বর্ধমান, 19 এপ্রিল : বর্ধমানের কোরোনা হাসপাতালে ফের ভরতি হল 12 জন ৷ তাদের কোরোনা সন্দেহে ভরতি করা হল হাসপাতালে । প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল 7 টা থেকে আজ সকাল 7 টা পর্যন্ত মোট 18 জনকে কোরোনা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । বর্তমানে কোরোনা হাসপাতালে ভরতি আছেন 23 জন । এছাড়াও গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1 জনের ৷
জানা গেছে, গতকাল কোরোনা হাসপাতাল থেকে 20 জনের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল । আজ সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে পৌঁছায় । রিপোর্টে একজনের কোরোনা পজ়েটিভ পাওয়া গেছে । এরপর জেলা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক । ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে ওই গ্রাম সিল করে দেওয়া হয়েছে । আজ সন্ধেয় দেওয়া জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, কোরোনা হাসপাতালে গতকাল সকাল 7 টা পর্যন্ত 31 জন ভরতি ছিলেন । আজ নতুন করে আরও 12 জনকে ভরতি করা হয়েছে । গত 24 ঘণ্টায় 18 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । মারা গেছে 1 জন । তবে, তার রিপোর্ট এখনও প্রশাসনের হাতে আসেনি ৷