ETV Bharat / state

চাষের চাল না দেওয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে - ধারাল অস্ত্র

চাষের জমির চালের ভাগ না দেওয়ায় বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ খড়গপুর গ্রামীণের বেনাপুরের ঘটনায় অভিযুক্ত বিদ্যাধর পাতরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

son accused to kill his father in kharagpur gramin west medinipur
চাষের চাল না দেওয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
author img

By

Published : May 1, 2021, 4:39 PM IST

খড়গপুর, 1 মে : চাষের জমিতে উৎপাদিত চালের ভাগ না দেওয়ার বাবাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে । গতকাল রাতে খড়গপুর গ্রামীণের বেনাপুরের ঘটনায় মৃত্যু হয়েছে কালোচন্দ পাতর নামে ওই ব্যক্তির ৷ অভিযুক্ত ছেলে বিদ্যাধর পাতরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কালোচন্দ পাতরের কাছে চাষের চাল চেয়েছিল তাঁর ছেলে ৷ তবে, তিনি সেই চালের ভাগ দিতে অস্বীকার করায় ধারাল অস্ত্রের কোপে কালোচন্দ পাতরকে খুনের অভিযোগ উঠল ছেলে বিদ্যাধর পাতরের বিরুদ্ধে ৷ খবর পেয়ে সকালে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার বেনাপুর এলাকায় । অভিযুক্ত বিদ্যাধর পাতরকে গ্রেফতার করেছে পুলিশ ।

চাষের চাল না দেওয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

আরও পড়ুন :ব্যবসায় বিবাদের জেরে খুড়তুতো ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

অভিযুক্তের স্ত্রী মিঠু পাতরের অভিযোগ, তাঁর স্বামী তাঁকেও মারধর করত ৷ তিনি দীর্ঘদিন বাপের বাড়িতে থেকে তিন মেয়েকে মানুষ করছিলেন ৷ সম্প্রতি বাড়িতে ফিরেছেন ৷ এমনকি বিদ্যাধর পাতর তার বাবাকেও প্রায়ই মারধর করত বলে জানিয়েছেন মিঠু ৷

খড়গপুর, 1 মে : চাষের জমিতে উৎপাদিত চালের ভাগ না দেওয়ার বাবাকে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে । গতকাল রাতে খড়গপুর গ্রামীণের বেনাপুরের ঘটনায় মৃত্যু হয়েছে কালোচন্দ পাতর নামে ওই ব্যক্তির ৷ অভিযুক্ত ছেলে বিদ্যাধর পাতরকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কালোচন্দ পাতরের কাছে চাষের চাল চেয়েছিল তাঁর ছেলে ৷ তবে, তিনি সেই চালের ভাগ দিতে অস্বীকার করায় ধারাল অস্ত্রের কোপে কালোচন্দ পাতরকে খুনের অভিযোগ উঠল ছেলে বিদ্যাধর পাতরের বিরুদ্ধে ৷ খবর পেয়ে সকালে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার বেনাপুর এলাকায় । অভিযুক্ত বিদ্যাধর পাতরকে গ্রেফতার করেছে পুলিশ ।

চাষের চাল না দেওয়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

আরও পড়ুন :ব্যবসায় বিবাদের জেরে খুড়তুতো ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

অভিযুক্তের স্ত্রী মিঠু পাতরের অভিযোগ, তাঁর স্বামী তাঁকেও মারধর করত ৷ তিনি দীর্ঘদিন বাপের বাড়িতে থেকে তিন মেয়েকে মানুষ করছিলেন ৷ সম্প্রতি বাড়িতে ফিরেছেন ৷ এমনকি বিদ্যাধর পাতর তার বাবাকেও প্রায়ই মারধর করত বলে জানিয়েছেন মিঠু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.