ETV Bharat / state

Kharagpur Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ! পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত 6

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 11:08 AM IST

Updated : Oct 28, 2023, 11:21 AM IST

পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজার সামনে ভয়াবহ দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে আরও একজনের ৷ গুরুতর আহত আরও 4 জন ৷

Etv Bharat
খড়গপুরে ভয়ংকর দুর্ঘটনা জাতীয় সড়কে

পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা

খড়গপুর, 28 অক্টোবর: শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন ৷ গুরুতর আহত আরও 4 ৷ খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে 16 নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা 407 গাড়িতে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ডেবরা টোল প্লাজা থেকে মাত্র 1 কিমি দূরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ৷

এই দুর্ঘটনায় আহত হন বীরেন্দ্র নাথ সি নামে এক ব্যক্তির ভাইও। বীরেন্দ্রনাথ বলেন, "সকাল-সকাল 407 পিকআপ ভ্যানে ফুল তোলা হচ্ছিল । বুড়ামালা থেকে কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে ফুল তোলার কাজ করছিলেন 10-12 জন কর্মী ৷ সেই সময়ই আচমকা পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি এসে পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মেরে সোজা গিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলেই পাঁচ জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে ৷ আমার ভাইও আহত হয়েছে। চিকিৎসার জন্য় এইমসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ৷"

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ-প্রশাসন দৌড়ে আসেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই মৃতদের মধ্যে কয়েকজনের দেহ খড়্গপুর হাসপাতালে এবং অন্য কয়েকজনের দেহ মেদিনীপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা টোল প্লাজার সামনের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে । লক্ষ্মীপূজো উপলক্ষে এই দিন ভোর তিনটে নাগাদ কোলাঘাটে ফুল নিয়ে যাওয়ার জন্য একটি পিকআপ ভ্যানে ফুল বোঝাই করছিলেন গাড়ির শ্রমিকরা। এই কাজে যুক্ত ছিলেন প্রায় 10-12জন শ্রমিক। সেই কাজ করার সময় হঠাৎই পেছন দিক থেকে একটি সিমেন্ট বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানের পেছনে। ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ । মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, শিশু-সহ মৃত একই পরিবারের 4

পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা

খড়গপুর, 28 অক্টোবর: শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন ৷ গুরুতর আহত আরও 4 ৷ খড়গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে 16 নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা 407 গাড়িতে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ডেবরা টোল প্লাজা থেকে মাত্র 1 কিমি দূরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ৷

এই দুর্ঘটনায় আহত হন বীরেন্দ্র নাথ সি নামে এক ব্যক্তির ভাইও। বীরেন্দ্রনাথ বলেন, "সকাল-সকাল 407 পিকআপ ভ্যানে ফুল তোলা হচ্ছিল । বুড়ামালা থেকে কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে ফুল তোলার কাজ করছিলেন 10-12 জন কর্মী ৷ সেই সময়ই আচমকা পিছন দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি এসে পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মেরে সোজা গিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলেই পাঁচ জন কর্মীর মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে ৷ আমার ভাইও আহত হয়েছে। চিকিৎসার জন্য় এইমসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ৷"

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ-প্রশাসন দৌড়ে আসেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই মৃতদের মধ্যে কয়েকজনের দেহ খড়্গপুর হাসপাতালে এবং অন্য কয়েকজনের দেহ মেদিনীপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা টোল প্লাজার সামনের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে । লক্ষ্মীপূজো উপলক্ষে এই দিন ভোর তিনটে নাগাদ কোলাঘাটে ফুল নিয়ে যাওয়ার জন্য একটি পিকআপ ভ্যানে ফুল বোঝাই করছিলেন গাড়ির শ্রমিকরা। এই কাজে যুক্ত ছিলেন প্রায় 10-12জন শ্রমিক। সেই কাজ করার সময় হঠাৎই পেছন দিক থেকে একটি সিমেন্ট বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানের পেছনে। ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ । মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, শিশু-সহ মৃত একই পরিবারের 4

Last Updated : Oct 28, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.