ডেবরা, 1 সেপ্টেম্বর: রাতারাতি সাংসদ কার্যালয় পরিণত হল আইসোলেশন সেন্টারে । এলাকার কোরোনা আক্রান্ত মানুষদের রাখা হবে ওই আইসোলেশন সেন্টারে ৷ তাঁদের দেখাশোনার সমস্ত খরচ বহন করবেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারি (দেব)।
দীপক অধিকারিক উদ্যোগে ডেবরার সাংসদ কার্যালয় পরিণত করা হয় আইসোলেশন সেন্টারে ৷ এই সেন্টারে মোট পাঁচটি শয্যা রয়েছে ৷ আজ ওই আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ৷ উপস্থিত ছিলেন সীতেশ ধাড়া, ডেবরা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব ।
ডেবরার নারায়ণ গড় সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ সামাজিক দূরত্ববিধি মেনে তাঁদের চিকিৎসার জন্য দরকার আইসোলেশন সেন্টার । এই অবস্থায় ডেবরার সাংসদ কার্যালয়কে আইসোলেশন সেন্টার গড়ে তোলার তড়িঘড়ি সিদ্ধান্ত নেন দীপক অধিকারি । সেই মতো রাতারাতি আইসোলেশন সেন্টারে পরিণত করা হয় কার্যালয়টিকে । ওই আইসোলেশন সেন্টারে উপসর্গহীন কোরোনায় আক্রান্তদের রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ তাদের শারীরিক অবস্থার দেখাশোনার জন্য থাকবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, "আমরা মানুষের সঙ্গে রয়েছি ৷ মানুষের কথা ভাবি ৷ আমরা বা আমাদের সাংসদ প্রতিদিনই ভাবেন মানুষের জন্য কী করা যায় ।"তিনি আরও বলেন, "শুধু একটি না বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি বিভাগ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেই বিভাগগুলিকে আইসোলেশান সেন্টার পরিণত করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে ।"