ETV Bharat / state

পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব : শুভেন্দু

দলবদলুদের নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি । 2021-এর ভরাডুবির পর পুনরায় তৃণমূলে যোগ দেওয়ায় হিড়িক লেগেছে ।

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jun 12, 2021, 10:07 PM IST

ডেবরা, 12 জুন : মুকুল রায়ের দলবদলকে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বললেন, দু-তিন মাসের মধ্যেই দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবেন । যাঁরা দলত্যাগ করতে চাইবেন তাঁদের ওই আইন মেনে দলত্যাগ করতে হবে ৷ যা ভারতের বহুদলীয় সংবিধানের স্বীকৃত ।

তিনি বলেন, "স্পিকার হাতে থাকায় দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি । আমি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আমি দলত্য়াগের পদ্ধতি জানি ৷ আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাব । এর জন্য দুই থেকে তিনমাস সময় লাগতে পারে ৷" শুভেন্দু বলেন, ‘‘দলত্যাগ বিরোধী আইন মেনেই দলবদল করতে হবে । এর বাইরে কোনও উপায় নেই । আমি নিজেও সবকিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ নিয়েছি । এটা যদি কেউ অনুসরণ করেন, করতেই পারেন ।"

আরও পড়ুন : নমনীয় নন সুজিত; সব্যসাচীর ঘরে ফেরার আকাশে কালো মেঘ

মুকুল রায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, "বহু দলীয় গণতন্ত্রে একজন যদি সবকিছু ছেড়ে দিয়ে দলবদল করেন এবং সেই দল তাঁকে যদি গ্রহণ করে সেই ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এমএলএকে তৃণমূলের খাতায়, সিপিএমের এমএলএকে তৃণমূলের খাতায় ফেলছেন ৷ মুকুলবাবুকে দিয়ে এটা শুরু করলেন । আইনের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয় ৷ পশ্চিমবঙ্গ বিধানসভা সেই আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।"

শুনুন শুভেন্দুর মন্তব্য

দলবদলুদের নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি । 2021-এর ভরাডুবির পর পুনরায় তৃণমূলে যোগ দেওয়ায় হিড়িক লেগেছে । মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিজেপি ভাঙনের প্রক্রিয়া । তার আগেও বেশ কিছু বিজেপি নেতা তৃণমূলে ফিরে এসেছেন ৷

ডেবরা, 12 জুন : মুকুল রায়ের দলবদলকে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বললেন, দু-তিন মাসের মধ্যেই দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবেন । যাঁরা দলত্যাগ করতে চাইবেন তাঁদের ওই আইন মেনে দলত্যাগ করতে হবে ৷ যা ভারতের বহুদলীয় সংবিধানের স্বীকৃত ।

তিনি বলেন, "স্পিকার হাতে থাকায় দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি । আমি বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আমি দলত্য়াগের পদ্ধতি জানি ৷ আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাব । এর জন্য দুই থেকে তিনমাস সময় লাগতে পারে ৷" শুভেন্দু বলেন, ‘‘দলত্যাগ বিরোধী আইন মেনেই দলবদল করতে হবে । এর বাইরে কোনও উপায় নেই । আমি নিজেও সবকিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ নিয়েছি । এটা যদি কেউ অনুসরণ করেন, করতেই পারেন ।"

আরও পড়ুন : নমনীয় নন সুজিত; সব্যসাচীর ঘরে ফেরার আকাশে কালো মেঘ

মুকুল রায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, "বহু দলীয় গণতন্ত্রে একজন যদি সবকিছু ছেড়ে দিয়ে দলবদল করেন এবং সেই দল তাঁকে যদি গ্রহণ করে সেই ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এমএলএকে তৃণমূলের খাতায়, সিপিএমের এমএলএকে তৃণমূলের খাতায় ফেলছেন ৷ মুকুলবাবুকে দিয়ে এটা শুরু করলেন । আইনের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয় ৷ পশ্চিমবঙ্গ বিধানসভা সেই আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।"

শুনুন শুভেন্দুর মন্তব্য

দলবদলুদের নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি । 2021-এর ভরাডুবির পর পুনরায় তৃণমূলে যোগ দেওয়ায় হিড়িক লেগেছে । মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিজেপি ভাঙনের প্রক্রিয়া । তার আগেও বেশ কিছু বিজেপি নেতা তৃণমূলে ফিরে এসেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.