ভাতার, 29 মে : নির্বাচন পর্ব শেষ । তবুও ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলা । ভাতার, মঙ্গলকোট নিগন, কেতুগ্রাম এলাকায় BJP-তৃণমূলের সংঘর্ষ ঘটে । আহত মোট 8 জন । বর্ধমানে BJP সভাপতি সন্দীপ নন্দী জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে অশান্তি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ।
সোমবার রাতে ভাতারের ঝিকড়ডাঙা গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষ হয় । আহত হন স্থানীয় BJP কর্মী শিবু মালিক (34) । তিনি পেশায় গাড়ি চালক । পরিবারের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন । BJP-র পক্ষ থেকে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পালটা ভাঙচুর ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে । ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন BJP ও দুই জন তৃণমূল কর্মী । তাদের নাম গনেশ মণ্ডল, বাপি মেটে ও সুকান্ত মেটে । গতকাল তাদের বর্ধমান আদালতে পাঠানো হয় । আদালত তাদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ।
অন্যদিকে, মঙ্গলকোট নিগন ও কেতুগ্রামে BJP ও তৃণমূল সংঘর্ষের জেরে আহত মোট 7 জন । স্থানীয় সূত্রে জানা গেছে, তার মধ্যে 4 জন BJP ও 3 জন তৃণমূলের কর্মী । মঙ্গলকোটের নিগন গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সানু সর্দার অভিযোগ করেন, তিনি বন্ধু কৃষ্ণচন্দ্র দাসের বাড়ি গেছিলেন । কৃষ্ণচন্দ্র বাড়ি থেকে বেরিয়ে এলে BJP -র 7 থেকে 8 জন তাঁকে মারধর শুরু করে । কৃষ্ণচন্দ্রের দাদা অশোক দাস বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় । তাঁরা এই মুহূর্তে কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থানে পুলিশ আসে । তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।
এছাড়া কেতুগ্রামের কুলাই ও পালিটা গ্রামের 4 BJP কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ঘোটন সর্দার, ঝন্টু দাস, ধর্মেন্দ্র দাস ও বিকাশ মাঝি বাজার করতে গেছিলেন । সেই সময় তৃণমূলের লোকজন তাঁদের উপর হামলা চালায় । এরপর স্থানীয় ও পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । পরিস্থিতি সামাল দিতে এলাকায় চলছে পুলিশি টহলদারি ।