শালবনি ও কলকাতা, 26 এপ্রিল : দুস্থদের দরজায় খাবার পৌঁছে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য । তাই রাতের পর রাত জেগে নিজের হাতে খাবারের প্যাকেট তৈরি করছেন তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত । দিনের আলোয় তা দুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। লকডাউনে এরকমই দৃষ্টান্তের সাক্ষী থাকছেন জঙ্গলমহলের দুস্থ আদিবাসীরা ।
জঙ্গলমহলের শালবনির তৃণমূল বিধায়ক শুধুমাত্র একটা গামছা পরে বাড়ির বারান্দায় বসে দুবেলা অসহায় মানুষের জন্য খাবারের প্যাকেট তৈরি করে চলেছেন । পরে তা গোয়ালতোড়, গড়বেতা সহ বিভিন্ন এলাকার দুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। দিনের পর দিন এভাবেই দুস্থদের অন্নের সংস্থান করে চলেছেন বিধায়ক । তবে শুধুমাত্র রাত জেগে একা হাতে খাবারের প্যাকেট তৈরি করা নয়, কখনও কখনও তা নিজের মাথায় করে পৌঁছে দিচ্ছেন মানুষের দোরগোড়ায় ।
জঙ্গলমহলের আদিবাসী মানুষের অবস্থা নুন আনতে পান্তা ফুরানোর মতো । লকডাউনের ফলে পরিস্থিতি এখন আরও খারাপ । বহু বাড়িতেই জুটছে না খাবার । এই অবস্থায় তাঁদের ত্রাতা হয়ে পাশে রয়েছেন বিধায়ক শ্রীকান্ত মাহাত । চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিজেই পৌঁছে দিচ্ছেন মানুষের হেঁসেলে ।