ETV Bharat / state

ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান - undefined

সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলায় BJP - র তরফ থেকে আজ চারটি এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছিল । সকাল থেকে টানা বৃষ্টির কারণে তিনটি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা BJP নেতৃত্ব ।

ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান
author img

By

Published : Jul 6, 2019, 8:39 PM IST

কোলাঘাট ,6 জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সদস্য সংগ্রহ অভিযানে ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও CPI (M) ছেড়ে BJP তে যোগদান করলেন ৭০ জন সংখ্যালঘু সহ ৩০০ জন । শনিবার বিকেলে কোলাঘাটে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতী । উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা ।

সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলায় BJP - র তরফ থেকে আজ চারটি এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছিল । সকাল থেকে টানা বৃষ্টির কারণে তিনটি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা BJP নেতৃত্ব । বিকেলে বৃষ্টির মধ্যে শুরু হয় সদস্য সংগ্রহ অভিযান ।

পরে ভারতী ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "পুলিশকে সামনে রেখে শিখণ্ডী করে তৃণমূল সরকার চলছে । কাটমানি ফেরতের দাবিতে আমাদের পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলতে থাকবে ।"

কোলাঘাট ,6 জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সদস্য সংগ্রহ অভিযানে ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও CPI (M) ছেড়ে BJP তে যোগদান করলেন ৭০ জন সংখ্যালঘু সহ ৩০০ জন । শনিবার বিকেলে কোলাঘাটে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতী । উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা ।

সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলায় BJP - র তরফ থেকে আজ চারটি এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছিল । সকাল থেকে টানা বৃষ্টির কারণে তিনটি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা BJP নেতৃত্ব । বিকেলে বৃষ্টির মধ্যে শুরু হয় সদস্য সংগ্রহ অভিযান ।

পরে ভারতী ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "পুলিশকে সামনে রেখে শিখণ্ডী করে তৃণমূল সরকার চলছে । কাটমানি ফেরতের দাবিতে আমাদের পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলতে থাকবে ।"

Intro:আমের আঁটির রথ চমক এবার মেদিনীপুর জগন্নাথ উৎসবেরBody:প্রায় তিন হাজার আটি দিয়ে এবারের জগন্নাথ দেবের অবয়ব তৈরি করে এবারের রথ যাত্রার চমক দিতে চলেছে মেদিনীপুরের জগন্নাথ জিউর মন্দির কমিটি l প্রতি বছরই এই রথযাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন রকমের চমক থাকে এই জগন্নাথ জিউর উৎসব l এবারের রথ যাত্রার প্রধান চমক হলো 3000 আমের আঁটি দিয়ে প্রভু জগন্নাথ দেবের অবয়ব তৈরি করা l এবারের শিল্পী শুভনাথ মল্লিক ,বাড়ি চন্দননগর l শিল্পীর সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় চন্দননগর আমের জন্য বিখ্যাত ,তাই সেই আমের মধ্যে থাকা আঁটি দিয়ে জগন্নাথ তৈরি করার ভাবনা শিল্পী শুভনাথ মল্লিক এর l প্রায় মাসখানেক ধরে অক্লান্ত প্রচেষ্টায় তিনি তৈরি করে ফেলেছেন আস্ত এক প্রভু জগন্নাথ জিউর অবয়ব ,যাতে তিনি ব্যবহার করেছেন আমের ছাড়ানো 3000 আম আটি l প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে তার এই প্রতিভার এর নজর কাড়বে আগামীকাল রথযাত্রা উৎসবে l উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুর জেলায় রথযাত্রা ঘিরে আপামর বাঙালির মধ্যে একটা উৎসবের খোশমেজাজ লক্ষ্য করা যায় l আর সেই রথযাত্রা ঘিরে এবারে সাজো সাজো রব l তার মধ্যেই নতুন চমক আমের আটির জগন্নাথ দেব l তাই আশা করছেন মন্দির কমিটি এবারের ভিড় উপচে পড়বে জগন্নাথ দেব কে দেখতে শিল্পীর বক্তব্য বিগত দিনের শিল্পী তারক পাইন কে তিনি নিরীক্ষণ করেই তার এই চিন্তা ভাবনা l প্রতিবছর শিল্পী তারক পাইন পরিবেশ থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ দিয়ে সমাজ সচেতনমুলক মূর্তি করেন l কখনো শিব দুর্গা কালী বা কখনো আস্ত জগন্নাথ দেব l তাই সেই শিল্পীর পথ ধরেই এবারে আমের আঁটির জগন্নাথ বানিয়ে ফেলেছেন শিল্পী শুভনাথ মল্লিক l এবারে এই জগন্নাথ দেব তৈরী করতে তার খরচা হয়েছে প্রায় কুড়ি হাজার টাকা l অল্প টাকায় আস্ত জগন্নাথ দেব এর অবয়ব চমক রাখবে জেলা বাসীর কাছে l Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.