ETV Bharat / state

রাজনীতিতে নামলেন সুরজিৎ হাঁসদা - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

বিধানসভা ভোটের আগে সুকুমার হাঁসদার ছেলে সুরজিৎ হাঁসদার রাজনীতিতে যোগদান করায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে ৷ দাদু ও বাবার দেখানো পথেই সুকুমার চলতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছেন সুকুমার হাঁসদা ৷

সুরজিৎ হাঁসদা
সুরজিৎ হাঁসদা
author img

By

Published : Feb 18, 2021, 5:31 PM IST

ঝাড়গ্রাম 18 ই ফেব্রুয়ারি : দুয়ারে বিধানসভা ভোট ৷ তার ঠিক আগেই বাবার ছবি বুকে নিয়ে রাজনীতিতে নামলেন ঝাড়গ্রামের প্রয়াত বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার ছেলে সুরজিৎ হাঁসদা ।

আজ সকালে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাতো ও তৃণমূলের সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানানোর মধ্যে দিয়ে জনসংযোগ করলেন তিনি । বললেন, দাদু ( সুবোধ হাঁসদা কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ) ও বাবার ( সুকুমার হাঁসদা ) দেখানো পথেই চলতে চান তিনি৷

ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক ছিলেন প্রয়াত ডাক্তার সুকুমার হাঁসদা । 2011 বিধানসভার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর আহ্বানে ঝাড়গ্রাম হাসপাতালের চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল বিধানসভার প্রার্থী হয়েছিলেন তিনি । বাম কংগ্রেসের পাশাপাশি ছত্রধর মাহাতও ছিলেন । বিশাল অংকের ভোটে ঝাড়গ্রাম বিধানসভা আসনে জয়ী হন সুকুমার হাঁসদা । পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীও হন তিনি ।

আরও পড়ুন: ক্ষমতায় এলে 4 লাখ মৎস্যজীবীকে কিষাণ নিধির সুবিধা : শাহ

2016 বিধানসভার নির্বাচনে ফের ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন সুকুমারবাবু । তবে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেও মন্ত্রিত্ব পাননি তিনি । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হওয়ার কিছু দিনের মধ্যেই রাজ্য বিধানসভার ডিপুটি স্পিকারের পদে নিযুক্ত হন । গতবছর 29 শে অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

জনসংযোগে সুরজিৎ হাঁসদা

তারপর থেকেই ঝাড়গ্রাম বিধানসভার আসনে প্রার্থী হওয়ার জন্য জেলার তৃণমূলের হেভিওয়েট নেতাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে যায় । তৃণমূলের এক সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য এই মুহূর্তে নাম উঠে এসেছে নয়াগ্রামের বাসিন্দা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো অর্ডিনেটার উজ্জ্বল দত্ত, ঝাড়গ্রামের বাসিন্দা আরও এক কো-অর্ডিনেটার অজিত মাহাত, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব বা তাঁর ছেলে বিক্রমাদিত্য মল্লদেব ছাড়াও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন হিরণ

সুরজিৎ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে । হঠাৎ করে সুরজিতের বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ায় জল্পনা শুরু হয়েছে । রাজনৈতিক মহলের একাংশের দাবি, আদিবাসী সমাজের কাছে সুকুমার হাঁসদার আবেগকে কাজে লাগিয়ে ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হতে চলেছে সুকুমার বাবুর ইঞ্জিনিয়ার ছেলে সুরজিৎ হাঁসদা । সুরজিৎ বলেন , "দাদু ও বাবা সমাজের জন্য অনেক কাজ করেছেন । আমিও তাঁদের দেখানো পথেই হাঁটতে চাই । বাবাকে তাঁদের প্রিয় বিধায়ক হিসেবে দশ বছর ধরে আশীর্বাদ করেছেন এখানকার মানুষ ৷ তাই আমি আজ সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

ঝাড়গ্রাম 18 ই ফেব্রুয়ারি : দুয়ারে বিধানসভা ভোট ৷ তার ঠিক আগেই বাবার ছবি বুকে নিয়ে রাজনীতিতে নামলেন ঝাড়গ্রামের প্রয়াত বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার ছেলে সুরজিৎ হাঁসদা ।

আজ সকালে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাতো ও তৃণমূলের সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানানোর মধ্যে দিয়ে জনসংযোগ করলেন তিনি । বললেন, দাদু ( সুবোধ হাঁসদা কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ) ও বাবার ( সুকুমার হাঁসদা ) দেখানো পথেই চলতে চান তিনি৷

ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক ছিলেন প্রয়াত ডাক্তার সুকুমার হাঁসদা । 2011 বিধানসভার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এর আহ্বানে ঝাড়গ্রাম হাসপাতালের চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল বিধানসভার প্রার্থী হয়েছিলেন তিনি । বাম কংগ্রেসের পাশাপাশি ছত্রধর মাহাতও ছিলেন । বিশাল অংকের ভোটে ঝাড়গ্রাম বিধানসভা আসনে জয়ী হন সুকুমার হাঁসদা । পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীও হন তিনি ।

আরও পড়ুন: ক্ষমতায় এলে 4 লাখ মৎস্যজীবীকে কিষাণ নিধির সুবিধা : শাহ

2016 বিধানসভার নির্বাচনে ফের ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন সুকুমারবাবু । তবে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেও মন্ত্রিত্ব পাননি তিনি । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হওয়ার কিছু দিনের মধ্যেই রাজ্য বিধানসভার ডিপুটি স্পিকারের পদে নিযুক্ত হন । গতবছর 29 শে অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

জনসংযোগে সুরজিৎ হাঁসদা

তারপর থেকেই ঝাড়গ্রাম বিধানসভার আসনে প্রার্থী হওয়ার জন্য জেলার তৃণমূলের হেভিওয়েট নেতাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে যায় । তৃণমূলের এক সূত্রের খবর অনুযায়ী, ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য এই মুহূর্তে নাম উঠে এসেছে নয়াগ্রামের বাসিন্দা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো অর্ডিনেটার উজ্জ্বল দত্ত, ঝাড়গ্রামের বাসিন্দা আরও এক কো-অর্ডিনেটার অজিত মাহাত, ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব বা তাঁর ছেলে বিক্রমাদিত্য মল্লদেব ছাড়াও তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার ।

আরও পড়ুন : বিজেপিতে যোগ দিলেন হিরণ

সুরজিৎ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে । হঠাৎ করে সুরজিতের বিধানসভা নির্বাচনের আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ায় জল্পনা শুরু হয়েছে । রাজনৈতিক মহলের একাংশের দাবি, আদিবাসী সমাজের কাছে সুকুমার হাঁসদার আবেগকে কাজে লাগিয়ে ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হতে চলেছে সুকুমার বাবুর ইঞ্জিনিয়ার ছেলে সুরজিৎ হাঁসদা । সুরজিৎ বলেন , "দাদু ও বাবা সমাজের জন্য অনেক কাজ করেছেন । আমিও তাঁদের দেখানো পথেই হাঁটতে চাই । বাবাকে তাঁদের প্রিয় বিধায়ক হিসেবে দশ বছর ধরে আশীর্বাদ করেছেন এখানকার মানুষ ৷ তাই আমি আজ সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.