুর ইসরোতে যাওয়া আসা, থাকা-খাওয়া সমস্ত খরচ ইসরো কর্তৃপক্ষ বহন করবে। ইউসরার বাবা হাসিব আলম বলেন গোটা ভারতবাসী চন্দ্রযান 2 এর দিকে তাকিয়ে আছে। সেই ঘটনা সাক্ষী থাকবে আমার মেয়ে এটা ভাবতেই অবাক হচ্ছি। ও যে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাড়ির কেউ আমরা জানতাম না। যখন ফোন আসে ইসরো কর্তৃপক্ষের কাছ থেকে আমরা তখন অবাক হয়ে যাই।


Body:ইসরোর


Conclusion:বর্ধমানের মেয়ে
Last Updated : Sep 4, 2019, 11:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.