সবং, ২১ ফেব্রুয়ারি : পশ্চিম মেদিনীপুরের সবং ব্লক ও তার আশপাশের অঙ্গনওয়াড়িগুলিতে নিয়মিত খাবার মিলছে না। যদি বা কোনওদিন খাবার পাওয়া যাচ্ছে তাও পরিমানে সামান্য। অঙ্গনওয়াড়ির এই সমস্যার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন স্থানীয় বাসিন্দা ইন্দ্র সাহু। আর তারপরই তাঁকে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি দেন সবং ব্লকের অন্তর্গত খেলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী তন্ময় সিং।
স্থানীয় অঙ্গনওয়াড়িতে ৪ মাসের সন্তানের জন্য খাবার আনতে যেতেন ইন্দ্রবাবুর স্ত্রী সুষমা সাহু। কিন্তু গত কয়েকদিন যাবৎ প্রতিদিনই প্রায় খালি হাতেই ফিরে আসছিলেন তিনি। শুধু সবং নয় আশপাশের এলাকার বেশিরভাগ অঙ্গনওয়াড়িগুলোর একই হাল। ফলে সমস্যায় পড়েছেন এলাকার শিশুসহ প্রসূতিরাও। তাই এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরতেই ইন্দ্রবাবু ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ, আর এই পোস্টটির উত্তরে তন্ময় সিং ইন্দ্রবাবুকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। ফেসবুকে এই হুমকি পাওয়ার পর থেকেই আতঙ্কিত ইন্দ্রবাবু ও তাঁর পরিবার।
বিষয়টি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতিকে জানানো হলে তিনি বলেন, "আমি খোঁজখবর নেব। এই ধরনের কাজ যিনি করেছেন তাঁর বিরুদ্ধে দল অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে।"