ETV Bharat / state

ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 হাতির মৃত্য়ু - electric

ঝাড়গ্রামের বিনুপুরের মালাবাতি জঙ্গল লাগোয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তিনটি হাতির ।

ঝাড়গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 হাতির মৃত্য়ু
author img

By

Published : Jul 10, 2019, 9:33 AM IST

Updated : Jul 10, 2019, 1:37 PM IST

ঝাড়গ্রাম, 10 জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু । ঝাড়গ্রামের বিনুপুর থানার মালাবাতি জঙ্গল লাগোয়া সাতবাঁকি গ্রামের ঘটনা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল রাত সাড়ে 12 টা নাগাদ জঙ্গল থেকে প্রায় 20 থেকে 25 টি হাতি গ্রামে ঢুকে পড়ে । রাস্তায় বিদ্যুতের তার ঝুলছিল । তা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয় হাতিগুলোর । তিনটি হাতি মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বনদপ্তর ।

ঝাড়গ্রাম, 10 জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু । ঝাড়গ্রামের বিনুপুর থানার মালাবাতি জঙ্গল লাগোয়া সাতবাঁকি গ্রামের ঘটনা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল রাত সাড়ে 12 টা নাগাদ জঙ্গল থেকে প্রায় 20 থেকে 25 টি হাতি গ্রামে ঢুকে পড়ে । রাস্তায় বিদ্যুতের তার ঝুলছিল । তা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয় হাতিগুলোর । তিনটি হাতি মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বনদপ্তর ।

sample description
Last Updated : Jul 10, 2019, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.