ETV Bharat / state

MGNREGA Project: বোর্ড লাগিয়েও হয়নি রাস্তা, 100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তৃণমূলের

100 দিনের প্রকল্পে মালপত্র ফেলে, বোর্ড লাগিয়ে কাজ বন্ধ ৷ রাস্তার বেহাল পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসী ৷ কেন্দ্র টাকা না দেওয়ায় কাজ বন্ধ অভিযোগ তৃণমূলের ৷

MGNREGA Project
100 দিনের কাজ বন্ধ
author img

By

Published : May 6, 2023, 8:39 PM IST

রাস্তার বেহাল পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসী

দাসপুর, 6 মে: 100 দিনের কাজের প্রকল্পে গ্রামীণ রাস্তা ঢালাইয়ের জন্য একবছর আগে টেন্ডার ডেকে খতিয়ান-সহ বোর্ড লাগানো হয়েছিল ৷ তবে এখনও শুরু হয়নি সেই রাস্তার কাজ । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবাড়ুই এলাকার । এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী । তবে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায় থমকে গিয়েছে রাস্তার কাজ ।

জানা গিয়েছে, খাটবাড়ুই থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত কয়েক কিলোমিটার একটি মোরাম রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে । ওই রাস্তার উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে একাধিক গ্রামের মানুষ । অভিযোগ, একবছর আগে এই মোরাম রাস্তা ঢালাইয়ের জন্য উদ্যোগ নেয় দাসপুর-1 গ্রাম পঞ্চায়েত সমিতি । রাস্তার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় 2021-22 অর্থ বর্ষে । ঢালাই রাস্তার জন্য 43 লক্ষ 2 হাজার 514 টাকা মোট ব্যয় ধরা হয় । কাজের খতিয়ান উল্লেখ করে প্রকল্পের বোর্ড লাগানো হয় ৷ সঙ্গে কিছু মালপত্রও ফেলা হয় কাজ শুরুর জন্য ।

MGNREGA work
বোর্ড লাগিয়েও হয়নি রাস্তা

তবে একবছর কেটে গেলেও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি এখনও । কেন এই ঢিলেমি, কবে হবে এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা ঢালাইয়ের কাজ ৷ এমনই একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছে এলাকাবাসী । মেয়াদ উত্তীর্ণ এই প্রকল্পের কাজ আদৌ আর হবে কি না, তা নিয়ে আশংকায় এলাকার মানুষ । আর এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন দাসপুরের সিপিএম নেতা গুণধর বসু ।

যদিও তৃণমূল পরিচালিত দাসপুর-1 পঞ্চায়েত সমিতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তার কাজ শুরু না হওয়ার দায় চাপিয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, 100 দিনের কাজের প্রকল্পে রাস্তাটি ঢালাইয়ের জন্য ওয়ার্কঅর্ডার, টেন্ডার প্রক্রিয়া থেকে মালপত্রও পড়ে গিয়েছে । কিন্তু কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে । 100 দিনের মজুরদের টাকা বন্ধ ৷ তাই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে । কেন্দ্র সরকার টাকা দিলেই ফের কাজ শুরু হয়ে যাবে ।

MGNREGA work
গ্রামীণ রাস্তার হাল বেহাল

এ বিষয়ে অবশ্য স্থানীয় তৃণমূল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, "কন্টাক্টর চাইলে কাজ শুরু করতে পারতেন । অনেকবার বলা হয়েছে কিন্তু কাজ শুরু করেননি । এ নিয়ে আমরা বিডিওকে জানিয়ে ছিলাম । কন্টাক্টরকে বলা হলে তিনি বলছে 100 দিনের কাজের টাকা মেলেনি ৷ তাই কাজ শুরু করতে পারছেন না তিনি ।" কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনে যাতে এলাকাবাসীকে না ভুগতে হয় ৷ তাই গ্রামের বেহাল রাস্তাটি দ্রুত ঢালাই করার কাজ শুরু হোক, চাইছেন এলাকার মানুষজন ।

আরও পড়ুন: 'রাস্তা দাও ভোট নাও' দেওয়াল লিখনে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

রাস্তার বেহাল পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসী

দাসপুর, 6 মে: 100 দিনের কাজের প্রকল্পে গ্রামীণ রাস্তা ঢালাইয়ের জন্য একবছর আগে টেন্ডার ডেকে খতিয়ান-সহ বোর্ড লাগানো হয়েছিল ৷ তবে এখনও শুরু হয়নি সেই রাস্তার কাজ । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-1 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবাড়ুই এলাকার । এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী । তবে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি, কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায় থমকে গিয়েছে রাস্তার কাজ ।

জানা গিয়েছে, খাটবাড়ুই থেকে হরেকৃষ্ণপুর পর্যন্ত কয়েক কিলোমিটার একটি মোরাম রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে । ওই রাস্তার উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে একাধিক গ্রামের মানুষ । অভিযোগ, একবছর আগে এই মোরাম রাস্তা ঢালাইয়ের জন্য উদ্যোগ নেয় দাসপুর-1 গ্রাম পঞ্চায়েত সমিতি । রাস্তার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় 2021-22 অর্থ বর্ষে । ঢালাই রাস্তার জন্য 43 লক্ষ 2 হাজার 514 টাকা মোট ব্যয় ধরা হয় । কাজের খতিয়ান উল্লেখ করে প্রকল্পের বোর্ড লাগানো হয় ৷ সঙ্গে কিছু মালপত্রও ফেলা হয় কাজ শুরুর জন্য ।

MGNREGA work
বোর্ড লাগিয়েও হয়নি রাস্তা

তবে একবছর কেটে গেলেও ঢালাই রাস্তার কাজ শুরু হয়নি এখনও । কেন এই ঢিলেমি, কবে হবে এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা ঢালাইয়ের কাজ ৷ এমনই একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছে এলাকাবাসী । মেয়াদ উত্তীর্ণ এই প্রকল্পের কাজ আদৌ আর হবে কি না, তা নিয়ে আশংকায় এলাকার মানুষ । আর এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন দাসপুরের সিপিএম নেতা গুণধর বসু ।

যদিও তৃণমূল পরিচালিত দাসপুর-1 পঞ্চায়েত সমিতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তার কাজ শুরু না হওয়ার দায় চাপিয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান, 100 দিনের কাজের প্রকল্পে রাস্তাটি ঢালাইয়ের জন্য ওয়ার্কঅর্ডার, টেন্ডার প্রক্রিয়া থেকে মালপত্রও পড়ে গিয়েছে । কিন্তু কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে । 100 দিনের মজুরদের টাকা বন্ধ ৷ তাই কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে । কেন্দ্র সরকার টাকা দিলেই ফের কাজ শুরু হয়ে যাবে ।

MGNREGA work
গ্রামীণ রাস্তার হাল বেহাল

এ বিষয়ে অবশ্য স্থানীয় তৃণমূল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, "কন্টাক্টর চাইলে কাজ শুরু করতে পারতেন । অনেকবার বলা হয়েছে কিন্তু কাজ শুরু করেননি । এ নিয়ে আমরা বিডিওকে জানিয়ে ছিলাম । কন্টাক্টরকে বলা হলে তিনি বলছে 100 দিনের কাজের টাকা মেলেনি ৷ তাই কাজ শুরু করতে পারছেন না তিনি ।" কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনে যাতে এলাকাবাসীকে না ভুগতে হয় ৷ তাই গ্রামের বেহাল রাস্তাটি দ্রুত ঢালাই করার কাজ শুরু হোক, চাইছেন এলাকার মানুষজন ।

আরও পড়ুন: 'রাস্তা দাও ভোট নাও' দেওয়াল লিখনে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.