ETV Bharat / state

ধর্মীয় ভেদাভেদ ভুলে সেফ হোম, খড়্গপুরে একজোট বিভিন্ন সংগঠন - খড়্গপুর কলেজ

অতিমারি আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ৷ খড়্গপুরে ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন সংগঠন একজোট হয়ে সেফ হোম খুলছে ৷ 21 শয্যার এই সেফ হোম তৈরি করা হয়েছে খড়্গপুর কলেজের গার্লস হস্টেলে ৷

wb_wmid_01_kgp_safe_home_vis_7204519
ধর্মীয় ভেদাভেদ ভুলে সেফ হোম, খড়্গপুরে একজোট বিভিন্ন সংগঠন
author img

By

Published : May 15, 2021, 3:13 PM IST

খড়্গপুর, 15 মে : অতিমারির আবহে একে অপরকে বাঁচাতে সেফ হোম খোলার সিদ্ধান্ত নিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সম্প্রদায়ের মানুষ ৷ ‘একতাই সম্প্রীতি’, এই বার্তা নিয়ে আবার শিরোনামে ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুর ৷

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ ৷ আংশিক লকডাউন ডেকেও লাভ হচ্ছে না ৷ রোজই সংক্রমিত হচ্ছেন গড়ে কমপক্ষে 150 জন ৷ হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন ৷ এমন একটা সময়েই খড়্গপুর শহরের বেশ কয়েকটি সংগঠন ধর্ম, বর্ণ নির্বিশেষে একজোট হয়ে অতিমারির মোকাবিলা করার এবং মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ৷

খড়্গপুরের মহকুমা শাসককের সহযোগিতায় খড়্গপুর কলেজের গার্লস হস্টেলে 21টি বেডের একটি সেফ হোম চালু করল তারা ৷ এই সেফ হোমে যথেষ্ট পরিমাণে অক্সিজেন, চিকিৎসক এবং নার্স থাকবেন ৷

খড়্গপুর কলেজের গার্লস হস্টেলে তৈরি 21 শয্যার সেফ হোম ৷

আরও পড়ুন : একাধিক সেফ হোম তৈরির সিদ্ধান্ত হাওড়া পৌরপ্রশাসক মণ্ডলীর

সরকারি আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকদের মতে, সকল সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে এই ধরনের সেফ হোম চালু করায় খড়্গপুরে করোনার সংক্রমণ অনেকটাই কমবে ৷ এই ধরনের সেফ হোম চালু করায় উদ্যোক্তাদের সাধুবাদও জানিয়েছেন তাঁরা ৷ উদ্যোগে খুশি আমজনতাও ৷

খড়্গপুর, 15 মে : অতিমারির আবহে একে অপরকে বাঁচাতে সেফ হোম খোলার সিদ্ধান্ত নিলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সম্প্রদায়ের মানুষ ৷ ‘একতাই সম্প্রীতি’, এই বার্তা নিয়ে আবার শিরোনামে ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুর ৷

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ ৷ আংশিক লকডাউন ডেকেও লাভ হচ্ছে না ৷ রোজই সংক্রমিত হচ্ছেন গড়ে কমপক্ষে 150 জন ৷ হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন ৷ এমন একটা সময়েই খড়্গপুর শহরের বেশ কয়েকটি সংগঠন ধর্ম, বর্ণ নির্বিশেষে একজোট হয়ে অতিমারির মোকাবিলা করার এবং মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ৷

খড়্গপুরের মহকুমা শাসককের সহযোগিতায় খড়্গপুর কলেজের গার্লস হস্টেলে 21টি বেডের একটি সেফ হোম চালু করল তারা ৷ এই সেফ হোমে যথেষ্ট পরিমাণে অক্সিজেন, চিকিৎসক এবং নার্স থাকবেন ৷

খড়্গপুর কলেজের গার্লস হস্টেলে তৈরি 21 শয্যার সেফ হোম ৷

আরও পড়ুন : একাধিক সেফ হোম তৈরির সিদ্ধান্ত হাওড়া পৌরপ্রশাসক মণ্ডলীর

সরকারি আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকদের মতে, সকল সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে এই ধরনের সেফ হোম চালু করায় খড়্গপুরে করোনার সংক্রমণ অনেকটাই কমবে ৷ এই ধরনের সেফ হোম চালু করায় উদ্যোক্তাদের সাধুবাদও জানিয়েছেন তাঁরা ৷ উদ্যোগে খুশি আমজনতাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.