ETV Bharat / state

Cash Robbery: ব্যাংক থেকে উধাও সাড়ে তিন লক্ষ টাকা সমেত মহিলার ব্যাগ

ব্যাংকের ভিতর থেকে মহিলার সাড়ে তিনি লক্ষ টাকা নিমিষে গায়েব ৷ তদন্ত করছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসটিভি ফুটেজও ৷

bag Robbery with cash
টাকা চুরি
author img

By

Published : Apr 17, 2023, 9:59 PM IST

উধাও সাড়ে তিন লক্ষ টাকা সমেত মহিলার ব্যাগ

দাসপুর, 17 এপ্রিল: ব্যাংকের ভিতর থেকেই সাড়ে তিন লক্ষ টাকা সমেত ব্যাগ গায়েব এক মহিলার । ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর তা ব্যাগে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন ওই মহিলা ৷ তারপরেই নিমেষে উধাও হয়ে যায় টাকা সমেত ব্যাগ ৷ এমনটাই অভিযোগ ওই মহিলার । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাজারে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দাসপুর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । গোটা ঘটনা ধরা পড়েছে ব্যাংকে থাকা সিসিটিভিতে ৷ এমনটাই দাবি করেছে ওই ব্যাংক।

জানা গিয়েছে, দাসপুরের বড়শিমুলিয়ায় থাকা ওই ব্যাংকেরই কাস্টমার সার্ভিস পয়েন্টের টাকা তুলতে যান স্বর্ণলতা মাইতি। তিনি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে তাঁর ব্যাগে রাখেন । স্বর্ণলতার দাবি, তিনি অফিসিয়াল কাজে অন্যমনস্ক হয়ে পড়েন । আর সেই সুযোগে নিমেষেই ব্যাগ সমেত টাকা গায়েব হয়ে যায়। তা বুঝতে পেরে ঘটনার কথা ব্যাংক কর্তৃপক্ষকে জানান স্বর্ণলতা মাইতি। ওই ব্যাগে তাঁর একটি মোবাইলও ছিল বলেও জানান তিনি ।

দিনে দুপুরে ভিড়ে টাসা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর এভাবে ব্যাগ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশে । খবর পেয়ে তড়িঘড়ি ব্যাংকে আসে দাসপুর থানার ওসি-সহ পুলিশ । পরে হাজির হন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী । ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এ বিষয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজার রাজু মণ্ডল জানান, তিন দিন পর ব্র্যাঞ্চ খুলেছে স্বাভাবিকভাবেই এইদিন ভিড় ছিল । চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পুলিশকে দেওয়া হয় । পুলিশ এসে সব খতিয়ে দেখছে । ব্যাংকের সিসিটিভি ফুটেজে ঘটনা ধরাও পড়েছে তা পুলিশ দেখছে বলে জানান ডেপুটি ম্যানেজার । এখন দেখার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কত দ্রুত ওই মহিলার খোয়া যাওযা টাকা উদ্ধারে সক্ষম হয় ।

আরও পড়ুন: গায়ে পেট্রল ঢেলে আগুন, পাথর ছুড়ে মারধর; জমি বিবাদে নৃশংস খুন ভাইকে !

উধাও সাড়ে তিন লক্ষ টাকা সমেত মহিলার ব্যাগ

দাসপুর, 17 এপ্রিল: ব্যাংকের ভিতর থেকেই সাড়ে তিন লক্ষ টাকা সমেত ব্যাগ গায়েব এক মহিলার । ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর তা ব্যাগে রেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন ওই মহিলা ৷ তারপরেই নিমেষে উধাও হয়ে যায় টাকা সমেত ব্যাগ ৷ এমনটাই অভিযোগ ওই মহিলার । সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাজারে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দাসপুর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । গোটা ঘটনা ধরা পড়েছে ব্যাংকে থাকা সিসিটিভিতে ৷ এমনটাই দাবি করেছে ওই ব্যাংক।

জানা গিয়েছে, দাসপুরের বড়শিমুলিয়ায় থাকা ওই ব্যাংকেরই কাস্টমার সার্ভিস পয়েন্টের টাকা তুলতে যান স্বর্ণলতা মাইতি। তিনি ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে তাঁর ব্যাগে রাখেন । স্বর্ণলতার দাবি, তিনি অফিসিয়াল কাজে অন্যমনস্ক হয়ে পড়েন । আর সেই সুযোগে নিমেষেই ব্যাগ সমেত টাকা গায়েব হয়ে যায়। তা বুঝতে পেরে ঘটনার কথা ব্যাংক কর্তৃপক্ষকে জানান স্বর্ণলতা মাইতি। ওই ব্যাগে তাঁর একটি মোবাইলও ছিল বলেও জানান তিনি ।

দিনে দুপুরে ভিড়ে টাসা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর এভাবে ব্যাগ গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশে । খবর পেয়ে তড়িঘড়ি ব্যাংকে আসে দাসপুর থানার ওসি-সহ পুলিশ । পরে হাজির হন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী । ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এ বিষয়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজার রাজু মণ্ডল জানান, তিন দিন পর ব্র্যাঞ্চ খুলেছে স্বাভাবিকভাবেই এইদিন ভিড় ছিল । চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পুলিশকে দেওয়া হয় । পুলিশ এসে সব খতিয়ে দেখছে । ব্যাংকের সিসিটিভি ফুটেজে ঘটনা ধরাও পড়েছে তা পুলিশ দেখছে বলে জানান ডেপুটি ম্যানেজার । এখন দেখার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কত দ্রুত ওই মহিলার খোয়া যাওযা টাকা উদ্ধারে সক্ষম হয় ।

আরও পড়ুন: গায়ে পেট্রল ঢেলে আগুন, পাথর ছুড়ে মারধর; জমি বিবাদে নৃশংস খুন ভাইকে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.