ETV Bharat / state

Dilip Ghosh: বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ - দিলীপ ঘোষ

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করবে না বিজেপি ৷ এ কথা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তিনি বলেন, বারবার কেন একই লোক মমতাকে হারাবে ? এ বার নতুন কেউ হারাক ৷

suvendu adhikari will not contest against mamata banerjee in bhawanipur bypoll, says dilip ghosh
বারবার শুভেন্দু কেন ? এবার অন্য কেউ হারাবে মমতাকে: দিলীপ
author img

By

Published : Sep 6, 2021, 5:26 PM IST

Updated : Sep 7, 2021, 10:54 AM IST

মুড়াডাঙা, 6 সেপ্টেম্বর: ভবানীপুরে (Bhawanipur Bypoll) ফের মমতা-শুভেন্দু দ্বৈরথ হচ্ছে না ৷ স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর যুক্তি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি একা কেন বারবার তৃণমূল নেত্রীকে হারাবেন ? তাঁকে ভবানীপুরে হারাবেন অন্য কেউ ৷ উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে এ কথা বললেন দিলীপ ঘোষ ৷ তবে ভবানীপুরে বিজেপির প্রার্থী কে হবেন, তার কোনও ইঙ্গিত মেলেনি তাঁর থেকে ৷

ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ আইনি পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানোর ভাবনাচিন্তা চলছে ৷ পাশাপাশি জল্পনা শুরু হয়েছে বিজেপি প্রার্থী নির্বাচন নিয়ে ৷ নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনিই মমতাকে টক্কর দেবেন কি না, এই প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা জানিয়েছিলেন, দল চাইলে তিনি ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে তৈরি আছেন ৷ তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু নন, ভবানীপুরে মমতার সঙ্গে সম্মুখসমরে নামবে বিজেপির অন্য কোনও মুখ ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি । সেখানে তিনি ভবানীপুর উপনির্বাচন নিয়ে বলেন, ‘‘একই লোক কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে ? অন্য প্রার্থী ঠিক করবে দল ।’’ ভবানীপুরে তৃণমূল প্রার্থী দিয়েছে কিন্তু বিজেপি এখনও প্রার্থী কেন দেয়নি, এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "ওদের প্রার্থী আগেই ঠিক করা ছিল, তাই ওরা দিয়েছে ৷ আমরাও পরবর্তীকালে প্রার্থীর নাম ঘোষণা করব ।"

এই সংক্রান্ত খবর : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

মমতার বিরুদ্ধে ভবানীপুরেও কি শুভেন্দু অধিকারীই প্রার্থী হবেন ? এই প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "শুভেন্দু অধিকারী আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে । এরপরে আবার কেন একই প্রার্থী বারবার মমতাকে হারাবেন ? বরং দল অন্য কোনও প্রার্থীকে ঠিক করবে ভবানীপুরে ।"

আরও পড়ুন: Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

জঙ্গলমহল এলাকায় নতুন করে মাওবাদী গতিবিধির খবর মেলার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপের দাবি, "ভোট এলে এই ধরনের কার্যকলাপ বাড়ে ৷ মানুষকে ভয় দেখানো যায়, এটা নতুন কিছু নয় ।" যদিও এ দিন দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

মেদিনীপুরে দিলীপ ঘোষ ৷

এ দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে যান একাধিক কর্মসূচি নিয়ে । প্রথমেই কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় পরিদর্শনে যান তিনি ৷ এরপর তিনি মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় এক কার্যকর্তার বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া সারেন । লোধা স্মৃতি ভবনে বিজেপি যুব মোর্চার একটি বৈঠকও করেন তিনি ৷ তারপর রেল শহর খড়্গপুর ইন্দাতে একটি মন্দিরের উদ্বোধন করে দিলীপ ঘোষ কলকাতার উদ্দেশে রওনা দেন ।

মুড়াডাঙা, 6 সেপ্টেম্বর: ভবানীপুরে (Bhawanipur Bypoll) ফের মমতা-শুভেন্দু দ্বৈরথ হচ্ছে না ৷ স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তাঁর যুক্তি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি একা কেন বারবার তৃণমূল নেত্রীকে হারাবেন ? তাঁকে ভবানীপুরে হারাবেন অন্য কেউ ৷ উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে এ কথা বললেন দিলীপ ঘোষ ৷ তবে ভবানীপুরে বিজেপির প্রার্থী কে হবেন, তার কোনও ইঙ্গিত মেলেনি তাঁর থেকে ৷

ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ আইনি পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানোর ভাবনাচিন্তা চলছে ৷ পাশাপাশি জল্পনা শুরু হয়েছে বিজেপি প্রার্থী নির্বাচন নিয়ে ৷ নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনিই মমতাকে টক্কর দেবেন কি না, এই প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা জানিয়েছিলেন, দল চাইলে তিনি ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে তৈরি আছেন ৷ তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু নন, ভবানীপুরে মমতার সঙ্গে সম্মুখসমরে নামবে বিজেপির অন্য কোনও মুখ ৷

আরও পড়ুন: Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি । সেখানে তিনি ভবানীপুর উপনির্বাচন নিয়ে বলেন, ‘‘একই লোক কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে ? অন্য প্রার্থী ঠিক করবে দল ।’’ ভবানীপুরে তৃণমূল প্রার্থী দিয়েছে কিন্তু বিজেপি এখনও প্রার্থী কেন দেয়নি, এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "ওদের প্রার্থী আগেই ঠিক করা ছিল, তাই ওরা দিয়েছে ৷ আমরাও পরবর্তীকালে প্রার্থীর নাম ঘোষণা করব ।"

এই সংক্রান্ত খবর : শুধু ভবানীপুরেই উপনির্বাচন কেন, প্রশ্ন শুভেন্দুর

মমতার বিরুদ্ধে ভবানীপুরেও কি শুভেন্দু অধিকারীই প্রার্থী হবেন ? এই প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসের সুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "শুভেন্দু অধিকারী আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে । এরপরে আবার কেন একই প্রার্থী বারবার মমতাকে হারাবেন ? বরং দল অন্য কোনও প্রার্থীকে ঠিক করবে ভবানীপুরে ।"

আরও পড়ুন: Dilip Ghosh : ভবানীপুরের উপনির্বাচন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলীপের

জঙ্গলমহল এলাকায় নতুন করে মাওবাদী গতিবিধির খবর মেলার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপের দাবি, "ভোট এলে এই ধরনের কার্যকলাপ বাড়ে ৷ মানুষকে ভয় দেখানো যায়, এটা নতুন কিছু নয় ।" যদিও এ দিন দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

মেদিনীপুরে দিলীপ ঘোষ ৷

এ দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে যান একাধিক কর্মসূচি নিয়ে । প্রথমেই কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় পরিদর্শনে যান তিনি ৷ এরপর তিনি মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় এক কার্যকর্তার বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া সারেন । লোধা স্মৃতি ভবনে বিজেপি যুব মোর্চার একটি বৈঠকও করেন তিনি ৷ তারপর রেল শহর খড়্গপুর ইন্দাতে একটি মন্দিরের উদ্বোধন করে দিলীপ ঘোষ কলকাতার উদ্দেশে রওনা দেন ।

Last Updated : Sep 7, 2021, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.