ETV Bharat / state

অষ্টমীতে বর্ধমানে কোরোনায় আক্রান্ত 115

author img

By

Published : Oct 25, 2020, 1:03 PM IST

একদিনে আক্রান্ত হয়েছে 115 জন ৷ কোরোনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ এপর্যন্ত বর্ধমানে আক্রান্ত হয়েছে 6 হাজার 782 জন ৷

অষ্টমীতে বর্ধমানে কোরোনায় আক্রান্ত 115
অষ্টমীতে বর্ধমানে কোরোনায় আক্রান্ত 115

বর্ধমান, 25 অক্টোবর : পূর্ব বর্ধমানে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের । নতুন করে আক্রান্ত হয়েছে 115 জন । বর্ধমানে এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট 96 জনের ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে 115 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 হাজার 782 জন ৷ এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 6 হাজার 44 জন ৷ 642 জনের চিকিৎসা চলছে ৷

যারা চিকিৎসাধীনে রয়েছে তাদের মধ্যে 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ 354 জন হোম কোয়ারানটিনে রয়েছে ৷ মহারাষ্ট্র-দিল্লি-গুজরাত-তামিলনাড়ু-মধ্যপ্রদেশ থেকে যারা এসেছে তাদের মধ্যে 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 27 জন ৷

বর্ধমান পৌরসভাতে আক্রান্ত হয়েছে 17 জন ৷ দাইহাট পৌরসভায় 3 জন, কাটোয়া পৌরসভায় 8 জন, কালনা পৌরসভায় 17 জন, আউশগ্রামের 2 নম্বর ব্লকে 2 জন, ভাতার ব্লকে 4 জন, বর্ধমান 1 ব্লকে 4 জন, বর্ধমান 2 নম্বর ব্লকে 2 জন, গলসি 1 নম্বর ব্লকে 2 জন, গলসি 2 নম্বর ব্লকে 2 জন, জামালপুর ব্লকে 1 জন, কালনা 1 নম্বর ব্লকে 9 জন, কালনা 2 নম্বর ব্লকে 4 জন, কাটোয়া 1 নম্বর ব্লকে 4 জন, কাটোয়া 2 নম্বর ব্লকে 1 জন, কেতুগ্রাম 1 নম্বর ব্লকে 4 জন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 1 জন, খন্ডঘোষ ব্লকে 6 জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মঙ্গলকোট ব্লকে 1 জন, মেমারি 1 নম্বর ব্লকে 4 জন, মেমারি 2 নম্বর ব্লকে 2 জন, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে 4 জন, পূর্বস্থলী 2 নম্বর ব্লকে 7 জন, রায়না 1 নম্বর ব্লকে 2 জন ও রায়না 2 নম্বর ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ৷

115 জন আক্রান্তের মধ্যে 21 জনের শরীরে কোরোনা উপসর্গ মিলেছে । তাদের বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি 94 জনের শরীরে উপসর্গ নেই । এছাড়া আক্রান্তদের মধ্যে 15 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে । একজন ভিনরাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছে । বাকি 99 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সুস্থতার হার 89.11 শতাংশ । মৃত্যুর হার 1.41শতাংশ ।

বর্ধমান, 25 অক্টোবর : পূর্ব বর্ধমানে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের । নতুন করে আক্রান্ত হয়েছে 115 জন । বর্ধমানে এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট 96 জনের ।

জেলা প্রশাসনের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে 115 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 হাজার 782 জন ৷ এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 6 হাজার 44 জন ৷ 642 জনের চিকিৎসা চলছে ৷

যারা চিকিৎসাধীনে রয়েছে তাদের মধ্যে 538 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ 354 জন হোম কোয়ারানটিনে রয়েছে ৷ মহারাষ্ট্র-দিল্লি-গুজরাত-তামিলনাড়ু-মধ্যপ্রদেশ থেকে যারা এসেছে তাদের মধ্যে 733 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ৷ হোম কোয়ারানটিনে রয়েছে 27 জন ৷

বর্ধমান পৌরসভাতে আক্রান্ত হয়েছে 17 জন ৷ দাইহাট পৌরসভায় 3 জন, কাটোয়া পৌরসভায় 8 জন, কালনা পৌরসভায় 17 জন, আউশগ্রামের 2 নম্বর ব্লকে 2 জন, ভাতার ব্লকে 4 জন, বর্ধমান 1 ব্লকে 4 জন, বর্ধমান 2 নম্বর ব্লকে 2 জন, গলসি 1 নম্বর ব্লকে 2 জন, গলসি 2 নম্বর ব্লকে 2 জন, জামালপুর ব্লকে 1 জন, কালনা 1 নম্বর ব্লকে 9 জন, কালনা 2 নম্বর ব্লকে 4 জন, কাটোয়া 1 নম্বর ব্লকে 4 জন, কাটোয়া 2 নম্বর ব্লকে 1 জন, কেতুগ্রাম 1 নম্বর ব্লকে 4 জন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 1 জন, খন্ডঘোষ ব্লকে 6 জন, মন্তেশ্বর ব্লকে 3 জন, মঙ্গলকোট ব্লকে 1 জন, মেমারি 1 নম্বর ব্লকে 4 জন, মেমারি 2 নম্বর ব্লকে 2 জন, পূর্বস্থলী 1 নম্বর ব্লকে 4 জন, পূর্বস্থলী 2 নম্বর ব্লকে 7 জন, রায়না 1 নম্বর ব্লকে 2 জন ও রায়না 2 নম্বর ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ৷

115 জন আক্রান্তের মধ্যে 21 জনের শরীরে কোরোনা উপসর্গ মিলেছে । তাদের বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি 94 জনের শরীরে উপসর্গ নেই । এছাড়া আক্রান্তদের মধ্যে 15 জন কোরোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে । একজন ভিনরাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছে । বাকি 99 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সুস্থতার হার 89.11 শতাংশ । মৃত্যুর হার 1.41শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.