ডেবরা 11 জানুয়ারি : ডেবরায় আদিবাসী মহিলা খুনে অভিযুক্তদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি । থানায় গিয়ে প্রশ্ন তুললেন ভারতী ঘোষ ৷
গতকাল ডেবরা থানা এলাকায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর । মৃতার নাম মিনা কেঁড়ায় ৷ বাড়ি ডেবরা থানা এলাকাতেই । মৃতা মহিলা দিনমজুরের কাজ করতেন । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন । তারপর আর ফেরেননি । এরপর রবিবার ভোরে তাঁর দেহ মেলে । রবিবার সকালে দেহের খোঁজ মিলতেই ক্ষোভে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । সোমবার সকালে মৃতার আত্মীয়দের সঙ্গে দেখা করেন ভারতী ঘোষ ৷ ফের ডেবরা থানায় গিয়ে তিনি অফিসারদের কাছে গিয়ে খুনের তদন্তের যাবতীয় তথ্য জানতে চান ৷ কেন এখনও দোষীদের গ্রেপ্তার করা গেল না, সেই প্রশ্ন তোলেন ৷
পুলিশ অফিসারদের বলেন, "তিনদিন কেটে যাওয়ার পরও কেন পরিবারকে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ময়নাতদন্তের রিপোর্টের আগে গ্রেপ্তার করা উচিত ছিল । আমি দোষীদের নাম জেনেছি ৷ চাইলেই তাদের ধরে দিতে পারি । তারা এই এলাকায় থাকে । আপনারা যদি না পারেন তাহলে বলুন, আমি নারকেল দড়ি দিয়ে বেঁধে তাদের আপনাদের হাতে তুলে দেব । "
উপস্থিত অফিসারদের আরও বলেন, পুলিশের নিয়মই হল যে সরকার থাকে সে সরকারের হয়ে কাজ করা । কিন্তু এই ধরনের নৃশংস ঘটনায় কেন এত দেরি হচ্ছে! আজ যদি কোনও তৃণমূল নেতা আক্রান্ত হতেন তবে হাসপাতালে গিয়ে তাঁর দেখভাল করত পুলিশই ৷